মুম্বই, 15 জুন: মহারাষ্ট্রের লোকসভা নির্বাচনে 'মহা বিকাশ আগাডি' জোটের জয়ের পরে উচ্ছ্বসিত শিবসেনা (ইউবিটি) প্রধান উদ্ধব ঠাকরে শনিবার স্পষ্ট করে দিয়েছেন, এটি কেবল শুরু ৷ তাঁর দাবি, বিরোধী জোট রাজ্যের আসন্ন বিধানসভা নির্বাচনেও জয়ের ধারা বজায় রাখবে।
লোকসভা ভোটে রাজ্যের 48টি লোকসভা আসনের মধ্যে 30টিতেই জিতেছে বিরোধী জোট ৷ এরপর উদ্ধব ঠাকরে তাঁর বিরোধী সহযোগী এনসিপির সঙ্গে যৌথ সাংবাদিক বৈঠক করেন। শরদ পাওয়ার এবং প্রদেশ কংগ্রেস সভাপতি পৃথ্বীরাজ চৌহানও সেই বৈঠকে ছিলেন।
এবছরেরই অক্টোবরে বিধানসভা নির্বাচনের প্রস্তুতির জন্য শিবসেনা (ইউবিটি), পাওয়ারের এনসিপি এবং কংগ্রেসের নেতাদের প্রাথমিক বৈঠকের পরে তাঁরা জানান, মহারাষ্ট্রের জনগণ লোকসভা নির্বাচনে দেখিয়ে দিয়েছে বিজেপির জয়ের মিথ কতটা ফাঁপা ছিল ৷ উদ্ধব ঠাকরে বলেন, "মহা বিকাশ আগাডির লোকসভা নির্বাচনে জয় শেষ নয়, বরং এটি শুরু।" তাঁর কথায়, "নির্বাচনী প্রচারে আমি আমার সমর্থকদের দেশপ্রেমিক বলে সম্বোধন করেছিলাম ৷ সমস্ত দেশভক্তরা গণতন্ত্র বাঁচাতে একত্রিত হয়েছিলেন ৷"
বিজেপিকে নিশানা করে রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বলেন, "জনগণ জেগে উঠেছে ৷ সংগ্রাম সবেমাত্র শুরু হয়েছে ৷ মোদি সরকার এখন এনডিএ সরকার হয়েছে ৷ এটি কতদিন স্থায়ী হয় তা দেখার বাকি আছে ৷" এখানেই শেষ নয়, ঠাকরের কথায়, "বিজেপি মহারাষ্ট্রের বিরোধী জোটকে অপ্রাকৃতিক জোট বলে উপহাস করেছিল ৷ কেন্দ্রের এখন যে জোট তাকে প্রাকৃতিক না অপ্রাকৃতিক বলা উচিত ?"
অন্যদিকে, নির্বাচনের সময় বিরোধীরা ভুয়ো খবর ছড়িয়েছে বলে বিজেপির দাবির বিষয়ে প্রশ্ন করা হলে ঠাকরে বলেন, "দেশপ্রেমিক লোকেরা বিরোধী জোটকে ভোট দিয়েছে ৷ তাদের মধ্যে মুসলমান এবং মারাঠি উভয়ই রয়েছে ৷" উত্তর প্রদেশে বিজেপির পরাজয় এবং বিশেষত অযোধ্যার ফৈজাবাদ কেন্দ্রে পরাজয়ের কথা উল্লেখ করে ঠাকরে বলেন, "লোকসভার ফলাফল ভগবান রামকে বিজেপি-মুক্ত করেছে।" এরই সঙ্গে বিরোধী জোট থেকে বেরিয়ে আসার জল্পনাতেও জল ঢেলেছেন ঠাকরে ৷ তাঁর কথায়, "ধরুন আমি জোট পরিবর্তন করার পরিকল্পনা করি, তবে আমি কি এদের (শরদ পাওয়ার এবং পৃথ্বীরাজ চৌহান)-এর সঙ্গে বসে কোনও ঘোষণা করব ?"
অন্যদিকে, শরদ পাওয়ার প্রধানমন্ত্রীকে কটাক্ষ করে বলেন, "জোটের জন্য যথার্থ রাজনৈতিক পরিবেশ তৈরি করে দেওয়ার জন্য আমরা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ধন্যবাদ জানাই। মোদি মহারাষ্ট্রে যেখানেই রোডশো করেছেন এবং সমাবেশে বক্তব্য রেখেছেন সেখানে বিজেপি আর তার জোটের সঙ্গীরা হেরেছে ৷" (পিটিআই)