নয়াদিল্লি, 14 মার্চ: দিল্লির গীতা কলোনি থানার শাস্ত্রী নগর এলাকায় বহুতলে ভয়াবহ আগুন ৷ চারতলা ওই বিল্ডিংয়ে আগুন লাগার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে যায় দমকল ৷ আগুন নেভানোর পাশাপাশি বহুতলে আটকে পড়া 9 জনকে উদ্ধার করে হাসপাতালে নিয়েও যাওয়া হয় ৷ সেখানেই চিকিৎসকরা দুই ছাত্রী-সহ চার জনকে মৃত বলে ঘোষণা করেছেন। দমকলের একাধিক ইঞ্জিনের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এসেছে ৷ আগুন লাগার কারণ খতিয়ে দেখে পরবর্তী ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছে দমকল বিভাগ।
শাহদরা জেলার ডেপুটি পুলিশ কমিশনার সুরেন্দ্র চৌধুরি জানান, বৃহস্পতিবার ভোর প্রায় সাড়ে পাঁচটা নাগাদ শাস্ত্রী নগরের 13 নম্বর গলির একটি বাড়িতে আগুন লাগার খবর পাওয়া যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছয় ৷ আসে দমকল বাহিনীও ৷ প্রাথমিক অনুমান, চারতলা ওই বিল্ডিংয়ের বেসমেন্টে আগুন লাগে। এরপর ধোঁয়ায় ঢেকে যায় গোটা বিল্ডিংটি ৷ সেখানে আটকে পড়া নয়জনকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা দুই শিশু-সহ চার জনকে মৃত ঘোষণা করেন।
পুলিশ সূত্রে খবর, মৃতরা হলেন মনোজ (30), তাঁর স্ত্রী সুমন (28) এবং পাঁচ ও তিন বছর বয়সি দুই মেয়ে। একজন সিনিয়র পুলিশ অফিসার বলেন, "আমরা হাসপাতাল থেকে তথ্য পেয়েছি যে, চার জনের মৃত্যু হয়েছে এই অগ্নিকাণ্ডের ঘটনায় ৷ দুই শিশু এবং একজন বিবাহিত দম্পতির শ্বাসরুদ্ধ হয়ে মারা গিয়েছে। তদন্ত চলছে ৷"
তিনি আরও জানান, দেহগুলি হেফাজতে নিয়ে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে ৷ সেই সঙ্গে গোটা বিষয়টি খতিয়ে দেখে পরবর্তী পদক্ষেপ নেওয়া হচ্ছে। ঘটনাস্থলে দমকলের এক আধিকারিক বলেন, "প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, বহুতলের বেসমেন্টের পার্কিং এলাকায় একটি গাড়ি থেকে আগুনের সূত্রপাত হয় ৷ এরপরই সেখান থেকে ধোঁয়া ভবনে ছড়িয়ে পড়ে গোটা বিল্ডিংয়ে।"
আরও পড়ুন
5 বছরের শিশুকে ধর্ষণ করে খুন! অর্ধনগ্ন দেহ মিলল নদীর তীরে
প্রশিক্ষণ চলাকালীন দুর্ঘটনার কবলে ভারতীয় বায়ুসেনার যুদ্ধবিমান তেজস