ETV Bharat / bharat

অনুষ্ঠান বাড়ি থেকে ফেরার পথে দুর্ঘটনা ! পিকআপ ট্রাক উলটে মৃত 14 - Road accident dindori

Road Accident in MP: ফের মর্মান্তিক পথ দুর্ঘটনার সাক্ষী মধ্যপ্রদেশ ৷ রাজ্যের শাহপুরা থানার অন্তর্গত ডিন্ডোরির বারঝাড়ের ঘাটে একটি পিকআপ ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে উলটে যায় ৷ তাতে কমপক্ষে 14 জনের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে ৷

মধ্যপ্রদেশে ভয়াবহ পথ দুর্ঘটনা
Road Accident in MP
author img

By ETV Bharat Bangla Team

Published : Feb 29, 2024, 9:18 AM IST

Updated : Feb 29, 2024, 9:49 AM IST

ডিন্ডোরি (মধ্য়প্রদেশ), 29 ফেব্রুয়ারি: ডিন্ডোরিতে পথ দুর্ঘটনায় মৃত্যু কমপক্ষে 14 জনের ৷ জানা গিয়েছে, বৃহস্পতিবার ভোরবেলায় প্রবল বেগে ছুটছিল পিকআপ ভ্যানটি। গতি এতটাই বেশি ছিল যে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন চালক। উলটে যায় ট্রাকটি। ছিটকে পড়েন যাত্রীরা। গতির বলি হন অনেকেই। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় উদ্ধারকারী দল। দুর্ঘটনায় 21 জনেরও বেশি মানুষ আহত হয়েছে বলে জানা গিয়েছে। আহতদের তড়িঘড়ি নিয়ে যাওয়া হয় হাসপাতালে। শাহপুরা থানার অন্তর্গত ডিন্ডোরির বারঝাড়ের ঘাটে দুর্ঘটনাটি ঘটে ৷

স্থানীয় ও বাসিন্দা সূত্রে খবর, পিকআপ ভ্যানটি নিয়ন্ত্রণ হারিয়ে উলটে যাওয়ায় দুর্ঘটনাস্থলেই 14 জনের মৃত্যু হয় ৷ মৃতরা সাধভক্ষণের অনুষ্ঠান থেকে ফিরছিলেন। এক মুহূর্তে সবশেষ ৷ আহতদের পার্শ্ববর্তী শাহপুরা কমিউনিটি হেলথ সেন্টারে ভরতি করা হয়েছে ৷ তাঁদের মধ্যে অনেকের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে। খবর পেয়েই ডিন্ডোরির কালেক্টর ও পুলিশ সুপার তড়িঘড়ি পৌঁছন দুর্ঘটনাস্থলে ৷ কীভাবে দুর্ঘটনাটি ঘটল, সে বিষয়ে পুলিশের পক্ষ থেকে এখনও কিছু বিবৃতি দেওয়া হয়নি ৷ মৃতদের দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে ৷

নিহতদের অধিকাংশই আমহাইয়ের বাসিন্দা ৷ পুলিশ জানায়, আজ ভোর 4টের দিকে দুর্ঘটনাটি ঘটে ৷ আহতদের অনেকেই পডি, ধরমনি, সজনিয়ার বাসিন্দা বলে জানা গিয়েছে। দুর্ঘটনায় নিহতদের মধ্যে 6 জন পুরুষ ও 8 জন মহিলা ৷ পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনার কারণ জানার চেষ্টা করছে। ঘটনায় শোকপ্রকাশ করেছেন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী মোহন যাদব। নিহতদের পরিবারের পাশে দাঁড়িয়ে সমবেদনা প্রকাশ করেছেন তিনি। পাশাপাশি, মৃতদের পরিবার পিছু 4 লক্ষ টাকার আর্থিক সহায়তা ঘোষণা করেছেন তিনি। আহতদের যথাযথ চিকিৎসার জন্য জেলা প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছে।

আরও পড়ুন:

  1. বিয়ের অনুষ্ঠান সেরে ফেরার পথে দুর্ঘটনা, মৃত 2 শিশু-সহ 6
  2. বাসের সঙ্গে ট্রাক্টর-ট্রলির সংঘর্ষ, 6 শ্রমিকের মৃত্যু উত্তরপ্রদেশে
  3. চারচাকা গাড়ির সঙ্গে ট্রাকের জোর ধাক্কা, মৃত অন্ততপক্ষে 9

ডিন্ডোরি (মধ্য়প্রদেশ), 29 ফেব্রুয়ারি: ডিন্ডোরিতে পথ দুর্ঘটনায় মৃত্যু কমপক্ষে 14 জনের ৷ জানা গিয়েছে, বৃহস্পতিবার ভোরবেলায় প্রবল বেগে ছুটছিল পিকআপ ভ্যানটি। গতি এতটাই বেশি ছিল যে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন চালক। উলটে যায় ট্রাকটি। ছিটকে পড়েন যাত্রীরা। গতির বলি হন অনেকেই। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় উদ্ধারকারী দল। দুর্ঘটনায় 21 জনেরও বেশি মানুষ আহত হয়েছে বলে জানা গিয়েছে। আহতদের তড়িঘড়ি নিয়ে যাওয়া হয় হাসপাতালে। শাহপুরা থানার অন্তর্গত ডিন্ডোরির বারঝাড়ের ঘাটে দুর্ঘটনাটি ঘটে ৷

স্থানীয় ও বাসিন্দা সূত্রে খবর, পিকআপ ভ্যানটি নিয়ন্ত্রণ হারিয়ে উলটে যাওয়ায় দুর্ঘটনাস্থলেই 14 জনের মৃত্যু হয় ৷ মৃতরা সাধভক্ষণের অনুষ্ঠান থেকে ফিরছিলেন। এক মুহূর্তে সবশেষ ৷ আহতদের পার্শ্ববর্তী শাহপুরা কমিউনিটি হেলথ সেন্টারে ভরতি করা হয়েছে ৷ তাঁদের মধ্যে অনেকের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে। খবর পেয়েই ডিন্ডোরির কালেক্টর ও পুলিশ সুপার তড়িঘড়ি পৌঁছন দুর্ঘটনাস্থলে ৷ কীভাবে দুর্ঘটনাটি ঘটল, সে বিষয়ে পুলিশের পক্ষ থেকে এখনও কিছু বিবৃতি দেওয়া হয়নি ৷ মৃতদের দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে ৷

নিহতদের অধিকাংশই আমহাইয়ের বাসিন্দা ৷ পুলিশ জানায়, আজ ভোর 4টের দিকে দুর্ঘটনাটি ঘটে ৷ আহতদের অনেকেই পডি, ধরমনি, সজনিয়ার বাসিন্দা বলে জানা গিয়েছে। দুর্ঘটনায় নিহতদের মধ্যে 6 জন পুরুষ ও 8 জন মহিলা ৷ পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনার কারণ জানার চেষ্টা করছে। ঘটনায় শোকপ্রকাশ করেছেন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী মোহন যাদব। নিহতদের পরিবারের পাশে দাঁড়িয়ে সমবেদনা প্রকাশ করেছেন তিনি। পাশাপাশি, মৃতদের পরিবার পিছু 4 লক্ষ টাকার আর্থিক সহায়তা ঘোষণা করেছেন তিনি। আহতদের যথাযথ চিকিৎসার জন্য জেলা প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছে।

আরও পড়ুন:

  1. বিয়ের অনুষ্ঠান সেরে ফেরার পথে দুর্ঘটনা, মৃত 2 শিশু-সহ 6
  2. বাসের সঙ্গে ট্রাক্টর-ট্রলির সংঘর্ষ, 6 শ্রমিকের মৃত্যু উত্তরপ্রদেশে
  3. চারচাকা গাড়ির সঙ্গে ট্রাকের জোর ধাক্কা, মৃত অন্ততপক্ষে 9
Last Updated : Feb 29, 2024, 9:49 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.