ETV Bharat / bharat

একদিন আগে কেরলে ঢুকল বর্ষা, চার দিনের মধ্যেই বঙ্গে - MONSOON IN KERALA

Monsoon sets over Kerala: 31 মে কেরলে বর্ষা ঢুকবে বলে জানিয়েছিল আবহাওয়া অফিস ৷ তার একদিন আগে 30 মে বর্ষা প্রবেশ করেছে দক্ষিণী রাজ্যে, জানিয়েছে মৌসম ভবন ৷ আর এর নেপথ্যে রয়েছে রেমালের তাণ্ডব, এমনটাই মত আবহবিজ্ঞানীদের ৷

Monsoon sets over Kerala
কেরলে ঢুকল বর্ষা (প্রতীকি ছবি)
author img

By PTI

Published : May 30, 2024, 2:28 PM IST

Updated : May 30, 2024, 3:06 PM IST

নয়াদিল্লি, 30 মে: রেমাল দুর্যোগ কাটতেই দেশে ঢুকে পড়ল বর্ষা ৷ বৃহস্পতিবার মৌসম ভবনের দেওয়া তথ্য অনুয়ায়ী, চলতি বছর একদিন আগেই বর্ষা ঢুকছে দেশে ৷ রেমালের জেরেই যে বর্ষার এগিয়ে আসা, তেমনটা মনে করছেন আবহবিদরা ৷

হাওয়া অফিসের তরফে জানানো হয়েছে, দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু একদিন আগে অর্থাৎ, বৃহস্পতিবার কেরল উপকূল এবং উত্তর-পূর্বের কিছু অংশে প্রবেশ করেছে। আবহবিজ্ঞানীরা জানিয়েছেন, গত রবিবার, 26 মে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের মধ্যে আছড়ে পড়ে অতি শক্তিশালী ঘূর্ণিঝড় রেমাল ৷ এই ঘূর্ণিঝড়ই মৌসুমী বায়ুর প্রবাহকে বঙ্গোপসাগরে বেশি করে টেনে নিয়ে এসেছে ৷ রেমালের জন্য দেশের উত্তর-পূর্ব দিকে বর্ষা প্রথমে শুরু হওয়ার অন্যতম কারণ হতে পারে, মনে করছে আবহবিদরা। ভারতের আবহাওয়া বিভাগ মৌসম ভবনের তরফে এক বিবৃতিতে জানানো হয়েছে, "দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু কেরলের উপর দিয়ে দেশে প্রবেশ করেছে ৷ আজ 30 মে, 2024 তারিখে উত্তর-পূর্ব ভারতের বেশিরভাগ অংশে অগ্রসরও হয়েছে ৷"

গত 15 মে আবহাওয়া অফিসের তরফে 31 মে কেরলে বর্ষা শুরুর ঘোষণা করা হয়েছিল। গত কয়েকদিন ধরে কেরলে ভারী বৃষ্টিপাত হচ্ছে, যার ফলে মে মাসে অতিরিক্ত বৃষ্টিপাত হয়েছে বলেও জানাচ্ছে আবহাওয়া অফিস ৷ তথ্য অনুযায়ী, কেরলের জন্য স্বাভাবিক বর্ষা শুরুর তারিখ সাধারণত 1 জুন এবং অরুণাচল প্রদেশ, ত্রিপুরা, নাগাল্যান্ড, মেঘালয়, মিজোরাম, মণিপুর ও অসমের জন্য 5 জুন স্বাভাবিক বর্ষার তারিখ ধরা হয়। মৌসম ভবন 10 মে-এর পরে যে কোনও সময় কেরলের 14টি এলাকা এবং পার্শ্ববর্তী অঞ্চলে বর্ষা শুরু হওয়ার ঘোষণা করেছিল। পরপর দু'দিন 2.5 মিমি বা তার বেশি বৃষ্টিপাত হয়েছে বলে জানা গিয়েছে ৷ এল নিনো পরিস্থিতি বর্তমানে বিরাজ করছে এবং লা নিনা অগস্ট-সেপ্টেম্বর নাগাদ শুরু হতে পারে বলে বিজ্ঞানীরা জানিয়েছেন। এল নিনো- মধ্য প্রশান্ত মহাসাগরে ভূ-পৃষ্ঠের জলের পর্যায়ক্রমিক উষ্ণতা ভারতে দুর্বল মৌসুমী বায়ু এবং শুষ্ক অবস্থার সঙ্গে যুক্ত। লা নিনা-এল নিনোর বিরোধী-বর্ষা মরশুমে প্রচুর বৃষ্টিপাতের দিকে নিয়ে যায়। (পিটিআই)

নয়াদিল্লি, 30 মে: রেমাল দুর্যোগ কাটতেই দেশে ঢুকে পড়ল বর্ষা ৷ বৃহস্পতিবার মৌসম ভবনের দেওয়া তথ্য অনুয়ায়ী, চলতি বছর একদিন আগেই বর্ষা ঢুকছে দেশে ৷ রেমালের জেরেই যে বর্ষার এগিয়ে আসা, তেমনটা মনে করছেন আবহবিদরা ৷

হাওয়া অফিসের তরফে জানানো হয়েছে, দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু একদিন আগে অর্থাৎ, বৃহস্পতিবার কেরল উপকূল এবং উত্তর-পূর্বের কিছু অংশে প্রবেশ করেছে। আবহবিজ্ঞানীরা জানিয়েছেন, গত রবিবার, 26 মে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের মধ্যে আছড়ে পড়ে অতি শক্তিশালী ঘূর্ণিঝড় রেমাল ৷ এই ঘূর্ণিঝড়ই মৌসুমী বায়ুর প্রবাহকে বঙ্গোপসাগরে বেশি করে টেনে নিয়ে এসেছে ৷ রেমালের জন্য দেশের উত্তর-পূর্ব দিকে বর্ষা প্রথমে শুরু হওয়ার অন্যতম কারণ হতে পারে, মনে করছে আবহবিদরা। ভারতের আবহাওয়া বিভাগ মৌসম ভবনের তরফে এক বিবৃতিতে জানানো হয়েছে, "দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু কেরলের উপর দিয়ে দেশে প্রবেশ করেছে ৷ আজ 30 মে, 2024 তারিখে উত্তর-পূর্ব ভারতের বেশিরভাগ অংশে অগ্রসরও হয়েছে ৷"

গত 15 মে আবহাওয়া অফিসের তরফে 31 মে কেরলে বর্ষা শুরুর ঘোষণা করা হয়েছিল। গত কয়েকদিন ধরে কেরলে ভারী বৃষ্টিপাত হচ্ছে, যার ফলে মে মাসে অতিরিক্ত বৃষ্টিপাত হয়েছে বলেও জানাচ্ছে আবহাওয়া অফিস ৷ তথ্য অনুযায়ী, কেরলের জন্য স্বাভাবিক বর্ষা শুরুর তারিখ সাধারণত 1 জুন এবং অরুণাচল প্রদেশ, ত্রিপুরা, নাগাল্যান্ড, মেঘালয়, মিজোরাম, মণিপুর ও অসমের জন্য 5 জুন স্বাভাবিক বর্ষার তারিখ ধরা হয়। মৌসম ভবন 10 মে-এর পরে যে কোনও সময় কেরলের 14টি এলাকা এবং পার্শ্ববর্তী অঞ্চলে বর্ষা শুরু হওয়ার ঘোষণা করেছিল। পরপর দু'দিন 2.5 মিমি বা তার বেশি বৃষ্টিপাত হয়েছে বলে জানা গিয়েছে ৷ এল নিনো পরিস্থিতি বর্তমানে বিরাজ করছে এবং লা নিনা অগস্ট-সেপ্টেম্বর নাগাদ শুরু হতে পারে বলে বিজ্ঞানীরা জানিয়েছেন। এল নিনো- মধ্য প্রশান্ত মহাসাগরে ভূ-পৃষ্ঠের জলের পর্যায়ক্রমিক উষ্ণতা ভারতে দুর্বল মৌসুমী বায়ু এবং শুষ্ক অবস্থার সঙ্গে যুক্ত। লা নিনা-এল নিনোর বিরোধী-বর্ষা মরশুমে প্রচুর বৃষ্টিপাতের দিকে নিয়ে যায়। (পিটিআই)

Last Updated : May 30, 2024, 3:06 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.