ETV Bharat / bharat

শতাধিক দলিতের বাড়িতে আগুন, চলল গুলি ! গ্রেফতার 15 - Dalit families Houses Set On Fire - DALIT FAMILIES HOUSES SET ON FIRE

Indifference Towards Dalits in Bihar: বুধবার সন্ধে 7টা ৷ বিহারের নওয়াদার কৃষ্ণ নগর দলিত কলোনি জ্বলতে শুরু করে ৷ পরপর 100টি বাড়িতে আগুন লাগিয়ে দেওয়া হয় ৷ চলে কয়েক রাউন্ড গুলিও ৷ শুরু হয় চিৎকার, কান্না ৷ বিহারের এহেন ভয়াবহ ঘটনার পর থেকে 'উত্তপ্ত' হয়ে উঠেছে রাজ্যরাজনীতি । কিন্তু, দলিতদের উপর এহেন আচরণ কেন ? ঘটনার নেপথ্যে কে বা কারা ?

Indifference Towards Dalits in Bihar
শতাধিক বাড়ি পুড়ে ছাই (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Bangla Team

Published : Sep 19, 2024, 1:33 PM IST

Updated : Sep 19, 2024, 1:53 PM IST

নওয়াদা, 19 সেপ্টেম্বর: জ্বালিয়ে দেওয়া হল শতাধিক বাড়ি ৷ বিহারের নওয়াদার দলিত কলোনিতে চলে গুলিও ৷ নিমেষের মধ্যে বাড়িঘর পুড়ে ছারখার হয়ে যায় ৷ যদিও পুলিশের তরফে জানানো হয়েছে, মোট 21টি বাড়ি জ্বালানো হয়েছে ৷ ঘটনার জেরে 15 জনকে গ্রেফতারও করা হয়েছে ৷ খবর পেয়ে পুলিশ ও প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে জেলাশাসক থেকে জেলার এসপি'ও ওই এলাকায় যান ৷ ঘটনার পর রাজ্যের রাজনীতিও 'উত্তপ্ত' হয়ে উঠেছে। এখন প্রশ্ন ঘটনার নেপথ্যে কী কারণ ?

Indifference Towards Dalits in Bihar
কিন্তু, দলিতদের উপর এহেন আচরণ কেন ? (ইটিভি ভারত)

প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, জমি সংক্রান্ত দু'পক্ষের বিবাদের জেরে এহেন ঘটনা ঘটেছে ৷ হতাহতের কোনও খবর নেই ৷ তবে ওই দলিত পরিবারগুলির বেশকিছু গবাদি পশু মারা গিয়েছে ৷ নওয়াদা জেলাশাসক আশুতোষ কুমার ভার্মা বলেন, "বাড়িতে আগুন দেওয়ার অভিযোগে জেলা পুলিশ 15 জনকে গ্রেফতার করেছে ৷ আরও তদন্তের জন্য একটি বিশেষ তদন্ত দল (SIT) গঠন করা হয়েছে, এবং বাকি সন্দেহভাজনকে গ্রেফতারের জন্য তল্লাশি চলছে ৷"

Indifference Towards Dalits in Bihar
ভিটেমাটিহীনদের চিৎকার, কান্না (ইটিভি ভারত)

তিনি আরও বলেন, "নওয়াদা এলাকার কৃষ্ণ নগর দলিত কলোনির যে বাড়িগুলি পুড়িয়ে দেওয়া হয়েছে তার মধ্যে কয়েকটি মাটির ও পাকা বাড়িও ছিল ৷ ঊর্ধ্বতন প্রশাসনিক এবং পুলিশ কর্মকর্তারা ঘটনাস্থলেই ক্ষতিগ্রস্ত বাড়ির সঠিক সংখ্যার একটি তথ্য সংগ্রহ করবেন ৷ ভিটেমাটিহীন মানুষগুলোর জন্য আমরা খাবারের ব্যবস্থা করেছি ৷ পানীয় জল-থেকে ত্রাণ সামগ্রীও দেওয়া হয়েছে ৷ ক্ষতিগ্রস্তদের জন্য অস্থায়ী তাঁবুরও ব্যবস্থা করা হয়েছে ৷" তবে তিনি গবাদি পশুর পুড়ে যাওয়ার দাবি অস্বীকার করছেন ৷ কারণ তিনি তার কোনও প্রমাণ পাননি ৷

Indifference Towards Dalits in Bihar
পরপর 100টি বাড়িতে আগুন লাগিয়ে দেওয়া হয় (ইটিভি ভারত)

নওয়াদা এসপি অভিনব ধীমান সাংবাদিকদের বলেন, "সন্ধ্যা 7টার দিকে মাঞ্জি টোলায় আগুন লাগার বিষয়ে একটি ফোন আসে। পুলিশ দমকলের ইঞ্জিন নিয়ে দ্রুত পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে ৷ তিনি নিশ্চিত করেছেন, ঘটনার কারণ প্রাথমিক তদন্তে যা বোঝা গিয়েছে, জমি সংক্রান্ত বিরোধই ৷ একটি মামলা দায়ের করা হয়েছে।

Indifference Towards Dalits in Bihar
পুড়ে ছাই গৃহস্থের জিনিস (ইটিভি ভারত)

বিরোধী দলগুলো দেশজুড়ে প্রান্তিক জনগোষ্ঠীর বিরুদ্ধে অপরাধের বৃদ্ধি রোধে 'ব্যর্থ' হওয়ার জন্য সরকারকে দায়ী করেছে। দলিতদের উপেক্ষার জন্য কংগ্রেস মোদির 'ডাবল-ইঞ্জিন' সরকারের নিন্দা করেছে ৷ কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে বৃহস্পতিবার এই হিংসাত্মক ঘটনায় এক্সে পোস্ট করে লেখেন, "সম্পত্তি সংক্রান্ত বিবাদে দুষ্কৃতীরা নওয়াদায় দলিত বসতিতে বহু বাড়ি পুড়িয়ে দিয়েছে ৷ বিহারের নওয়াদায় মহাদলিত উপনিবেশে যে সন্ত্রাস চালানো হয়েছে, তা এনডিএ ডাবল-ইঞ্জিন সরকারের অধীনে জঙ্গলরাজের আরেকটি উদাহরণ ৷"

খাড়গে এই হামলা নিয়ে ক্ষোভপ্রকাশ করে লিখেছেন, "এটি নিন্দনীয় যে প্রায় 100টি দলিত বাড়িতে আগুন দেওয়া হয়েছে ৷ সেখানে গুলিও চালানো হয়েছে ৷" তিনি বিজেপি এবং জেডি উভয়েরই সমালোচনা করেছেন ৷ দলিত এবং সুবিধাবঞ্চিতদের প্রতি বিজেপির অবহেলা, অপরাধমূলক ঘটনা এবং অসামাজিক কাজকর্মের উৎসাহ চরমে পৌঁছেছে। প্রধানমন্ত্রী মোদি যথারীতি নীরব রয়েছেন, নীতীশ কুমার তাঁর ক্ষমতার লোভে উদাসীন।" এই ঘটনায় কংগ্রেস নেতা রাহুল গান্ধিও বিজেপি নেতৃত্বাধীন এনডিএকে দায়ী করেছেন।

নওয়াদা, 19 সেপ্টেম্বর: জ্বালিয়ে দেওয়া হল শতাধিক বাড়ি ৷ বিহারের নওয়াদার দলিত কলোনিতে চলে গুলিও ৷ নিমেষের মধ্যে বাড়িঘর পুড়ে ছারখার হয়ে যায় ৷ যদিও পুলিশের তরফে জানানো হয়েছে, মোট 21টি বাড়ি জ্বালানো হয়েছে ৷ ঘটনার জেরে 15 জনকে গ্রেফতারও করা হয়েছে ৷ খবর পেয়ে পুলিশ ও প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে জেলাশাসক থেকে জেলার এসপি'ও ওই এলাকায় যান ৷ ঘটনার পর রাজ্যের রাজনীতিও 'উত্তপ্ত' হয়ে উঠেছে। এখন প্রশ্ন ঘটনার নেপথ্যে কী কারণ ?

Indifference Towards Dalits in Bihar
কিন্তু, দলিতদের উপর এহেন আচরণ কেন ? (ইটিভি ভারত)

প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, জমি সংক্রান্ত দু'পক্ষের বিবাদের জেরে এহেন ঘটনা ঘটেছে ৷ হতাহতের কোনও খবর নেই ৷ তবে ওই দলিত পরিবারগুলির বেশকিছু গবাদি পশু মারা গিয়েছে ৷ নওয়াদা জেলাশাসক আশুতোষ কুমার ভার্মা বলেন, "বাড়িতে আগুন দেওয়ার অভিযোগে জেলা পুলিশ 15 জনকে গ্রেফতার করেছে ৷ আরও তদন্তের জন্য একটি বিশেষ তদন্ত দল (SIT) গঠন করা হয়েছে, এবং বাকি সন্দেহভাজনকে গ্রেফতারের জন্য তল্লাশি চলছে ৷"

Indifference Towards Dalits in Bihar
ভিটেমাটিহীনদের চিৎকার, কান্না (ইটিভি ভারত)

তিনি আরও বলেন, "নওয়াদা এলাকার কৃষ্ণ নগর দলিত কলোনির যে বাড়িগুলি পুড়িয়ে দেওয়া হয়েছে তার মধ্যে কয়েকটি মাটির ও পাকা বাড়িও ছিল ৷ ঊর্ধ্বতন প্রশাসনিক এবং পুলিশ কর্মকর্তারা ঘটনাস্থলেই ক্ষতিগ্রস্ত বাড়ির সঠিক সংখ্যার একটি তথ্য সংগ্রহ করবেন ৷ ভিটেমাটিহীন মানুষগুলোর জন্য আমরা খাবারের ব্যবস্থা করেছি ৷ পানীয় জল-থেকে ত্রাণ সামগ্রীও দেওয়া হয়েছে ৷ ক্ষতিগ্রস্তদের জন্য অস্থায়ী তাঁবুরও ব্যবস্থা করা হয়েছে ৷" তবে তিনি গবাদি পশুর পুড়ে যাওয়ার দাবি অস্বীকার করছেন ৷ কারণ তিনি তার কোনও প্রমাণ পাননি ৷

Indifference Towards Dalits in Bihar
পরপর 100টি বাড়িতে আগুন লাগিয়ে দেওয়া হয় (ইটিভি ভারত)

নওয়াদা এসপি অভিনব ধীমান সাংবাদিকদের বলেন, "সন্ধ্যা 7টার দিকে মাঞ্জি টোলায় আগুন লাগার বিষয়ে একটি ফোন আসে। পুলিশ দমকলের ইঞ্জিন নিয়ে দ্রুত পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে ৷ তিনি নিশ্চিত করেছেন, ঘটনার কারণ প্রাথমিক তদন্তে যা বোঝা গিয়েছে, জমি সংক্রান্ত বিরোধই ৷ একটি মামলা দায়ের করা হয়েছে।

Indifference Towards Dalits in Bihar
পুড়ে ছাই গৃহস্থের জিনিস (ইটিভি ভারত)

বিরোধী দলগুলো দেশজুড়ে প্রান্তিক জনগোষ্ঠীর বিরুদ্ধে অপরাধের বৃদ্ধি রোধে 'ব্যর্থ' হওয়ার জন্য সরকারকে দায়ী করেছে। দলিতদের উপেক্ষার জন্য কংগ্রেস মোদির 'ডাবল-ইঞ্জিন' সরকারের নিন্দা করেছে ৷ কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে বৃহস্পতিবার এই হিংসাত্মক ঘটনায় এক্সে পোস্ট করে লেখেন, "সম্পত্তি সংক্রান্ত বিবাদে দুষ্কৃতীরা নওয়াদায় দলিত বসতিতে বহু বাড়ি পুড়িয়ে দিয়েছে ৷ বিহারের নওয়াদায় মহাদলিত উপনিবেশে যে সন্ত্রাস চালানো হয়েছে, তা এনডিএ ডাবল-ইঞ্জিন সরকারের অধীনে জঙ্গলরাজের আরেকটি উদাহরণ ৷"

খাড়গে এই হামলা নিয়ে ক্ষোভপ্রকাশ করে লিখেছেন, "এটি নিন্দনীয় যে প্রায় 100টি দলিত বাড়িতে আগুন দেওয়া হয়েছে ৷ সেখানে গুলিও চালানো হয়েছে ৷" তিনি বিজেপি এবং জেডি উভয়েরই সমালোচনা করেছেন ৷ দলিত এবং সুবিধাবঞ্চিতদের প্রতি বিজেপির অবহেলা, অপরাধমূলক ঘটনা এবং অসামাজিক কাজকর্মের উৎসাহ চরমে পৌঁছেছে। প্রধানমন্ত্রী মোদি যথারীতি নীরব রয়েছেন, নীতীশ কুমার তাঁর ক্ষমতার লোভে উদাসীন।" এই ঘটনায় কংগ্রেস নেতা রাহুল গান্ধিও বিজেপি নেতৃত্বাধীন এনডিএকে দায়ী করেছেন।

Last Updated : Sep 19, 2024, 1:53 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.