ETV Bharat / bharat

সেনা সরানোর শেষ দিনের আগে ভারত সফরে মলদ্বীপের বিদেশমন্ত্রী - India Maldives relation

Maldives Foreign Minister to India Visit: মহম্মদ মুইজু দেশের প্রেসিডেন্ট হওয়ার পর ভারতের সঙ্গে মলদ্বীপের সম্পর্কের অবনতি হয়েছে ৷ আগামিকাল 10 মে মলদ্বীপ থেকে ভারতীয় সেনা সরিয়ে নেওয়ার শেষ দিন ৷ এর মধ্যে ভারতে আসছেন মুইজু সরকারের বিদেশমন্ত্রী ৷

Maldivian Foreign Minister to meet S Jaishankar
এস জয়শঙ্করের সঙ্গে মুসা জামিরের বৈঠক (নিজস্ব চিত্র)
author img

By ETV Bharat Bangla Team

Published : May 8, 2024, 10:07 AM IST

নয়াদিল্লি, 8 মে: দু'দেশের তিক্ততার মধ্যে ভারতে আসছেন মলদ্বীপের বিদেশমন্ত্রী মুসা জামির ৷ 9 মে, বৃহস্পতিবার তিনি ভারত সফরে এসে বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে দেখা করবেন ৷ এদিকে 10 মে মলদ্বীপ থেকে ভারতের সেনা সরিয়ে নেওয়ার শেষ দিন ৷ দুই দেশের মন্ত্রীর মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে আলোচনা হবে ৷ এছাড়া দু'পক্ষের আঞ্চলিক সমস্যা নিয়েও কথাবার্তা হতে পারে বলে জানিয়েছে দেশের বিদেশ মন্ত্রক ৷

2023 সালের নভেম্বর মাসে মলদ্বীপের রাষ্ট্রপতি হন মহম্মদ মুইজু ৷ তারপর থেকে এই প্রথম তাঁর মন্ত্রিসভার কোনও গুরুত্বপূর্ণ মন্ত্রী ভারতে পা রাখবেন ৷ মনে করা হচ্ছে, দু'দেশের মধ্যে যে টানাপোড়েন চলছে, তা সুরাহা করাই প্রধান বিষয় হবে ৷ মুইজু দেশের প্রেসিডেন্ট হওয়ার পর থেকে তাঁর ভারত-বিদ্বেষী পদক্ষেপে মলদ্বীপের সঙ্গে ভারতের সম্পর্ক ক্রমশ তিক্ততর হয়ে উঠেছে ৷

বিদেশমন্ত্রী মুসা জামির ও ভারতের এস জয়শঙ্কর হয়তো দু'দেশের ভবিষ্যত নিয়ে আলোচনা করতে পারেন ৷ আগামী দিনে ভারত-মলদ্বীপ কীভাবে একে অপরের সঙ্গে কাজ করবে, সেই বিষয়গুলি প্রাধান্য পাবে বলে মনে করা হচ্ছে ৷ মহম্মদ মুইজু রাষ্ট্রপতি হওয়ার পর ভারত ও মলদ্বীপের মধ্যে সম্পর্ক দিনে দিনে খারাপ হয়েছে ৷ অন্যদিকে মুইজু চিনের দিকে ঝুঁকেছেন ৷ তাঁর চিন-নীতি নিয়েও আলোচনা হতে পারে এই সফরে ৷ উল্লেখ্য, মলদ্বীপ ভারত মহাসাগরে ইন্ডিয়ান ওসেন রিজিয়ন বা আইওআর-এ ভারতের গুরুত্বপূর্ণ প্রতিবেশী দেশ ৷

এবছরের জানুয়ারিতে মলদ্বীপের তিন জন উপমন্ত্রীর বিরুদ্ধে ভারত বিরোধী মন্তব্য করার অভিযোগ ওঠে ৷ তাঁদের সাসপেন্ড করা হয় ৷ এছাড়া প্রেসিডেন্ট পদে বসার পর প্রথম বিদেশ সফরে চিনে যান মহম্মদ মুইজু ৷ যদিও মলদ্বীপের দীর্ঘদিনের রেওয়াজ প্রেসিডেন্ট তাঁর প্রথম বিদেশ সফরে ভারতে আসেন ৷ তার ব্যতিক্রম হয় ৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি লাক্ষাদ্বীপ সফরে গিয়েছিলেন জানুয়ারিতে ৷ তাঁর সফরকে ঘিরেও অবমাননাকর মন্তব্য করেন মলদ্বীপের তিন মন্ত্রী ৷

আরও পড়ুন:

  1. মুক্ত-সুরক্ষিত-সমৃদ্ধ ইন্দো-প্যাসিফিক অঞ্চল নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ সঙ্গী মালদ্বীপ: আমেরিকা
  2. সেনা সরানোর সময়সীমা বেঁধে দেওয়ার পর মলদ্বীপকে পালটা নয়াদিল্লির

নয়াদিল্লি, 8 মে: দু'দেশের তিক্ততার মধ্যে ভারতে আসছেন মলদ্বীপের বিদেশমন্ত্রী মুসা জামির ৷ 9 মে, বৃহস্পতিবার তিনি ভারত সফরে এসে বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে দেখা করবেন ৷ এদিকে 10 মে মলদ্বীপ থেকে ভারতের সেনা সরিয়ে নেওয়ার শেষ দিন ৷ দুই দেশের মন্ত্রীর মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে আলোচনা হবে ৷ এছাড়া দু'পক্ষের আঞ্চলিক সমস্যা নিয়েও কথাবার্তা হতে পারে বলে জানিয়েছে দেশের বিদেশ মন্ত্রক ৷

2023 সালের নভেম্বর মাসে মলদ্বীপের রাষ্ট্রপতি হন মহম্মদ মুইজু ৷ তারপর থেকে এই প্রথম তাঁর মন্ত্রিসভার কোনও গুরুত্বপূর্ণ মন্ত্রী ভারতে পা রাখবেন ৷ মনে করা হচ্ছে, দু'দেশের মধ্যে যে টানাপোড়েন চলছে, তা সুরাহা করাই প্রধান বিষয় হবে ৷ মুইজু দেশের প্রেসিডেন্ট হওয়ার পর থেকে তাঁর ভারত-বিদ্বেষী পদক্ষেপে মলদ্বীপের সঙ্গে ভারতের সম্পর্ক ক্রমশ তিক্ততর হয়ে উঠেছে ৷

বিদেশমন্ত্রী মুসা জামির ও ভারতের এস জয়শঙ্কর হয়তো দু'দেশের ভবিষ্যত নিয়ে আলোচনা করতে পারেন ৷ আগামী দিনে ভারত-মলদ্বীপ কীভাবে একে অপরের সঙ্গে কাজ করবে, সেই বিষয়গুলি প্রাধান্য পাবে বলে মনে করা হচ্ছে ৷ মহম্মদ মুইজু রাষ্ট্রপতি হওয়ার পর ভারত ও মলদ্বীপের মধ্যে সম্পর্ক দিনে দিনে খারাপ হয়েছে ৷ অন্যদিকে মুইজু চিনের দিকে ঝুঁকেছেন ৷ তাঁর চিন-নীতি নিয়েও আলোচনা হতে পারে এই সফরে ৷ উল্লেখ্য, মলদ্বীপ ভারত মহাসাগরে ইন্ডিয়ান ওসেন রিজিয়ন বা আইওআর-এ ভারতের গুরুত্বপূর্ণ প্রতিবেশী দেশ ৷

এবছরের জানুয়ারিতে মলদ্বীপের তিন জন উপমন্ত্রীর বিরুদ্ধে ভারত বিরোধী মন্তব্য করার অভিযোগ ওঠে ৷ তাঁদের সাসপেন্ড করা হয় ৷ এছাড়া প্রেসিডেন্ট পদে বসার পর প্রথম বিদেশ সফরে চিনে যান মহম্মদ মুইজু ৷ যদিও মলদ্বীপের দীর্ঘদিনের রেওয়াজ প্রেসিডেন্ট তাঁর প্রথম বিদেশ সফরে ভারতে আসেন ৷ তার ব্যতিক্রম হয় ৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি লাক্ষাদ্বীপ সফরে গিয়েছিলেন জানুয়ারিতে ৷ তাঁর সফরকে ঘিরেও অবমাননাকর মন্তব্য করেন মলদ্বীপের তিন মন্ত্রী ৷

আরও পড়ুন:

  1. মুক্ত-সুরক্ষিত-সমৃদ্ধ ইন্দো-প্যাসিফিক অঞ্চল নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ সঙ্গী মালদ্বীপ: আমেরিকা
  2. সেনা সরানোর সময়সীমা বেঁধে দেওয়ার পর মলদ্বীপকে পালটা নয়াদিল্লির
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.