ETV Bharat / bharat

প্রয়াগরাজে পূণ্যস্নান, মৌনী অমাবস্যায় অভিভূত বিদেশী পর্যটকরা

author img

By ETV Bharat Bangla Team

Published : Feb 9, 2024, 11:04 AM IST

Updated : Feb 9, 2024, 2:38 PM IST

Mauni Amavasya 2024: মাঘ মেলার সবচেয়ে বড় স্নান উৎসব মৌনী অমাবস্যা । প্রয়াগরাজে পূণ্যস্নান সারতে দলে দলে এসে পৌঁছচ্ছেন পর্যটকরা ।

Mauni Amavasya 2024
ইতালি থেকে মহিলা পর্যটকরা বিশ্বাসের

প্রয়াগরাজ, 9 ফেব্রুয়ারি: শুক্রবার ধর্ম ও বিশ্বাসের শহর প্রয়াগরাজে চলছে মাঘ মেলার সবচেয়ে বড় স্নান উৎসব মৌনী অমাবস্যা । দেশের প্রতিটি জায়গা থেকে আগত ভক্তদের পাশাপাশি বিদেশি পর্যটকরাও মৌনী অমাবস্যায় সঙ্গমে স্নান করতে আসেন । ইতালি থেকেও সঙ্গম ঘাটে পৌঁছেছে 11 সদস্যের মহিলা পর্যটকের দল ।

ওই দলের এক সদস্য জানান, মাঘের মেলায় বিপুল জনসমাগমের কথা তিনি শুনেছেন । আজ এই লক্ষাধিক মানুষের ভিড়ের মাঝে স্নান করে চমৎকার অভিজ্ঞতা লাভ করেছেন তিনি । একই সঙ্গে তিনি মেলা সফলভাবে আয়োজনের জন্য সরকারেরও প্রশংসা করেন । মাঘ মেলায় জোরদার নিরাপত্তা ব্যবস্থার জন্য উত্তরপ্রদেশ পুলিশকেও ধন্যবাদ জানান তিনি ।

প্রয়াগরাজে মৌনী অমাবস্যার স্নান উৎসবে এদিন সকাল থেকেই ভক্তদের ভিড় বাড়ছে । সঙ্গম শহরের তীরে লক্ষ লক্ষ মানুষ বিশ্বাসে ভর করে পূণ্য স্নানে এসেছেন । প্রচণ্ড ভিড় দেখে স্নান করার আগে বিদেশী পর্যটকরা ঘাটে মোতায়েন পুলিশদের জিজ্ঞাসা করেন, এত ভিড়ের মধ্যে কীভাবে স্নান সারবেন । এক মহিলা পুলিশ কর্মীর সাহায্যে নির্বিঘ্নে স্নান সারেন তাঁরা । তারপরেই নিরাপত্তা ব্যবস্থা থেকে শুরু করে পুলিশের ভূয়সী প্রশংসা করেন ।

পর্যটকরা জানান, এত বড় মেলা আগে কখনও দেখেননি ৷ লক্ষাধিক মানুষের ভিড়ের মধ্যে একসঙ্গে স্নান করতে দেখেও অভিভূত তাঁরা । প্রচুর ভিড়ের কারণে বিদেশী পর্যটকদের মনে কিছুটা ভয় ছিল ৷ যা কাটিয়ে উঠতে সাহায্য করেছেন ঘাটে থাকা মহিলা পুলিশকর্মীরা । যার ফলে ভিড় সত্ত্বেও স্নান করে নিরাপদে নিজেদের গাড়িতে পৌঁছে যান তাঁরা ।

আরও পড়ুন:

  1. দ্রুত বিয়ে করতে চান ? গোলাপী-কমলা পোশাক কিনুন
  2. এইভাবে ব্যবহার করুন আম পাতা, প্রতিটি কাজেই পেতে পারেন সফলতা
  3. ব্রিগেডে বাস্তু ও ভূমি পুজো দিয়ে শুরু লক্ষ কণ্ঠে গীতা পাঠের মণ্ডপ তৈরির কাজ

প্রয়াগরাজ, 9 ফেব্রুয়ারি: শুক্রবার ধর্ম ও বিশ্বাসের শহর প্রয়াগরাজে চলছে মাঘ মেলার সবচেয়ে বড় স্নান উৎসব মৌনী অমাবস্যা । দেশের প্রতিটি জায়গা থেকে আগত ভক্তদের পাশাপাশি বিদেশি পর্যটকরাও মৌনী অমাবস্যায় সঙ্গমে স্নান করতে আসেন । ইতালি থেকেও সঙ্গম ঘাটে পৌঁছেছে 11 সদস্যের মহিলা পর্যটকের দল ।

ওই দলের এক সদস্য জানান, মাঘের মেলায় বিপুল জনসমাগমের কথা তিনি শুনেছেন । আজ এই লক্ষাধিক মানুষের ভিড়ের মাঝে স্নান করে চমৎকার অভিজ্ঞতা লাভ করেছেন তিনি । একই সঙ্গে তিনি মেলা সফলভাবে আয়োজনের জন্য সরকারেরও প্রশংসা করেন । মাঘ মেলায় জোরদার নিরাপত্তা ব্যবস্থার জন্য উত্তরপ্রদেশ পুলিশকেও ধন্যবাদ জানান তিনি ।

প্রয়াগরাজে মৌনী অমাবস্যার স্নান উৎসবে এদিন সকাল থেকেই ভক্তদের ভিড় বাড়ছে । সঙ্গম শহরের তীরে লক্ষ লক্ষ মানুষ বিশ্বাসে ভর করে পূণ্য স্নানে এসেছেন । প্রচণ্ড ভিড় দেখে স্নান করার আগে বিদেশী পর্যটকরা ঘাটে মোতায়েন পুলিশদের জিজ্ঞাসা করেন, এত ভিড়ের মধ্যে কীভাবে স্নান সারবেন । এক মহিলা পুলিশ কর্মীর সাহায্যে নির্বিঘ্নে স্নান সারেন তাঁরা । তারপরেই নিরাপত্তা ব্যবস্থা থেকে শুরু করে পুলিশের ভূয়সী প্রশংসা করেন ।

পর্যটকরা জানান, এত বড় মেলা আগে কখনও দেখেননি ৷ লক্ষাধিক মানুষের ভিড়ের মধ্যে একসঙ্গে স্নান করতে দেখেও অভিভূত তাঁরা । প্রচুর ভিড়ের কারণে বিদেশী পর্যটকদের মনে কিছুটা ভয় ছিল ৷ যা কাটিয়ে উঠতে সাহায্য করেছেন ঘাটে থাকা মহিলা পুলিশকর্মীরা । যার ফলে ভিড় সত্ত্বেও স্নান করে নিরাপদে নিজেদের গাড়িতে পৌঁছে যান তাঁরা ।

আরও পড়ুন:

  1. দ্রুত বিয়ে করতে চান ? গোলাপী-কমলা পোশাক কিনুন
  2. এইভাবে ব্যবহার করুন আম পাতা, প্রতিটি কাজেই পেতে পারেন সফলতা
  3. ব্রিগেডে বাস্তু ও ভূমি পুজো দিয়ে শুরু লক্ষ কণ্ঠে গীতা পাঠের মণ্ডপ তৈরির কাজ
Last Updated : Feb 9, 2024, 2:38 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.