ETV Bharat / bharat

রায়পুরে গরুপাচারের অভিযোগে দুই যুবককে পিটিয়ে হত্যা, আহত এক - Mob Lynching in Arang

author img

By ETV Bharat Bangla Team

Published : Jun 7, 2024, 8:32 PM IST

Updated : Jun 7, 2024, 9:38 PM IST

Mob Lynching in Arang: ছত্তিশগড়ের রায়পুরের আড়ংয়ে গরুপাচারের অভিযোগে উত্তরপ্রদেশের তিন যুবককে পিটিয়ে হত্যা করা হয়েছে বলে অভিযোগ । 12 জন যুবক ওই তিনজনকে মারধর করে মহানদীতে ফেলে দেয় । এই ঘটনায় দুই যুবকের মৃত্যু হয়েছে । এক যুবক হাসপাতালে ভর্তি ।

Mob Lynching in Arang
উদ্ধার হওয়া ট্রাক (নিজস্ব চিত্র)

রায়পুর, 7 জুন: ফের পিটিয়ে মেরে ফেলার অভিযোগ উঠল ৷ এবার ঘটনাস্থল ছত্তিশগড়ের রায়পুর ৷ সেখানকার আড়ংয়ে গরুপাচারের অভিযোগে দুই যুবককে পিটিয়ে মেরে ফেলা হয় বলে অভিযোগ ৷ দু’জনই উত্তরপ্রদেশের বাসিন্দা বলে জানা গিয়েছে ৷

বৃহস্পতিবার গভীর রাতে ঘটনাটি ঘটেছে ৷ অভিযোগ, 10-12 জন যুবক প্রথমে তিন যুবকের কাছে থাকা গবাদি পশু কেড়ে নেয় ৷ তারপর তাঁদের বেধড়ক মারধর করে ৷ এরপর তাঁদের মহানদীতে ফেলে দেওয়া হয় । এই ঘটনায় ঘটনাস্থলেই এক যুবকের মৃত্যু হয় । অন্য যুবক চিকিৎসাধীন অবস্থায় মারা যান । আরেক যুবক এখনও হাসপাতালে চিকিৎসাধীন ।

রায়পুর পুলিশ জানিয়েছে, উত্তরপ্রদেশ থেকে তিন যুবক একটি ট্রাকে 24টি গবাদি পশু নিয়ে মহাসমুন্দ হয়ে ওড়িশায় নিয়ে যাচ্ছিলেন । সেই সময় বৃহস্পতিবার রাতে আড়ংয়ে এই ঘটনা ঘটে ৷ প্রথমে ট্রাকটিকে ধাওয়া করে 10-12 জন যুবক ৷ ট্রাক আটক করার পর তাঁদের মারধরের ঘটনা ঘটে ৷

এখনও কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ ৷ তবে পুলিশ জানিয়েছে যে ঘটনাস্থলের আশপাশের সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করা হয়েছে ৷ সেই ফুটেজের মাধ্যমে অভিযুক্তদের চিহ্নিত করার চেষ্টা চলছে ৷ দ্রুত তাদের গ্রেফতার করা হবে বলে আশ্বাস দিয়েছে পুলিশ ৷

এখনও পর্যন্ত নিহতদের ও আহতের নাম জানা যায়নি ৷ তবে পরিবারের তরফে জানা গিয়েছে যে ওই যুবকেরা গবাদি পশুর ব্যবসা করতেন ৷ সেই কারণে তাঁরা গবাদি পশু নিয়ে যাচ্ছিলেন ৷ পুলিশ খতিয়ে দেখছে যে ওই যুবককে লুট করার উদ্দেশ্যে মারধর করা হয়েছে, নাকি সত্যিই গরুপাচারের অভিযোগে মারধর করা হয়েছে ৷ এই বিষয়টি একমাত্র অভিযুক্তদের গ্রেফতার করা গেলে জানা যাবে বলে মনে করে পুলিশ ৷

রায়পুর, 7 জুন: ফের পিটিয়ে মেরে ফেলার অভিযোগ উঠল ৷ এবার ঘটনাস্থল ছত্তিশগড়ের রায়পুর ৷ সেখানকার আড়ংয়ে গরুপাচারের অভিযোগে দুই যুবককে পিটিয়ে মেরে ফেলা হয় বলে অভিযোগ ৷ দু’জনই উত্তরপ্রদেশের বাসিন্দা বলে জানা গিয়েছে ৷

বৃহস্পতিবার গভীর রাতে ঘটনাটি ঘটেছে ৷ অভিযোগ, 10-12 জন যুবক প্রথমে তিন যুবকের কাছে থাকা গবাদি পশু কেড়ে নেয় ৷ তারপর তাঁদের বেধড়ক মারধর করে ৷ এরপর তাঁদের মহানদীতে ফেলে দেওয়া হয় । এই ঘটনায় ঘটনাস্থলেই এক যুবকের মৃত্যু হয় । অন্য যুবক চিকিৎসাধীন অবস্থায় মারা যান । আরেক যুবক এখনও হাসপাতালে চিকিৎসাধীন ।

রায়পুর পুলিশ জানিয়েছে, উত্তরপ্রদেশ থেকে তিন যুবক একটি ট্রাকে 24টি গবাদি পশু নিয়ে মহাসমুন্দ হয়ে ওড়িশায় নিয়ে যাচ্ছিলেন । সেই সময় বৃহস্পতিবার রাতে আড়ংয়ে এই ঘটনা ঘটে ৷ প্রথমে ট্রাকটিকে ধাওয়া করে 10-12 জন যুবক ৷ ট্রাক আটক করার পর তাঁদের মারধরের ঘটনা ঘটে ৷

এখনও কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ ৷ তবে পুলিশ জানিয়েছে যে ঘটনাস্থলের আশপাশের সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করা হয়েছে ৷ সেই ফুটেজের মাধ্যমে অভিযুক্তদের চিহ্নিত করার চেষ্টা চলছে ৷ দ্রুত তাদের গ্রেফতার করা হবে বলে আশ্বাস দিয়েছে পুলিশ ৷

এখনও পর্যন্ত নিহতদের ও আহতের নাম জানা যায়নি ৷ তবে পরিবারের তরফে জানা গিয়েছে যে ওই যুবকেরা গবাদি পশুর ব্যবসা করতেন ৷ সেই কারণে তাঁরা গবাদি পশু নিয়ে যাচ্ছিলেন ৷ পুলিশ খতিয়ে দেখছে যে ওই যুবককে লুট করার উদ্দেশ্যে মারধর করা হয়েছে, নাকি সত্যিই গরুপাচারের অভিযোগে মারধর করা হয়েছে ৷ এই বিষয়টি একমাত্র অভিযুক্তদের গ্রেফতার করা গেলে জানা যাবে বলে মনে করে পুলিশ ৷

Last Updated : Jun 7, 2024, 9:38 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.