ETV Bharat / bharat

কৃত্রিম মেধার 'দাপট' নিয়ন্ত্রণে আইন চায় কেন্দ্র, লোকসভায় বললেন অশ্বিনী বৈষ্ণব

সোশাল মিডিয়ায় কৃত্রিম মেধার দাপট কড়া হাতে নিয়ন্ত্রণ করতে চায় কেন্দ্রীয় সরকার ৷ বুধবার লোকসভায় জানালেন তথ্য ও প্রযুক্তি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব ৷

Minister Ashwini Vaishnaw at Loksabha
লোকসভায় বক্তৃতা করছেন কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব (ছবি সৌজন্য: সংসদ টিভি)
author img

By PTI

Published : 2 hours ago

নয়াদিল্লি, 11 ডিসেম্বর: কৃত্রিম মেধা দৌরাত্ম্য ঠেকাতে নয়া আইন আনতে চায় কেন্দ্রীয় সরকার ৷ বুধবার লোকসভায় এ কথা জানালেন কেন্দ্রীয় রেল ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব ৷ এর জন্য বৃহৎ পরিসরে ঐকমত্যের প্রয়োজন, বুধবার লোকসভায় এ কথা স্পষ্ট করেন তিনি ৷

কেন্দ্রীয় মন্ত্রী আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স নিয়ে আরও জানান যে, মোদি সরকার কৃত্রিম মেধার পরিচালনায় ইচ্ছুক ৷ কিন্তু, বর্তমান বিশ্বের কাছে গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ এই সংক্রান্ত ভুয়ো ব্যাখ্যা ও ধারণা ৷ এর মোকাবিলায় সমাজে মানুষের মধ্যে দায়িত্ববোধ জাগানো প্রয়োজন ৷ এছাড়া, আইনি পরিকাঠামোতেও বেশ কিছু পরিবর্তন করতে হবে, যার জন্য সর্বসম্মতিতে সিদ্ধান্তে পৌঁছনো প্রয়োজন ৷ একদিকে বাকস্বাধীনতা, অন্যদিকে সংবাদমাধ্যমের জন্য একটা প্রকৃত, যথার্থ পরিকাঠামো গড়ে তোলার বিষয়টিকে প্রাধান্য দিতে হবে ৷

তথ্য-প্রযুক্তি মন্ত্রী বলেন, "এমন অনেক কিছু আছে, যা নিয়ে আলোচনা হওয়া দরকার ৷ যদি সংসদ রাজি থাকে এবং সমাজের সম্মতি পাওয়া যায়, তাহলে আমরা একটা নতুন আইন প্রণয়ন করতে পারি ৷ এ বিষয়ে আমরা খোলামেলা চিন্তাভাবনার পক্ষপাতি ৷" অশ্বিনী বৈষ্ণব জানান, কেন্দ্রীয় সরকার 2 টায়ার এবং 3 টায়ার শহরগুলিতে এআই তথ্য গবেষণাগার তৈরিতে সাহায্য করছে ৷

আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্রিম মেধা সংক্রান্ত প্রশ্নের উত্তর দিতে গিয়ে অশ্বিনী বৈষ্ণব জানান, মোদি সরকার প্রযুক্তির গণতান্ত্রিকতায় বিশ্বাস ৷ কিন্তু, কংগ্রেস জমানায় তা ছিল না ৷ সংসদের নিম্নকক্ষে তাঁর এমন মন্তব্যের তীব্র প্রতিবাদ করে বিরোধীরা ৷

কেন্দ্রীয় রেল মন্ত্রী এদিন লোকসভায় জানান, 1960 থেকে 1980 সালের মধ্যে প্রতি বছর প্রায় 1 হাজার 390টি রেল দুর্ঘটনা ঘটত ৷ এখন তা কমেছে ৷ 2021-22 অর্থবর্ষে 34টি, 2022-23 অর্থবর্ষে 48টি এবং 2023-24 অর্থবর্ষে 40টি দুর্ঘটনা ঘটেছে ৷

নয়াদিল্লি, 11 ডিসেম্বর: কৃত্রিম মেধা দৌরাত্ম্য ঠেকাতে নয়া আইন আনতে চায় কেন্দ্রীয় সরকার ৷ বুধবার লোকসভায় এ কথা জানালেন কেন্দ্রীয় রেল ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব ৷ এর জন্য বৃহৎ পরিসরে ঐকমত্যের প্রয়োজন, বুধবার লোকসভায় এ কথা স্পষ্ট করেন তিনি ৷

কেন্দ্রীয় মন্ত্রী আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স নিয়ে আরও জানান যে, মোদি সরকার কৃত্রিম মেধার পরিচালনায় ইচ্ছুক ৷ কিন্তু, বর্তমান বিশ্বের কাছে গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ এই সংক্রান্ত ভুয়ো ব্যাখ্যা ও ধারণা ৷ এর মোকাবিলায় সমাজে মানুষের মধ্যে দায়িত্ববোধ জাগানো প্রয়োজন ৷ এছাড়া, আইনি পরিকাঠামোতেও বেশ কিছু পরিবর্তন করতে হবে, যার জন্য সর্বসম্মতিতে সিদ্ধান্তে পৌঁছনো প্রয়োজন ৷ একদিকে বাকস্বাধীনতা, অন্যদিকে সংবাদমাধ্যমের জন্য একটা প্রকৃত, যথার্থ পরিকাঠামো গড়ে তোলার বিষয়টিকে প্রাধান্য দিতে হবে ৷

তথ্য-প্রযুক্তি মন্ত্রী বলেন, "এমন অনেক কিছু আছে, যা নিয়ে আলোচনা হওয়া দরকার ৷ যদি সংসদ রাজি থাকে এবং সমাজের সম্মতি পাওয়া যায়, তাহলে আমরা একটা নতুন আইন প্রণয়ন করতে পারি ৷ এ বিষয়ে আমরা খোলামেলা চিন্তাভাবনার পক্ষপাতি ৷" অশ্বিনী বৈষ্ণব জানান, কেন্দ্রীয় সরকার 2 টায়ার এবং 3 টায়ার শহরগুলিতে এআই তথ্য গবেষণাগার তৈরিতে সাহায্য করছে ৷

আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্রিম মেধা সংক্রান্ত প্রশ্নের উত্তর দিতে গিয়ে অশ্বিনী বৈষ্ণব জানান, মোদি সরকার প্রযুক্তির গণতান্ত্রিকতায় বিশ্বাস ৷ কিন্তু, কংগ্রেস জমানায় তা ছিল না ৷ সংসদের নিম্নকক্ষে তাঁর এমন মন্তব্যের তীব্র প্রতিবাদ করে বিরোধীরা ৷

কেন্দ্রীয় রেল মন্ত্রী এদিন লোকসভায় জানান, 1960 থেকে 1980 সালের মধ্যে প্রতি বছর প্রায় 1 হাজার 390টি রেল দুর্ঘটনা ঘটত ৷ এখন তা কমেছে ৷ 2021-22 অর্থবর্ষে 34টি, 2022-23 অর্থবর্ষে 48টি এবং 2023-24 অর্থবর্ষে 40টি দুর্ঘটনা ঘটেছে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.