নয়াদিল্লি, 29 নভেম্বর: হিন্দু-সহ দেশের সমস্ত সংখ্যালঘু সম্প্রদায়কে সুরক্ষা দেওয়ার দায়িত্ব বাংলাদেশ সরকারের ৷ শুক্রবার প্রতিবেশী দেশ নিয়ে সংসদে এই মন্তব্য করেন বিদেশ মন্ত্রী এস জয়শঙ্কর ৷ আরেকদিকে সাপ্তাহিক সাংবাদিক বৈঠকে কেন্দ্রীয় মন্ত্রীর কথাই শোনা গেল মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়ালের গলাতেও ৷
5 অগস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ছেড়ে চলে যান ৷ এরপর 8 অগস্ট নোবেলজয়ী অর্থনীতিবিদ মহম্মদ ইউনুসের নেতৃত্বে গঠিত হয় অন্তর্বর্তী সরকার ৷ দেশের অভ্যন্তরীণ অশান্তিতে প্রায়শ খবরের শিরোনামে জায়গা করে নিয়েছে বাংলাদেশে হিন্দু এবং অন্যান্য সংখ্যালঘু সম্প্রদায়ের উপর নানাভাবে হিংসা, অত্যাচারের ঘটনা ৷ গত 16 অগস্ট মহম্মদ ইউনুসের সঙ্গে ফোনে প্রধানমন্ত্রী মোদির কথা হয় ৷ সেখানে মুখ্য উপদেষ্টা প্রধানমন্ত্রীকে হিন্দুদের নিরাপত্তা নিয়ে আশ্বস্ত করেছিলেন ৷
এদিকে গত 25 নভেম্বর বাংলাদেশ পুলিশের হাতে গ্রেফতার হন হিন্দু ধর্মগুরু চিন্ময়কৃষ্ণ দাস ৷ তাঁকে জামিন দিতে অস্বীকার করে চট্টগ্রামের একটি আদালত ৷ এই অবস্থায় দেশের পরিস্থিতি উত্তাল হয়ে ওঠে ৷ ভারতের তরফেও বিবৃতি জারি করে এই ঘটনার নিন্দা করা হয় ৷
EAM S Jaishankar tells Lok Sabha - " :government have seen several reports of incidents of violence against hindus and other minorities, their homes and business establishments and of attacks on temples="" religious places, including in the month of august 2024, across bangladesh.… pic.twitter.com/OwvoWmjXwC
— ANI (@ANI) November 29, 2024
এই প্রসঙ্গে বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর এদিন সংসদে বলেন, "বাংলাদেশে সংখ্যালঘুদের উপর যে হিংসার ঘটনাগুলি ঘটছে, তা গুরুত্ব দিয়ে দেখছে ভারত ৷ সংখ্যালঘু-সহ দেশের সব নাগরিকদের জীবন ও স্বাধীনতা রক্ষার প্রাথমিক দায়িত্ব বাংলাদেশ সরকারের ৷" তিনি আরও জানিয়েছেন, সেখানে সংখ্যালঘুদের নিয়ে কী হচ্ছে, তার উপর নজর রাখছে ঢাকায় ভারতীয় হাইকমিশন ৷
চলতি বছরে দুর্গাপুজোর সময় বাংলাদেশে পুজোর মণ্ডপ, মন্দিরে হামলা চালানোর খবর সামনে এসেছে ৷ এই প্রসঙ্গে জয়শঙ্কর বলেন, "ঢাকার তাঁতিবাজারে পুজো মণ্ডপে আক্রমণ, সাতক্ষীরায় যশোরেশ্বরী কালী মন্দিরে চুরির ঘটনায় ভারত সরকার যথেষ্ট গুরুত্ব দিয়ে তার দুশ্চিন্তার কথা জানিয়েছে বাংলাদেশকে ৷"
অন্যদিকে এদিনই সাংবাদিক বৈঠকে একই মত প্রকাশ করেন বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল ৷ তিনি বলেন, "আমাদের অবস্থান খুবই পরিষ্কার, বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষকে নিরাপদে রাখার দায়িত্ব পালন করা উচিত ৷ চরমপন্থী কাজকর্ম দিনে দিনে বেড়ে চলেছে, হিংসা, উসকানিমূলক ঘটনাও ঊর্ধ্বমুখী ৷ এতে আমরা উদ্বিগ্ন ৷ এগুলিকে শুধুমাত্র সংবাদমাধ্যমের বাড়াবাড়ি বলে উড়িয়ে দেওয়া যায় না ৷"
গত 25 নভেম্বর হিন্দু সনাতনী নেতা চিন্ময়কৃষ্ণ দাসের গ্রেফতারির পর বিক্ষোভ-প্রতিবাদে উত্তাল হয়ে ওঠে চট্টগ্রাম-সহ বাংলাদেশের বিভিন্ন জায়গা ৷ তিনি সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র ৷ এর আগে বাংলাদেশ ইসকনের সঙ্গেও যুক্ত ছিলেন ৷ যদিও এখন তাঁর সঙ্গে এই আন্তর্জাতিক এই ধর্মীয় প্রতিষ্ঠানের কোনও সম্পর্ক নেই ৷
ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণা কনসাসনেস (ইসকন) প্রসঙ্গে বিদেশ মন্ত্রকের মুখপাত্র বলেন, "বিশ্বে ইসকন একটি বিখ্যাত ধর্মীয় প্রতিষ্ঠান ৷ তারা সমাজে সেবামূলক কাজকর্মের যুক্ত থাকে ৷ আমরা আবারও বাংলাদেশকে বলব, তারা যেন সংখ্যালঘু সম্প্রদায়ের সুরক্ষায় প্রয়োজনীয় পদক্ষেপ করে ৷"
হিন্দু ধর্মগুরু চিন্ময়কৃষ্ণ দাসের গ্রেফতারি নিয়ে রণধীর জয়সওয়াল বলেন, "চিন্ময়কৃষ্ণ দাসের গ্রেফতারির ঘটনায় আমরা দেখেছি যে আইনি প্রক্রিয়া চলছে ৷ আমরা আশা করি, এই মামলায় স্বচ্ছতা ও নিরপেক্ষতা বজায় রাখা হবে ৷ চিন্ময়কৃষণ দাসের আইনি অধিকার অক্ষুণ্ণ থাকার বিষয়টি সুনিশ্চিত করা হবে ৷"
গত 26 নভেম্বর চিন্ময়কৃষ্ণ দাসের জামিনের আবেদন বাতিল হয়ে যায় ৷ এদিনই বিদেশ মন্ত্রক একটি বিবৃতি জারি করে এই ঘটনার তীব্র নিন্দা করে ৷ ভারতের তরফে বাংলাদেশ সরকারের কাছে হিন্দু এবং অন্যান্য সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা ও সুরক্ষা নিশ্চিত করার আর্জি জানানো হয় ৷ এর উত্তরে বাংলাদেশ জানায়, এটি তাদের অভ্যন্তরীণ বিষয় ৷ চিন্ময়কৃষ্ণ দাস এখন হেফাজতে রয়েছেন ৷ এটি আদালতের বিচার্য ৷