ETV Bharat / bharat

দিল্লির 100টি স্কুল উড়িয়ে দেওয়ার হুমকি মেল, বোমাতঙ্ক রাজধানীতে - Bomb Threat in Delhi Schools - BOMB THREAT IN DELHI SCHOOLS

Bomb Threat in Schools: একই দিনে দিল্লি ও নয়ডার প্রায় 100টি স্কুলে বোমাতঙ্ক ৷ স্কুুলে বোম রাখা রয়েছে, ই-মেলে এই হুমকি দেওয়ার পর মে দিবসের সকালে আতঙ্ক ছড়ায় রাজধানীতে ৷ তদন্ত শুরু করেছে পুলিশ ৷

Bomb Threatening Mail in School, দিল্লির পাঁচ স্কুলে বোমাতঙ্ক
দিল্লির 5 স্কুলে বোমাতঙ্ক
author img

By ETV Bharat Bangla Team

Published : May 1, 2024, 10:20 AM IST

Updated : May 1, 2024, 2:29 PM IST

দিল্লির 80টি স্কুলে বোমাতঙ্কের হুমকি ই-মেল, আতঙ্ক রাজধানীতে

নয়াদিল্লি, 1 মে: রাজধানীর একাধিক স্কুলে বোমাতঙ্কের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে ৷ পুলিশ সূত্রে জানা গিয়েছে, বুধবার সকালে দিল্লির প্রায় 100টি স্কুলে বোমাতঙ্কের হুমকি ই-মেল পেয়েছে ৷ বিষয়টি জানাজানি হতেই চাঞ্চল্য ছড়ায় এলাকায় ৷ যদিও পরে স্বরাষ্ট্রমন্ত্রক জানিয়ে দেয়, ভুয়ো হুমকি পাঠানো হয়েছে ৷ ঘটনার তদন্ত করছে পুলিশ ৷

প্রাথমিকভাবে জানা গিয়েছিল, পাঁচটি স্কুলে বোমাতঙ্ক ছড়িয়েছে ৷ এগুলি হল ময়ূরবিহারের মাদার মেরি স্কুল, দ্বারকার দিল্লি পাবলিক স্কুল, চাণক্যপুরির সংস্কৃতি স্কুল, বসন্ত কুঞ্জের দিল্লি পাবলিক স্কুল এবং সাকেতের অ্যামিটি স্কুল ৷ স্থানীয় থানায় বোমাতঙ্কের হুমকি ই-মেল পাওয়ার বিষয়টি জানানোর পরই স্কুলগুলি খালি করে দেওয়া হয় বলে জানিয়েছে কর্তৃপক্ষ ৷ বোমা শনাক্তকারী দল, বোমা নিষ্ক্রিয়করণ স্কোয়াড এবং দিল্লি ফায়ার সার্ভিসের আধিকারিকদের স্কুলগুলিতে পাঠানো হয়েছে ৷ তল্লাশি অভিযান চলছে বলে জানিয়েছেন একজন পুলিশ কর্মকর্তা।

আরও স্কুলে একই ধরনের হুমকি ই-মেল এসেছে বলে জানা যাচ্ছে ৷ সন্দেহ করা হচ্ছে, এর পিছনে একজন ব্যক্তিই রয়েছেন ৷ দিল্লি পুলিশের স্পেশাল সেল-সহ নিরাপত্তা সংস্থাগুলি ই-মেলের উৎস খুঁজছে ৷

তবে তল্লাশিতে এখনও পর্যন্ত সন্দেহজনক কোনও কিছুই মেলেনি ৷ প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, মঙ্গলবার একই প্যাটার্নে মেলগুলি পাঠানো হয়েছে ৷ তারিখের কোনও উল্লেখ নেই ৷ বিসিসি-র উল্লেখ রয়েছে, যার অর্থ একটি মেল একাধিক জায়গায় পাঠানো হয়েছে ৷ সেই বিষয়েই তদন্ত চলছে ৷ আইপি অ্যাড্রেস ও প্রযুক্তির সাহায্যে কে এই মেল পাঠিয়েছে তা খুঁজে বের করা সম্ভব ৷

এই তালিকায় নয়ডারও একটি স্কুল রয়েছে ৷ ঘটনায় নয়ডার ডিসিপি ক্রাইম শক্তিমোহন অবস্থি জানান, সতর্কতা হিসেবে স্কুলটি খালি করা হয়েছে । সাইবার ও নজরদারি দল স্কুলের প্রাপ্ত মেলের তদন্তে ব্যস্ত। মেল কে বা কারা পাঠিয়েছে তা শিগগিরই জানা যাবে। বর্তমানে স্কুলে ডগ স্কোয়াড ও বোমা নিষ্ক্রিয়কারী দল পাঠানো হয়েছে, এখনও পর্যন্ত স্কুলে কোনও বোমা উদ্ধার হয়নি ।

আরও পড়ুন :

  1. দেশের 30টি বিমানবন্দরে হুমকি ইমেলে বোমাতঙ্ক ! সুরক্ষায় তৎপরতা তুঙ্গে
  2. কলকাতা বিমানবন্দরে ফের বোমাতঙ্ক, শুরু চিরুনি তল্লাশি

দিল্লির 80টি স্কুলে বোমাতঙ্কের হুমকি ই-মেল, আতঙ্ক রাজধানীতে

নয়াদিল্লি, 1 মে: রাজধানীর একাধিক স্কুলে বোমাতঙ্কের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে ৷ পুলিশ সূত্রে জানা গিয়েছে, বুধবার সকালে দিল্লির প্রায় 100টি স্কুলে বোমাতঙ্কের হুমকি ই-মেল পেয়েছে ৷ বিষয়টি জানাজানি হতেই চাঞ্চল্য ছড়ায় এলাকায় ৷ যদিও পরে স্বরাষ্ট্রমন্ত্রক জানিয়ে দেয়, ভুয়ো হুমকি পাঠানো হয়েছে ৷ ঘটনার তদন্ত করছে পুলিশ ৷

প্রাথমিকভাবে জানা গিয়েছিল, পাঁচটি স্কুলে বোমাতঙ্ক ছড়িয়েছে ৷ এগুলি হল ময়ূরবিহারের মাদার মেরি স্কুল, দ্বারকার দিল্লি পাবলিক স্কুল, চাণক্যপুরির সংস্কৃতি স্কুল, বসন্ত কুঞ্জের দিল্লি পাবলিক স্কুল এবং সাকেতের অ্যামিটি স্কুল ৷ স্থানীয় থানায় বোমাতঙ্কের হুমকি ই-মেল পাওয়ার বিষয়টি জানানোর পরই স্কুলগুলি খালি করে দেওয়া হয় বলে জানিয়েছে কর্তৃপক্ষ ৷ বোমা শনাক্তকারী দল, বোমা নিষ্ক্রিয়করণ স্কোয়াড এবং দিল্লি ফায়ার সার্ভিসের আধিকারিকদের স্কুলগুলিতে পাঠানো হয়েছে ৷ তল্লাশি অভিযান চলছে বলে জানিয়েছেন একজন পুলিশ কর্মকর্তা।

আরও স্কুলে একই ধরনের হুমকি ই-মেল এসেছে বলে জানা যাচ্ছে ৷ সন্দেহ করা হচ্ছে, এর পিছনে একজন ব্যক্তিই রয়েছেন ৷ দিল্লি পুলিশের স্পেশাল সেল-সহ নিরাপত্তা সংস্থাগুলি ই-মেলের উৎস খুঁজছে ৷

তবে তল্লাশিতে এখনও পর্যন্ত সন্দেহজনক কোনও কিছুই মেলেনি ৷ প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, মঙ্গলবার একই প্যাটার্নে মেলগুলি পাঠানো হয়েছে ৷ তারিখের কোনও উল্লেখ নেই ৷ বিসিসি-র উল্লেখ রয়েছে, যার অর্থ একটি মেল একাধিক জায়গায় পাঠানো হয়েছে ৷ সেই বিষয়েই তদন্ত চলছে ৷ আইপি অ্যাড্রেস ও প্রযুক্তির সাহায্যে কে এই মেল পাঠিয়েছে তা খুঁজে বের করা সম্ভব ৷

এই তালিকায় নয়ডারও একটি স্কুল রয়েছে ৷ ঘটনায় নয়ডার ডিসিপি ক্রাইম শক্তিমোহন অবস্থি জানান, সতর্কতা হিসেবে স্কুলটি খালি করা হয়েছে । সাইবার ও নজরদারি দল স্কুলের প্রাপ্ত মেলের তদন্তে ব্যস্ত। মেল কে বা কারা পাঠিয়েছে তা শিগগিরই জানা যাবে। বর্তমানে স্কুলে ডগ স্কোয়াড ও বোমা নিষ্ক্রিয়কারী দল পাঠানো হয়েছে, এখনও পর্যন্ত স্কুলে কোনও বোমা উদ্ধার হয়নি ।

আরও পড়ুন :

  1. দেশের 30টি বিমানবন্দরে হুমকি ইমেলে বোমাতঙ্ক ! সুরক্ষায় তৎপরতা তুঙ্গে
  2. কলকাতা বিমানবন্দরে ফের বোমাতঙ্ক, শুরু চিরুনি তল্লাশি
Last Updated : May 1, 2024, 2:29 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.