ETV Bharat / bharat

অর্ধশতক পর হোলিতে বাড়ছে তাপামাত্রার পারদ, বলছে সমীক্ষা - 40 degrees Celsius on Holi - 40 DEGREES CELSIUS ON HOLI

High Temperature Around Holi: এবার হোলিতে দেশজুড়ে মাথার উপর থাকবে কড়া রোদ ৷ বিগত 50 বছরে এমন উষ্ণতা বা গরম অনুভব করেননি দেশবাসী ৷ দোলে তাপমাত্রা বৃদ্ধি বড় সমীক্ষা প্রকাশ আবহাওয়াবিদ বিশেষজ্ঞদের ৷

Etv Bharat
অর্থশতক পর হোলিতে বাড়ছে তামপাত্রার পারদ
author img

By ETV Bharat Bangla Team

Published : Mar 23, 2024, 2:23 PM IST

Updated : Mar 23, 2024, 2:32 PM IST

হায়দরাবাদ, 23 মার্চ: আর কিছুদিনের মধ্যেই রঙের উৎসবে মেতে উঠবে দেশ ৷ প্রতি বছর মার্চ মাসে ভারতে হোলি বা দোল উৎসব রাঙিয়ে দিয়ে যায় সকলকে ৷ কিন্তু গত কয়েক বছর ধরে দেখা গিয়েছে, এই সময়ে আবহাওয়ার রুক্ষভাব ধরা পড়ে ৷ এই সময়ে গরম অনেকটা বেড়ে যায় ৷ বসন্ত শেষে গ্রীষ্মের প্রখরভাব কেন বেড়ে যায়, কারণ ব্যাখ্যা করেছেন আবহাওয়াবিদরা ৷

প্রথমেই জানা যাক জলবায়ু নিয়ন্ত্রণ নিয়ে কী বলছে গবেষণা: মার্কিন যুক্তরাষ্ট্র-ভিত্তিক জলবায়ু কেন্দ্রের বিজ্ঞানীদের নতুন একটি গবেষণা তথা বিশ্লেষণ সামনে এসেছে ৷ যেখানে বলা হয়েছে মার্চ এবং এপ্রিল মাসে ভারতের আবহাওয়ায় উষ্ণতা বৃদ্ধির প্রবণতা দেখা যায়। 1970 সাল থেকে সেই তথ্য বিশ্লেষণ করা হয়েছে ৷ সমীক্ষায় দাবি করা হয়েছে যে মার্চ মাসে, উত্তর এবং পশ্চিমের অঞ্চলগুলিতে সবচেয়ে বেশি গরম অনুভূত হয় ৷

এর মধ্যে আবহাওয়ায় বড় পরিবর্তন ঘটে জম্মু ও কাশ্মীরে (2.8 ডিগ্রি সেলসিয়াস)। অন্যদিকে, এপ্রিলের তাপমাত্রাতেও হেরফের দেখা যায় ৷ তবে মিজোরামের ছবিটা অনেকটা আলাদা ৷ 1970 সালের পর থেকে আবহাওয়ায় সবচেয়ে বড় পরিবর্তনের কথা উল্লেখ করা হয়েছে এই সমীক্ষায় ৷ সাতের দশকে মিজোরামের তাপমাত্রা রিপোর্টে উল্লেখ করা হয়েছে 1.9 ডিগ্রি সেলসিয়াস। এখানেই বড় পার্থক্য নজরে এসেছে বিজ্ঞানীদের ৷ সমীক্ষায় বলা হয়েছে, সাতের দশকের শুরুতে তাপমাত্রা 40 ডিগ্রি সেলসিয়াসের উপরে সেইভাবে কখনই ওঠেনি ৷

এই বছর তাপমাত্রা বাড়ছে 9টি রাজ্যে: এই বছর 40 ডিগ্রি সেলসিয়াসে তাপমাত্রা পৌঁছানোর সম্ভাবনা বেড়েছে 9 রাজ্যে ৷ তালিকায় রয়েছে রাজস্থান, গুজরাত, তেলেঙ্গানা, মধ্যপ্রদেশ, ওড়িশা, অন্ধ্র প্রদেশ। সর্বোচ্চ সম্ভাবনা মহারাষ্ট্রে (14 শতাংশ)। তালিকা থেকে বাদ পড়েনি বিহার এবং ছত্রিশগড়ের মতো রাজ্যও ৷ সারা দেশে 51টি প্রধান শহরের সম্ভাব্যতার পার্থক্য বিবেচনার মধ্য দিয়ে দেখা গিয়েছে মোট 37টি শহরে 40 ডিগ্রি সেলসিয়াস বা উষ্ণতার পারদ বাড়ার সম্ভাবনা রয়েছে 1 শতাংশ ৷ 11টি শহরে 10 শতাংশ বা তার বেশি সম্ভাবনা রয়েছে তাপমাত্রা বাড়ার। তবে এক্ষেত্রে তাপমাত্রার হেরফের কিছুটা হতে পারে রাজ্যের অবস্থানের ভিত্তিতে ৷

তাপমাত্রা বাড়ার সর্বোচ্চ সম্ভাবনা 15টি শহরে: মাদুরাই বাদে, মার্চের শেষের দিকে একদিনে 40 ডিগ্রি সেলসিয়াসের বেশি তাপমাত্রা বাড়ার ঝুঁকি রয়েছে 15টি শহরে ৷ ছত্রিশগড়ের বিলাসপুর তালিকার প্রথমে রয়েছে (31 শতাংশ) ৷ 1970 সালে এই শহরের তাপমাত্রার তুলনায় যা 2.5 গুণ বেশি। একই ছবি দেখা গিয়েছে ইন্দোরেও ৷

মূলত, ক্লাইমেট সিফট ইন্ডেক্স, ক্লাইমেট সেন্ট্রাল সিস্টেম প্রতিদিনের পরিবর্তিত আবহাওয়ার উপর সমীক্ষা করে এই তথ্য সামনে এনেছে ৷ পয়লা এপ্রিলকে কেন্দ্রে রেখে 31 দিনের আবহাওয়া ও তাপমাত্রার পরিবর্তনের সূচক সামনে আনা হয়েছে ৷ বিশেষ করে চলতি বছর দোল উৎসবের সময় ভারত তথা বিভিন্ন শহরে কী রকম তাপমাত্রা থাকে তা দেখা হয়েছে ৷ এক্ষেত্রে মূলত ইআরএ5 (ERA5) সেল দেখা হয় ৷ আসলে ইআরএ5 হল বিশ্ব জলবায়ুর বায়ুমণ্ডলের পুনর্বিশ্লেষণ ৷ যা 1991 সাল থেকে 2020 সাল পর্যন্ত সমীক্ষায় দেখা হয়েছে ৷ যার ফলে জলবায়ু পরিবর্তন সূচক অনুমান করা সম্ভব হয় ৷ বৈশ্বিক তাপমাত্রায় 1 ডিগ্রি সেলসিয়াস পরিবর্তনের প্রতিক্রিয়ায হিসাবে স্থানীয় তাপমাত্রায় কী পরিবর্তন হয়, তা তুলে ধরা হয়েছে সমীক্ষায় ।

তাপমাত্রা পরিবর্তন নিয়ে বিশেষজ্ঞদের মতামত: ক্লাইমেট সেন্ট্রালের ভাইস প্রেসিডেন্ট (বিজ্ঞান) ডক্টর অ্যান্ড্রু পার্শিং বলেন, "শীতের পর থেকে তাপমাত্রায় আচমকা পরিবর্তন এসেছে ৷ আবহাওয়া আরও বেশি উষ্ণ হতে শুরু করেছে ৷ ফেব্রুয়ারি থেকেই পারদের তাপমাত্রা যেভাবে বাড়তে থাকে তা মার্চে আরও বেশি লক্ষ্য করা যায় ৷ জলবায়ু পরিবর্তনের এই প্রবণতা পরিষ্কার জানান দিচ্ছে যে, সাধারণ মানুষ অনেকাংশে দায়ী তাপমাত্রা বৃদ্ধির কারণ হিসাবে ৷ স্কাইমেট ওয়েদার সংস্থার আবহাওয়া ও জলবায়ু পরিবর্তন বিভাগের বাইস প্রেসিডেন্ট মহেশ পালাওয়াত বলেন, "'এটা অস্বীকার করা যাবে না যে পারদের মাত্রা বৃদ্ধির পিছনে জলবায়ু পরিবর্তন রয়েছে। আসলে, আমরা বলতে পারি যে তাপমাত্রার ধরণ ধীরে ধীরে পরিবর্তিত হচ্ছে। মার্চ মাসে তাপপ্রবাহ লক্ষ্য করা যেত না ৷ কিন্তু বিশ্বে উষ্ণতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে তাপপ্রবাহ বা উচ্চ তাপমাত্রার সম্ভাবনাও বেড়েছে। এ বছরও আমরা একই রকম আবহাওয়া দেখতে পাব।"

আরও পড়ুন

1. ভয়াবহ! আজও বিশুদ্ধ পানীয় জল পান না পৃথিবীর 220 কোটি মানুষ

2. বৈপ্লবিক বিল পাশ, রক্ষণশীলতার কাঁটা টপকে নবজাগরণের দেশে 'বৈধ' সমলিঙ্গ বিবাহ

3. মোদির হাতে আজ দরজা খুলছে, জেনে নিন আবুধাবির বিএপিএস হিন্দু মন্দিরের বিশেষত্ব

হায়দরাবাদ, 23 মার্চ: আর কিছুদিনের মধ্যেই রঙের উৎসবে মেতে উঠবে দেশ ৷ প্রতি বছর মার্চ মাসে ভারতে হোলি বা দোল উৎসব রাঙিয়ে দিয়ে যায় সকলকে ৷ কিন্তু গত কয়েক বছর ধরে দেখা গিয়েছে, এই সময়ে আবহাওয়ার রুক্ষভাব ধরা পড়ে ৷ এই সময়ে গরম অনেকটা বেড়ে যায় ৷ বসন্ত শেষে গ্রীষ্মের প্রখরভাব কেন বেড়ে যায়, কারণ ব্যাখ্যা করেছেন আবহাওয়াবিদরা ৷

প্রথমেই জানা যাক জলবায়ু নিয়ন্ত্রণ নিয়ে কী বলছে গবেষণা: মার্কিন যুক্তরাষ্ট্র-ভিত্তিক জলবায়ু কেন্দ্রের বিজ্ঞানীদের নতুন একটি গবেষণা তথা বিশ্লেষণ সামনে এসেছে ৷ যেখানে বলা হয়েছে মার্চ এবং এপ্রিল মাসে ভারতের আবহাওয়ায় উষ্ণতা বৃদ্ধির প্রবণতা দেখা যায়। 1970 সাল থেকে সেই তথ্য বিশ্লেষণ করা হয়েছে ৷ সমীক্ষায় দাবি করা হয়েছে যে মার্চ মাসে, উত্তর এবং পশ্চিমের অঞ্চলগুলিতে সবচেয়ে বেশি গরম অনুভূত হয় ৷

এর মধ্যে আবহাওয়ায় বড় পরিবর্তন ঘটে জম্মু ও কাশ্মীরে (2.8 ডিগ্রি সেলসিয়াস)। অন্যদিকে, এপ্রিলের তাপমাত্রাতেও হেরফের দেখা যায় ৷ তবে মিজোরামের ছবিটা অনেকটা আলাদা ৷ 1970 সালের পর থেকে আবহাওয়ায় সবচেয়ে বড় পরিবর্তনের কথা উল্লেখ করা হয়েছে এই সমীক্ষায় ৷ সাতের দশকে মিজোরামের তাপমাত্রা রিপোর্টে উল্লেখ করা হয়েছে 1.9 ডিগ্রি সেলসিয়াস। এখানেই বড় পার্থক্য নজরে এসেছে বিজ্ঞানীদের ৷ সমীক্ষায় বলা হয়েছে, সাতের দশকের শুরুতে তাপমাত্রা 40 ডিগ্রি সেলসিয়াসের উপরে সেইভাবে কখনই ওঠেনি ৷

এই বছর তাপমাত্রা বাড়ছে 9টি রাজ্যে: এই বছর 40 ডিগ্রি সেলসিয়াসে তাপমাত্রা পৌঁছানোর সম্ভাবনা বেড়েছে 9 রাজ্যে ৷ তালিকায় রয়েছে রাজস্থান, গুজরাত, তেলেঙ্গানা, মধ্যপ্রদেশ, ওড়িশা, অন্ধ্র প্রদেশ। সর্বোচ্চ সম্ভাবনা মহারাষ্ট্রে (14 শতাংশ)। তালিকা থেকে বাদ পড়েনি বিহার এবং ছত্রিশগড়ের মতো রাজ্যও ৷ সারা দেশে 51টি প্রধান শহরের সম্ভাব্যতার পার্থক্য বিবেচনার মধ্য দিয়ে দেখা গিয়েছে মোট 37টি শহরে 40 ডিগ্রি সেলসিয়াস বা উষ্ণতার পারদ বাড়ার সম্ভাবনা রয়েছে 1 শতাংশ ৷ 11টি শহরে 10 শতাংশ বা তার বেশি সম্ভাবনা রয়েছে তাপমাত্রা বাড়ার। তবে এক্ষেত্রে তাপমাত্রার হেরফের কিছুটা হতে পারে রাজ্যের অবস্থানের ভিত্তিতে ৷

তাপমাত্রা বাড়ার সর্বোচ্চ সম্ভাবনা 15টি শহরে: মাদুরাই বাদে, মার্চের শেষের দিকে একদিনে 40 ডিগ্রি সেলসিয়াসের বেশি তাপমাত্রা বাড়ার ঝুঁকি রয়েছে 15টি শহরে ৷ ছত্রিশগড়ের বিলাসপুর তালিকার প্রথমে রয়েছে (31 শতাংশ) ৷ 1970 সালে এই শহরের তাপমাত্রার তুলনায় যা 2.5 গুণ বেশি। একই ছবি দেখা গিয়েছে ইন্দোরেও ৷

মূলত, ক্লাইমেট সিফট ইন্ডেক্স, ক্লাইমেট সেন্ট্রাল সিস্টেম প্রতিদিনের পরিবর্তিত আবহাওয়ার উপর সমীক্ষা করে এই তথ্য সামনে এনেছে ৷ পয়লা এপ্রিলকে কেন্দ্রে রেখে 31 দিনের আবহাওয়া ও তাপমাত্রার পরিবর্তনের সূচক সামনে আনা হয়েছে ৷ বিশেষ করে চলতি বছর দোল উৎসবের সময় ভারত তথা বিভিন্ন শহরে কী রকম তাপমাত্রা থাকে তা দেখা হয়েছে ৷ এক্ষেত্রে মূলত ইআরএ5 (ERA5) সেল দেখা হয় ৷ আসলে ইআরএ5 হল বিশ্ব জলবায়ুর বায়ুমণ্ডলের পুনর্বিশ্লেষণ ৷ যা 1991 সাল থেকে 2020 সাল পর্যন্ত সমীক্ষায় দেখা হয়েছে ৷ যার ফলে জলবায়ু পরিবর্তন সূচক অনুমান করা সম্ভব হয় ৷ বৈশ্বিক তাপমাত্রায় 1 ডিগ্রি সেলসিয়াস পরিবর্তনের প্রতিক্রিয়ায হিসাবে স্থানীয় তাপমাত্রায় কী পরিবর্তন হয়, তা তুলে ধরা হয়েছে সমীক্ষায় ।

তাপমাত্রা পরিবর্তন নিয়ে বিশেষজ্ঞদের মতামত: ক্লাইমেট সেন্ট্রালের ভাইস প্রেসিডেন্ট (বিজ্ঞান) ডক্টর অ্যান্ড্রু পার্শিং বলেন, "শীতের পর থেকে তাপমাত্রায় আচমকা পরিবর্তন এসেছে ৷ আবহাওয়া আরও বেশি উষ্ণ হতে শুরু করেছে ৷ ফেব্রুয়ারি থেকেই পারদের তাপমাত্রা যেভাবে বাড়তে থাকে তা মার্চে আরও বেশি লক্ষ্য করা যায় ৷ জলবায়ু পরিবর্তনের এই প্রবণতা পরিষ্কার জানান দিচ্ছে যে, সাধারণ মানুষ অনেকাংশে দায়ী তাপমাত্রা বৃদ্ধির কারণ হিসাবে ৷ স্কাইমেট ওয়েদার সংস্থার আবহাওয়া ও জলবায়ু পরিবর্তন বিভাগের বাইস প্রেসিডেন্ট মহেশ পালাওয়াত বলেন, "'এটা অস্বীকার করা যাবে না যে পারদের মাত্রা বৃদ্ধির পিছনে জলবায়ু পরিবর্তন রয়েছে। আসলে, আমরা বলতে পারি যে তাপমাত্রার ধরণ ধীরে ধীরে পরিবর্তিত হচ্ছে। মার্চ মাসে তাপপ্রবাহ লক্ষ্য করা যেত না ৷ কিন্তু বিশ্বে উষ্ণতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে তাপপ্রবাহ বা উচ্চ তাপমাত্রার সম্ভাবনাও বেড়েছে। এ বছরও আমরা একই রকম আবহাওয়া দেখতে পাব।"

আরও পড়ুন

1. ভয়াবহ! আজও বিশুদ্ধ পানীয় জল পান না পৃথিবীর 220 কোটি মানুষ

2. বৈপ্লবিক বিল পাশ, রক্ষণশীলতার কাঁটা টপকে নবজাগরণের দেশে 'বৈধ' সমলিঙ্গ বিবাহ

3. মোদির হাতে আজ দরজা খুলছে, জেনে নিন আবুধাবির বিএপিএস হিন্দু মন্দিরের বিশেষত্ব

Last Updated : Mar 23, 2024, 2:32 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.