চণ্ডীগড়, 23 জানুয়ারি: ভগবান হনুমান হঠাৎ ভগবান রামের পায়ের কাছে পড়ে গেলেন ৷ খানিকক্ষণ তাঁর নিথর দেহ সেভাবেই পড়ে রইল ৷ এমন অভিনয় দেখে দর্শকরা হাততালি দিয়েই যাচ্ছেন ৷ এদিকে কেউ কিছু বুঝে ওঠার আগেই মৃত্যু হল ভক্ত হনুমানের ৷ সোমবার হরিয়ানার ভিওয়ানি জেলায় রামলীলা অভিনয়ের সময় এমনই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে গেল ৷
ভগবান হনুমান সেজেছিলেন 62 বছর বয়সি হরিশ ৷ অভিনয়ের আগের মুহূর্তেও তিনি জানতেন না, এটাই তাঁর শেষ রামলীলা অভিনয় ৷ প্রয়াত অভিনেতা হরিশের ছেলে সুমংশ ফোনে তাঁর বাবার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ৷ সোমবার, অযোধ্যায় রাম মন্দির উদ্বোধনের দিন হরিয়ানার বিভিন্ন জায়গায় রামলীলা অভিনয়ের আয়োজন করা হয় ৷ এমনই একটি অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন প্রৌঢ় হরিশ ৷ তিনি ভগবান হনুমানের চরিত্রে অভিনয় করছিলেন ৷
এদিকে রামলীলায় একটি দৃশ্যে ভগবান হনুমান ভগবান রামের পায়ে মাথা নত করবেন ৷ অভিনয়ে এমন একটি দৃশ্য ছিল ৷ এই দৃশ্যটি অভিনয় করার সময় হরিশ ভগবান রামের পায়ের কাছে পড়ে যান ৷ এই দৃশ্যের ব্যাকগ্রাউন্ডে গান বেজে ওঠে ৷ দর্শকরা দেখেন ভক্ত হনুমান ভগবান রামের পায়ে লুটিয়ে পড়েছেন ৷ আর এমন দৃশ্যে বিভোর হয়ে যান উপস্থিত দর্শকরা ৷
সবাই তখন ভাবছে, ভগবান হনুমানের চরিত্রে বিগত 25 বছর ধরে অভিনয় করছেন হরিশ ৷ তিনি হয়তো এই দৃশ্যে ভগবান রামের কাছ থেকে আশীর্বাদ নিচ্ছেন ৷ দর্শকরা হাততালি দিতে থাকেন ৷ এদিকে হরিশ আর উঠছেন না ৷ তখন সন্দেহ জাগে ৷ পরে বোঝা যায়, হরিশ হৃদরোগে আক্রান্ত হয়েছেন ৷ তাঁকে তাঁর সাজসজ্জা সমেত কাছাকাছি একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয় ৷ সেখানে চিকিৎসকরা জানান, হরিশের মৃত্যু হয়েছে ৷
নিউ বাসুকীনাথ রামলীলা কমিটির প্রধান সঞ্জয় পানওয়ার জানান, সবাই এই দুর্ঘটনায় শোকস্তব্ধ ৷ পানওয়ার বলেন, "কিছুক্ষণের জন্য সবাই ভেবেছিল হরিশজি ভগবানের আশীর্বাদ নিচ্ছেন ৷ কিন্তু তিনি ওঠেননি ৷ এরপর আমরা বুঝতে পারি, আসলে কী হয়েছে ৷ মঞ্চেই তাঁর জ্ঞান ফেরানোর চেষ্টা করি ৷ কিন্তু তিনি কোনও সাড়া দেননি ৷ তখন সঙ্গে সঙ্গে হাসপাতালে নিয়ে যাই ৷ কিন্তু ততক্ষণে তাঁর মৃত্যু হয়েছে ৷"
আরও পড়ুন: