আগ্রা, 29 মার্চ: বুলেটপ্রুফ জ্যাকেট, একাধিক সিম কার্ড-সহ মোবাইল ফোন ৷ জেলের ভেতরে সমস্ত সুযোগ সুবিধাই পেতেন কুখ্য়াত গ্য়াংস্টার তথা সমাজবাদি পার্টি নেতা মুখতার আনসারি ৷ বৃহষ্পতিবার রাতে রাজনৈতিক নেতার মৃ্ত্য়ুর পরে উঠে এসেছে এমনই তথ্য ৷
জানা গিয়েছে, 25 বছর আগে আনসারি যখন প্রথমবার আগ্রার কেন্দ্রীয় কারাগারে আসেন, তখন সমস্ত সুবিধা দেওয়া হয়েছিল তাকে ৷ তার ব্যারাকে অভিযান চালিয়ে বুলেটপ্রুফ জ্যাকেট, একাধিক সিম কার্ড-সহ মোবাইল ফোন উদ্ধার করে পুলিশ ৷ এ ব্যাপারে মুখতার আনসারির বিরুদ্ধে জগদীশপুরা থানায় মামলা দায়ের করা হয় । এখনও চলছে সেই মামলা । গত 25 বছরে এই মামলায় এখন পর্যন্ত 17 জন সাক্ষী দিয়েছেন। এই মামলায় রায়দান হওয়ার কথা ছিল 4 এপ্রিল। কিন্তু বৃহষ্পতিবার আনসারির মৃত্যুর সঙ্গে খারিজ হয়ে গেল সেই মামলা। শুধু তাই নয়, আগ্রা কেন্দ্রীয় কারাগারে থাকা অবস্থায় মুখতার আনসারি 2014 সালের লোকসভা নির্বাচনেও প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন।
1999 সালে আগ্রা কেন্দ্রীয় কারাগারে এসেছিলেন মুখতার আনসারি। তাকে কেন্দ্রীয় কারাগারের পাঁচ নম্বর ব্যারাকে রাখা হয়েছিল। সেই সময় আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে আসেন তিনি ৷ জানা যায়, জেলে মোবাইলে কথা বলতেন কুখ্য়াত এই গ্য়াংস্টার । 18 মার্চ, 1999 আগ্রার তৎকালীন ডিএম আরকে তিওয়ারি, এসএসপি সুবেশ কুমার সিং-সহ পুলিশ ও প্রশাসন সেন্ট্রাল জেলে মুখতারের 5 নম্বর ব্যারাকে অভিযান চালায় ৷ সেই সময় তার জামাকাপড় থেকে একটি বুলেটপ্রুফ জ্যাকেট, মোবাইল ও দুটি সিম ও অন্যান্য নিষিদ্ধ জিনিস উদ্ধার করা হয় ।
মামলায় এখনও পর্যন্ত সাক্ষ্য দিয়েছেন: মুখতার আনসারির বিরুদ্ধে দায়ের করা মামলায় তৎকালীন ডিএম আরকে তিওয়ারি, এসএসপি সুবেশ কুমার সিং, এসপি সিটি ডিসি মিশ্র, এডিএম সিটি একে সিং, সিটি ম্যাজিস্ট্রেট পিএন দুবে এবং অন্যান্যদেরও সাক্ষী করা হয়েছিল ৷ জগদীশপুরা থানার তৎকালীন আধিকারিক শিবশঙ্কর শুক্লা, তৎকালীন ডিএম আরকে তিওয়ারি, এসএসপি সুবেশ কুমার সিং, এসপি সিটি ডিসি মিশ্র, এডিএম সিটি একে সিং, সিটি ম্যাজিস্ট্রেট পিএন দুবে, চিফ মেডিক্যাল অফিসার এ কে সাক্সেনা, সিনিয়র সুপারিনটেনডেন্ট সেন্ট্রাল জেল কেদারনাথ, ডেপুটি জেলার কৈলাশ চন্দ, সাব-জেলার, ইন্সপেক্টর রূপেন্দ্র গৌড়, খান্দাউলির বাসিন্দা জগবীর-সহ 17 জনের সাক্ষ্য নেওয়া হয় ৷ এই মামলার চার সাক্ষীর মৃত্যু হয়েছে আগেই । অন্যদিকে, তদন্তকারী কর্মকর্তা-সহ 4 জনের সাক্ষ্য এখনো বাকি ছিল। মামলার শুনানি হওয়ার কথা ছিল 4 এপ্রিল । তবে তার আগেই বৃহস্পতিবার রাতে মুখতার আনসারির মৃত্যুর কারণে এই মামলার নিষ্পত্তি হয়ে গেল।
আরও পড়ুন: