ETV Bharat / bharat

10 বছরে পরিবারের মাসিক খরচ বেড়েছে দ্বিগুণেরও বেশি, চাঞ্চল্যকর দাবি সমীক্ষার - পরিবারের মাসিক মাথাপিছু খরচ

Monthly Per Capita Household Consumption Expenditure: 2022-23 সালে গড় মাথাপিছু আনুমানিক মাসিক খরচ গ্রামে 3,773 এবং শহরে 6,459 টাকা । সারা দেশের 2,61,746টি পরিবারের (1,55,014টি গ্রামীণ এলাকায় এবং 1,06,732টি শহরাঞ্চলে) থেকে সংগৃহীত তথ্যের উপর ভিত্তি করে এই রিপোর্ট তৈরি করা হয়েছে ।

MPCE
পরিবারের মাসিক মাথাপিছু খরচ
author img

By ETV Bharat Bangla Team

Published : Feb 25, 2024, 5:49 PM IST

নয়াদিল্লি, 25 ফেব্রুয়ারি: গত 10 বছরে পরিবারের মাসিক মাথাপিছু আনুমানিক খরচ বেড়ে হয়েছে দ্বিগুণেরও বেশি ৷ এমনই তথ্য উঠে এসেছে ন্যাশনাল স্যাম্পেল সার্ভে অফিস (এনএসএনও)-এর সর্বশেষ সমীক্ষায় ৷ এই সমীক্ষা অনুযায়ী, 2011-12 সালের তুলনায় 2022-23 সালে গত এক দশকে শহর ও গ্রাম উভয়ে পরিবারের মাথাপিছু মাসিক আনুমানিক খরচ বেড়ে দ্বিগুণেরও বেশি হয়েছে ৷ এনএসএনও পরিসংখ্যান ও কর্মসূচি বাস্তবায়ন মন্ত্রকের অধীনে 2022 সালের অগস্ট থেকে 2023 সালের জুলাইয়ের মধ্যে গৃহস্থলির খরচ নিয়ে সমীক্ষা করে ।

এখনকার মূল্যবৃ্দ্ধি অনুযায়ী 2011-12 সালে শহরে থাকা একটি পরিবারের মাথাপিছু মাসিক আনুমানিক খরচ ছিল 2 হাজার 630 টাকা ৷ সেখানে 2022-23 সালে তা বেড়ে হয়েছে 6 হাজার 459 টাকা ৷ গ্রামীণ এলাকায় খরচ ছিল 1 হাজার 430 টাকা ৷ সেখান থেকে লাফিয়ে খরচ পৌঁছেছে 3 হাজার 773 টাকায় ৷ সমীক্ষা অনুসারে, 2011-12 মূল্যবৃ্দ্ধি অনুযায়ী 2022-23 সালে 3 হাজার 510 টাকা বেড়েছে খরচ যা 2011-12 সালে 2 হাজার 630 টাকা ছিল শহরাঞ্চলে । একইভাবে 2011-12 মূল্যে গ্রামীণ এলাকায় 1 হাজার 430 টাকা থেকে এটি বেড়ে 2 হাজার 8 টাকা হয়েছে 2022-23 সালে ।

সমীক্ষার দেখা যাচ্ছে, বর্তমান দামে গড় এমপিসিই'ও 2022-23 সালে 6 হাজার 521 টাকা বেড়েছে, যা 2011-12 সালে 2 হাজার 630 টাকা ছিল শহুরে এলাকায় । একইভাবে গ্রামীণ এলাকায় এটি 1 হাজার 430 টাকা থেকে বেড়ে 3 হাজার 860 টাকা হয়েছে । 2011-12 মূল্যে গড় এমপিসিই 2011-12 সালে 2 হাজার 630 টাকা থেকে 2022-23 সালে বেড়ে 3 হাজার 544 টাকা হয়েছে ।

গ্রামীণ এলাকায় এটি 1 হাজার 430 টাকা থেকে বেড়ে 2 হাজার 54 টাকা হয়েছে । এই সমীক্ষার লক্ষ্য হল, দেশের গ্রাম ও শহরে, রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল, বিভিন্ন আর্থ-সামাজিক গোষ্ঠীর মধ্যে পরিবারের মাসিক মাথাপিছু খরচ (এমপিসিই) অনুমান করা ৷ রাজ্যগুলির মধ্যে, গ্রামীণ এবং শহর উভয় ক্ষেত্রেই সিকিমে পরিবারের মাসিক মাথাপিছু খরচ সবচেয়ে বেশি এবং ছত্তিশগড়ে সবচেয়ে কম । রাজ্যগুলির মধ্যে গড় পরিবারের মাসিক মাথাপিছু খরচের মধ্যে গ্রাম-শহরের পার্থক্য সবচেয়ে বেশি মেঘালয়ে (83 শতাংশ) তারপরে ছত্তিশগড় (82 শতাংশ) ৷ কেন্দ্রশাসিত অঞ্চলগুলির মধ্যে পরিবারের মাসিক মাথাপিছু খরচ চণ্ডীগড়ে সর্বোচ্চ, যেখানে লাদাখ এবং লাক্ষাদ্বীপে এটি সবচেয়ে কম ।

আরও পড়ুন:

  1. আগামী 3 মাস বন্ধ থাকবে মোদির 'মন কি বাত', কেন ?
  2. সাবাশ বায়ুসেনা ! পুনে থেকে ডর্নিয়ারে দিল্লি উড়ে এল লিভার, নয়া জীবন পেলেন প্রবীণ সেনাকর্মী
  3. খনিজ সম্পদ অন্বেষণ, শীঘ্রই হারবার ট্রায়াল শুরু 'মৎস্য 6000' সমুদ্রযানের

নয়াদিল্লি, 25 ফেব্রুয়ারি: গত 10 বছরে পরিবারের মাসিক মাথাপিছু আনুমানিক খরচ বেড়ে হয়েছে দ্বিগুণেরও বেশি ৷ এমনই তথ্য উঠে এসেছে ন্যাশনাল স্যাম্পেল সার্ভে অফিস (এনএসএনও)-এর সর্বশেষ সমীক্ষায় ৷ এই সমীক্ষা অনুযায়ী, 2011-12 সালের তুলনায় 2022-23 সালে গত এক দশকে শহর ও গ্রাম উভয়ে পরিবারের মাথাপিছু মাসিক আনুমানিক খরচ বেড়ে দ্বিগুণেরও বেশি হয়েছে ৷ এনএসএনও পরিসংখ্যান ও কর্মসূচি বাস্তবায়ন মন্ত্রকের অধীনে 2022 সালের অগস্ট থেকে 2023 সালের জুলাইয়ের মধ্যে গৃহস্থলির খরচ নিয়ে সমীক্ষা করে ।

এখনকার মূল্যবৃ্দ্ধি অনুযায়ী 2011-12 সালে শহরে থাকা একটি পরিবারের মাথাপিছু মাসিক আনুমানিক খরচ ছিল 2 হাজার 630 টাকা ৷ সেখানে 2022-23 সালে তা বেড়ে হয়েছে 6 হাজার 459 টাকা ৷ গ্রামীণ এলাকায় খরচ ছিল 1 হাজার 430 টাকা ৷ সেখান থেকে লাফিয়ে খরচ পৌঁছেছে 3 হাজার 773 টাকায় ৷ সমীক্ষা অনুসারে, 2011-12 মূল্যবৃ্দ্ধি অনুযায়ী 2022-23 সালে 3 হাজার 510 টাকা বেড়েছে খরচ যা 2011-12 সালে 2 হাজার 630 টাকা ছিল শহরাঞ্চলে । একইভাবে 2011-12 মূল্যে গ্রামীণ এলাকায় 1 হাজার 430 টাকা থেকে এটি বেড়ে 2 হাজার 8 টাকা হয়েছে 2022-23 সালে ।

সমীক্ষার দেখা যাচ্ছে, বর্তমান দামে গড় এমপিসিই'ও 2022-23 সালে 6 হাজার 521 টাকা বেড়েছে, যা 2011-12 সালে 2 হাজার 630 টাকা ছিল শহুরে এলাকায় । একইভাবে গ্রামীণ এলাকায় এটি 1 হাজার 430 টাকা থেকে বেড়ে 3 হাজার 860 টাকা হয়েছে । 2011-12 মূল্যে গড় এমপিসিই 2011-12 সালে 2 হাজার 630 টাকা থেকে 2022-23 সালে বেড়ে 3 হাজার 544 টাকা হয়েছে ।

গ্রামীণ এলাকায় এটি 1 হাজার 430 টাকা থেকে বেড়ে 2 হাজার 54 টাকা হয়েছে । এই সমীক্ষার লক্ষ্য হল, দেশের গ্রাম ও শহরে, রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল, বিভিন্ন আর্থ-সামাজিক গোষ্ঠীর মধ্যে পরিবারের মাসিক মাথাপিছু খরচ (এমপিসিই) অনুমান করা ৷ রাজ্যগুলির মধ্যে, গ্রামীণ এবং শহর উভয় ক্ষেত্রেই সিকিমে পরিবারের মাসিক মাথাপিছু খরচ সবচেয়ে বেশি এবং ছত্তিশগড়ে সবচেয়ে কম । রাজ্যগুলির মধ্যে গড় পরিবারের মাসিক মাথাপিছু খরচের মধ্যে গ্রাম-শহরের পার্থক্য সবচেয়ে বেশি মেঘালয়ে (83 শতাংশ) তারপরে ছত্তিশগড় (82 শতাংশ) ৷ কেন্দ্রশাসিত অঞ্চলগুলির মধ্যে পরিবারের মাসিক মাথাপিছু খরচ চণ্ডীগড়ে সর্বোচ্চ, যেখানে লাদাখ এবং লাক্ষাদ্বীপে এটি সবচেয়ে কম ।

আরও পড়ুন:

  1. আগামী 3 মাস বন্ধ থাকবে মোদির 'মন কি বাত', কেন ?
  2. সাবাশ বায়ুসেনা ! পুনে থেকে ডর্নিয়ারে দিল্লি উড়ে এল লিভার, নয়া জীবন পেলেন প্রবীণ সেনাকর্মী
  3. খনিজ সম্পদ অন্বেষণ, শীঘ্রই হারবার ট্রায়াল শুরু 'মৎস্য 6000' সমুদ্রযানের
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.