ETV Bharat / bharat

দীপাবলির আগে ভয়াবহ দুর্ঘটনা ! পুড়ে ছাই 30টি বাজির দোকান

ভয়াবহ আগুন ৷ পুড়ে ছাই বাজি বাজারের 30টি দোকান ৷ দীপাবলির মুখে ক্ষতি প্রায় 1 কোটি টাকার ৷ মাথায় হাত ব্যবসায়ীদের ৷

Guna Massive Fire
প্রতীকী ছবি ((ইটিভি ভারত গ্রাফিক্স))
author img

By ETV Bharat Bangla Team

Published : 3 hours ago

গুনা, 27 অক্টোবর: দীপাবলির বাকি আর মাত্র কয়েকদিন ৷ জোরকদমে আলোর উৎসবের প্রস্তুতি চলছে দেশজুড়ে ৷ তারমধ্যেই ভয়াবহ দুর্ঘটনা ৷ ভয়াবহ আগুনে পুড়ে ছাই বাজির 30টি দোকান ৷ আগুনের গ্রাসে ছাই গয়ে গিয়েছে 6টি বাইক ও 2টি ট্র্যাক্টরও ৷ কয়েক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রনে আনে দমকল ৷

ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের গুনায় । শনিবার রাতে সিরসি এলাকার মার্কি মাউতে অবস্থিত বাজারে একটি আতশবাজির দোকানে আগুন লাগে । মুহূর্তের মধ্যে সেই আগুন আশেপাশের দোকানে ছড়িয়ে পড়ে ৷ আগুনের তীব্রতা এতটাই বেশি ছিল যে আশেপাশের প্রায় 30টি আতশবাজির দোকান পুড়ে ছাই হয়ে যায় । দোকানের বাইরে থাকা 6টি বাইকও পুড়ে যায় ।

31 অক্টোবর দীপাবলি । ফলে শেষ মুহূর্তের কেনাকাটা চলছে বাজি বাজারগুলিতে ৷ স্থানীয়রা জানিয়েছেন, যে দোকানগুলি পুড়ে গিয়েছে, তার পেছনে একটি বাজার আছে ৷ সেখানে আগুন ছড়িয়ে পড়লে আরও বড় দুর্ঘটনা ঘটতে পারত ৷ প্রাণহানির আশঙ্কাও ছিল ৷ যদিও তার আগেই দমকল আগুন নিয়ন্ত্রণে আনে ৷

আগুনে কোটি টাকার ক্ষয়ক্ষতি...

আগুন লাগার সঙ্গে সঙ্গে বাজারে বিশৃঙ্খলা দেখা দেয় । দূর-দূরান্ত থেকে কালো ধোঁয়া দেখা যাচ্ছিল । অগ্নিকাণ্ডের ফলে প্রায় এক কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গিয়েছে । কীভাবে আগুন লাগল, তা খতিয়ে দেখছে প্রশাসন । কালেক্টর সতেন্দ্র সিং বলেছেন, তদন্ত করা হচ্ছে । লাইসেন্স ছাড়া ওই বাজি বাজার চলছিল কি না তাও খতিয়ে দেখা হচ্ছে ৷ দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে ।

আরও পড়ুন:

গুনা, 27 অক্টোবর: দীপাবলির বাকি আর মাত্র কয়েকদিন ৷ জোরকদমে আলোর উৎসবের প্রস্তুতি চলছে দেশজুড়ে ৷ তারমধ্যেই ভয়াবহ দুর্ঘটনা ৷ ভয়াবহ আগুনে পুড়ে ছাই বাজির 30টি দোকান ৷ আগুনের গ্রাসে ছাই গয়ে গিয়েছে 6টি বাইক ও 2টি ট্র্যাক্টরও ৷ কয়েক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রনে আনে দমকল ৷

ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের গুনায় । শনিবার রাতে সিরসি এলাকার মার্কি মাউতে অবস্থিত বাজারে একটি আতশবাজির দোকানে আগুন লাগে । মুহূর্তের মধ্যে সেই আগুন আশেপাশের দোকানে ছড়িয়ে পড়ে ৷ আগুনের তীব্রতা এতটাই বেশি ছিল যে আশেপাশের প্রায় 30টি আতশবাজির দোকান পুড়ে ছাই হয়ে যায় । দোকানের বাইরে থাকা 6টি বাইকও পুড়ে যায় ।

31 অক্টোবর দীপাবলি । ফলে শেষ মুহূর্তের কেনাকাটা চলছে বাজি বাজারগুলিতে ৷ স্থানীয়রা জানিয়েছেন, যে দোকানগুলি পুড়ে গিয়েছে, তার পেছনে একটি বাজার আছে ৷ সেখানে আগুন ছড়িয়ে পড়লে আরও বড় দুর্ঘটনা ঘটতে পারত ৷ প্রাণহানির আশঙ্কাও ছিল ৷ যদিও তার আগেই দমকল আগুন নিয়ন্ত্রণে আনে ৷

আগুনে কোটি টাকার ক্ষয়ক্ষতি...

আগুন লাগার সঙ্গে সঙ্গে বাজারে বিশৃঙ্খলা দেখা দেয় । দূর-দূরান্ত থেকে কালো ধোঁয়া দেখা যাচ্ছিল । অগ্নিকাণ্ডের ফলে প্রায় এক কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গিয়েছে । কীভাবে আগুন লাগল, তা খতিয়ে দেখছে প্রশাসন । কালেক্টর সতেন্দ্র সিং বলেছেন, তদন্ত করা হচ্ছে । লাইসেন্স ছাড়া ওই বাজি বাজার চলছিল কি না তাও খতিয়ে দেখা হচ্ছে ৷ দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে ।

আরও পড়ুন:

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.