ETV Bharat / bharat

পুণ্যার্থীদের বাসে জঙ্গিদের গুলি, জম্মুতে মৃত কমপক্ষে 9; কড়া বার্তা শাহের - Terrorist Attack at Jammu - TERRORIST ATTACK AT JAMMU

Terrorists Open Fire At Bus: ফের রক্ত ঝরল উপত্যকায় । জম্মুতে পুণ্যার্থীদের বাসে গুলি চালাল জঙ্গিরা । তার জেরে গভীর খাদে গিয়ে পড়ে বাস । মৃত্যু হয় কমপক্ষে 9 জনের । আহত হয়েছেন 33 জন ।

Terrorists Open Fire At Bus
পুণ্যার্থী বোঝাই বাসে জঙ্গি হামলা (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Bangla Team

Published : Jun 9, 2024, 9:36 PM IST

Updated : Jun 9, 2024, 10:47 PM IST

জম্মু, 9 জুন: নতুন কেন্দ্রীয় মন্ত্রিসভা শপথ নেওয়ার দিন জঙ্গি হামলা জম্মু ও কাশ্মীর । পুণ্যার্থীদের বাস লক্ষ্য করে গুলি চালাল জঙ্গিরা । যার জেরে মৃত্যু হয়েছে কমপক্ষে 9 জনের । ঘটনায় আহত হয়েছেন প্রায় 33 জন ।

রবিবার সন্ধ্যা 6টা 15 নাগাদ জম্মু ও কাশ্মীরের রিয়াসি জেলার পনি এলারার তেরিয়াথ গ্রামের কাছে এই ঘটনাটি ঘটেছে ৷ জানা গিয়েছে, 53 সিটের পুণ্যার্থী বোঝাই বাসটি শিবখোরি মন্দির থেকে কাটরা যাচ্ছিল ৷ সেই সময় জঙ্গিদের গোলাগুলির ফলে বাসটি রাস্তা থেকে ছিটকে গভীর খাদে পড়ে যায় ৷

ঘটনার পর রিয়াসির এসএসপি মোহিতা শর্মা জানান, তীর্থযাত্রী বহনকারী একটি বাসে জঙ্গিরা গুলি চালায় ৷ ঘটনায় 9 জন নিহত ও 33 জন আহত হন ৷

ভোটের আগে জঙ্গি হামলায় কাশ্মীরে নিহত বিজেপি নেতা, জখম পর্যটক দম্পতি

খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করে পুলিশ, সেনা ও আধাসামারিক বাহিনীর সদস্যরা ৷ তৃতীয়বার প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদি শপথ নেওয়ার এক ঘণ্টা আগে এই ঘটনা ঘটে ৷ রাজৌরি ও পুঞ্চের মতো পার্শ্ববর্তী অঞ্চলগুলির তুলনায় এই রিয়াসি জেলায় জঙ্গি কার্যকলাপ সেভাবে ছিল না ৷ কিন্তু আজকের এই ঘটনার ফলে বোঝা যাচ্ছে সংশ্লিষ্ট অঞ্চলে হিংসা বেড়েছে ৷

শপথ গ্রহণের অনুষ্ঠান শেষ হতেই এক্সে এই ঘটনার পরিপ্রেক্ষিতে বার্তা দিয়েছেন অমিত শাহ ৷ তিনি লিখেছেন,"জম্মু ও কাশ্মীরের রিয়াসিতে তীর্থযাত্রীদের উপর হামলার ঘটনা গভীরভাবে বেদনাদায়ক ৷ জম্মু ও কাশ্মীরের লেফটেন্যান্ট গভর্নর ও ডিজিপির সঙ্গে এই ঘটনা নিয়ে কথা হয়েছে ৷ এই নৃশংস হামলার অপরাধীরা রেহাই পাবে না ৷ আইনের মুখোমুখি হতেই হবে ৷ তাৎক্ষণিক চিকিৎসা পরিষেবা দিতে স্থানীয় প্রশাসন যুদ্ধকালীন তৎপরতায় কাজ করছে ৷ সর্বশক্তিমান ঈশ্বর নিহতদের প্রিয়জনদের এই কষ্ট সহ্য করার শক্তি দান করুন ৷ সেই সঙ্গে আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি ৷"

ঘটনার তীব্র নিন্দে করেছেন রাজনাথ সিং ও কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে ৷ কিছুদিন আগে 19 মে লোকসভা নির্বাচনের আবহে জোড়া জঙ্গি হামলার ঘটনা ঘটে সোপিয়ান ও অনন্তনাগের পহেলগাঁওয়ে ৷ সোপিয়ানে জঙ্গিদের গুলিতে মৃত্যু হয় বিজেপি নেতার ৷ অন্যদিকে, ঘুরতে এসে অনন্তনাগের পহেলগাঁওয়ে জঙ্গি হামলায় গুরুতর আহত হন রাজস্থানী দম্পতি ৷

পুঞ্চে জঙ্গি হামলায় শহিদ সেনা আধিকারিককে শ্রদ্ধা বায়ুসেনার, চলছে নাকা-চেকিং

জম্মু, 9 জুন: নতুন কেন্দ্রীয় মন্ত্রিসভা শপথ নেওয়ার দিন জঙ্গি হামলা জম্মু ও কাশ্মীর । পুণ্যার্থীদের বাস লক্ষ্য করে গুলি চালাল জঙ্গিরা । যার জেরে মৃত্যু হয়েছে কমপক্ষে 9 জনের । ঘটনায় আহত হয়েছেন প্রায় 33 জন ।

রবিবার সন্ধ্যা 6টা 15 নাগাদ জম্মু ও কাশ্মীরের রিয়াসি জেলার পনি এলারার তেরিয়াথ গ্রামের কাছে এই ঘটনাটি ঘটেছে ৷ জানা গিয়েছে, 53 সিটের পুণ্যার্থী বোঝাই বাসটি শিবখোরি মন্দির থেকে কাটরা যাচ্ছিল ৷ সেই সময় জঙ্গিদের গোলাগুলির ফলে বাসটি রাস্তা থেকে ছিটকে গভীর খাদে পড়ে যায় ৷

ঘটনার পর রিয়াসির এসএসপি মোহিতা শর্মা জানান, তীর্থযাত্রী বহনকারী একটি বাসে জঙ্গিরা গুলি চালায় ৷ ঘটনায় 9 জন নিহত ও 33 জন আহত হন ৷

ভোটের আগে জঙ্গি হামলায় কাশ্মীরে নিহত বিজেপি নেতা, জখম পর্যটক দম্পতি

খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করে পুলিশ, সেনা ও আধাসামারিক বাহিনীর সদস্যরা ৷ তৃতীয়বার প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদি শপথ নেওয়ার এক ঘণ্টা আগে এই ঘটনা ঘটে ৷ রাজৌরি ও পুঞ্চের মতো পার্শ্ববর্তী অঞ্চলগুলির তুলনায় এই রিয়াসি জেলায় জঙ্গি কার্যকলাপ সেভাবে ছিল না ৷ কিন্তু আজকের এই ঘটনার ফলে বোঝা যাচ্ছে সংশ্লিষ্ট অঞ্চলে হিংসা বেড়েছে ৷

শপথ গ্রহণের অনুষ্ঠান শেষ হতেই এক্সে এই ঘটনার পরিপ্রেক্ষিতে বার্তা দিয়েছেন অমিত শাহ ৷ তিনি লিখেছেন,"জম্মু ও কাশ্মীরের রিয়াসিতে তীর্থযাত্রীদের উপর হামলার ঘটনা গভীরভাবে বেদনাদায়ক ৷ জম্মু ও কাশ্মীরের লেফটেন্যান্ট গভর্নর ও ডিজিপির সঙ্গে এই ঘটনা নিয়ে কথা হয়েছে ৷ এই নৃশংস হামলার অপরাধীরা রেহাই পাবে না ৷ আইনের মুখোমুখি হতেই হবে ৷ তাৎক্ষণিক চিকিৎসা পরিষেবা দিতে স্থানীয় প্রশাসন যুদ্ধকালীন তৎপরতায় কাজ করছে ৷ সর্বশক্তিমান ঈশ্বর নিহতদের প্রিয়জনদের এই কষ্ট সহ্য করার শক্তি দান করুন ৷ সেই সঙ্গে আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি ৷"

ঘটনার তীব্র নিন্দে করেছেন রাজনাথ সিং ও কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে ৷ কিছুদিন আগে 19 মে লোকসভা নির্বাচনের আবহে জোড়া জঙ্গি হামলার ঘটনা ঘটে সোপিয়ান ও অনন্তনাগের পহেলগাঁওয়ে ৷ সোপিয়ানে জঙ্গিদের গুলিতে মৃত্যু হয় বিজেপি নেতার ৷ অন্যদিকে, ঘুরতে এসে অনন্তনাগের পহেলগাঁওয়ে জঙ্গি হামলায় গুরুতর আহত হন রাজস্থানী দম্পতি ৷

পুঞ্চে জঙ্গি হামলায় শহিদ সেনা আধিকারিককে শ্রদ্ধা বায়ুসেনার, চলছে নাকা-চেকিং

Last Updated : Jun 9, 2024, 10:47 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.