কানপুর, 29 ফেব্রুয়ারি: গাছ থেকে উদ্ধার দুই নাবালিকার ঝুলন্ত দেহ ৷ উত্তর প্রদেশের কানপুরের ঘাটামপুর এলাকার ঘটনায় চাঞ্চল্য ৷ বুধবার স্থানীয় একটি মাঠের গাছ থেকে ঝুলন্ত অবস্থায় দুই নাবালিকার দেহ উদ্ধার হয়েছে ৷ দুই নাবালিকার বাবা স্থানীয় একটি ইট ভাটার শ্রমিক ৷ ঘটনায় ইটভাঁটার মালিক-সহ 3 জনকে আটক করেছে পুলিশ ৷ প্রাথমিকভাবে অনুমান তাদেরকে ধর্ষণের পর খুন করে গাছে ঝুলিয়ে দেওয়া হয়েছে ৷ নাবালিকার দেহ দু’টি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে । তদন্ত রিপোর্ট এলেই আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে ।
ঘটনা প্রসঙ্গেই দুই নাবালিকার বাবা জানান, দীর্ঘদিন ধরেই মেয়েদের প্রতি খারাপ নজর ছিল ইটভাটার মালিকের ৷ মাঝে মধ্যেই তাদের মেয়েরদের বিরক্ত করত ৷ তাই ইটভাটার মালিকই হয়তো এই কাণ্ড ঘটিয়েছেন বলে অনুমান তাঁদের ৷ ওই দুই শ্রমিকের অভিযোগের ভিত্তিতে ইতিমধ্যেই ইটভাটার মালিককে আটক করেছে পুলিশ ৷ তদেরকে জিজ্ঞাসাবাদ চলছে ৷ ইটভাটার পাশের মাঠের একটি গাছ থেকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার হয়েছে ওই দুই নাবালিকার ঝুলন্ত দেহ ৷
ডিসিপি (দক্ষিণ) রবীন্দ্র কুমারের নেতৃত্বে ঘটনার তদন্ত শুরু হয়েছে ৷ তদন্তের স্বার্থে পরিস্থিতি খতিয়ে দেখতে ঘটনাস্থলেও গিয়েছেন তিনি ৷ এই প্রসঙ্গেই ডিসিপি রবীন্দ্র কুমার জানিয়েছেন, দুই নাবালিকা হামিরপুরের সিলোসারখের গ্রামের বাসিন্দা। তাদের দু’জনের বাবা ঘাটমপুর থানার বড়উলিতে অবস্থিত একটি ইটের ভাটার শ্রমিক ৷ বুধবার সন্ধ্যায় দুই বন্ধুর ইটভাটার পাশের মাঠে খেলছিল ৷ এরপর রাতে ওই মাঠের একটি গাছ থেকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার হয়েছে তাদের দেহ ৷ দুই নাবালিকার বাবার অভিযোগের ভিত্তিতে পুলিশ পকসো এবং অন্যান্য ধারায় মামলা দায়ের করেছে পুলিশ ৷
আরও পড়ুন: