ETV Bharat / bharat

সাম্প্রদায়িক রাজনীতিকে পরাজিত করেছে নির্বাচনের ফল, অধিবেশনে দাবি অখিলেশের - AKHILESH ON LOK SABHA RESULTS - AKHILESH ON LOK SABHA RESULTS

Akhilesh on Lok Sabha Polls: ভারতে সাম্প্রদায়িকতার রাজনীতি বন্ধ হয়ে গিয়েছে ৷ আর তা হয়েছে, অষ্টাদশ লোকসভা নির্বাচনের কারণেই ৷ লোকসভার অধিবেশনে বক্তব্য রাখতে গিয়ে এমনটাই বলেন সমাজবাদী পার্টির সুপ্রিমো ৷

ETV BHARAT
অখিলেশ যাদব ৷ (ফাইল চিত্র)
author img

By PTI

Published : Jul 2, 2024, 3:10 PM IST

নয়াদিল্লি, 2 জুলাই: 2024 লোকসভা নির্বাচন ভারতে সাম্প্রদায়িক রাজনীতির অবসান ঘটিয়েছে ৷ আর এটা 'ইন্ডিয়া' জোটের নৈতিক জয় ৷ মঙ্গলবার লোকসভার অধিবেশনে এমনটাই মন্তব্য করলেন সমাজবাদী পার্টির সাংসদ তথা প্রধান অখিলেশ যাদব ৷ রাষ্ট্রপতির ভাষণের ধন্যবাদ জ্ঞাপনে কনৌজের সাংসদ 4 জুনকে সাম্প্রদায়িক রাজনীতি থেকে মুক্তি বলে উল্লেখ করেছেন ৷

উত্তরপ্রদেশের এই প্রাক্তন মুখ্যমন্ত্রী বলেন, "4 জুন লোকসভা নির্বাচনের ফলাফল প্রকাশিত হয়েছিল ৷ আর ওই দিনেই ভারত সাম্প্রদায়িক রাজনীতির হাত থেকে মুক্তি পেয়েছিল ৷ সমগ্র ভারত বুঝে গিয়েছে 'ইন্ডিয়া' জোট ভারতের মঙ্গলের পক্ষে ৷ তাই এই নির্বাচন 'ইন্ডিয়া' জোটের জন্য একটা নৈতিক জয় ৷ এটা ইতিবাচক রাজনীতির জয় ৷ এটা পিডিএ এবং সামাজিক ন্যায়বিচারের আন্দোলনের জয় ৷ 2024 সালের নির্বাচনের ফলাফল, 'ইন্ডিয়া' জোটের দায়িত্ব আরও বাড়িয়েছে ৷" উল্লেখ্য, অখিলেশের 'পিডিএ'-এর জয়ের অর্থ, পি- অর্থাৎ 'পিছরে' (পিছিয়ে পড়া সমাজ), ডি- 'দলিত' এবং এ- 'অল্পসংখ্যক' (সংখ্যালঘু) ৷

এরপরই অখিলেশকে বলেন, "2024 সালের 4 জুন তারিখে ভারত সাম্প্রদায়িক রাজনীতি থেকে মুক্ত হয়েছে ৷ এই নির্বাচনে আজীবনের মতো সাম্প্রদায়িক রাজনীতি হেরে গিয়েছে ৷ এই নির্বাচন ইতিবাচক রাজনীতির একটা নতুন যুগের সূচনা করল ৷ সংবিধানের পক্ষে থাকা মানুষের জয় হয়েছে ৷ সংবিধানের জয় হয়েছে ৷ একরোখা রাজনীতির অবসান ঘটেছে ৷"

অন্যদিকে, ফৈজাবাদ লোকসভা কেন্দ্রে বিজেপির হারের প্রসঙ্গও তুলে ধরেন অখিলেশ ৷ এই কেন্দ্রের মধ্যেই পড়ে অযোধ্যা ৷ অখিলেশ বলেন, "ফৈজাবাদে বিজেপি হেরেছে ৷ আসলে হয় সেটাই যা ভগবান রাম আগে থেকে পরিকল্পনা করে রেখেছেন' ৷"

নয়াদিল্লি, 2 জুলাই: 2024 লোকসভা নির্বাচন ভারতে সাম্প্রদায়িক রাজনীতির অবসান ঘটিয়েছে ৷ আর এটা 'ইন্ডিয়া' জোটের নৈতিক জয় ৷ মঙ্গলবার লোকসভার অধিবেশনে এমনটাই মন্তব্য করলেন সমাজবাদী পার্টির সাংসদ তথা প্রধান অখিলেশ যাদব ৷ রাষ্ট্রপতির ভাষণের ধন্যবাদ জ্ঞাপনে কনৌজের সাংসদ 4 জুনকে সাম্প্রদায়িক রাজনীতি থেকে মুক্তি বলে উল্লেখ করেছেন ৷

উত্তরপ্রদেশের এই প্রাক্তন মুখ্যমন্ত্রী বলেন, "4 জুন লোকসভা নির্বাচনের ফলাফল প্রকাশিত হয়েছিল ৷ আর ওই দিনেই ভারত সাম্প্রদায়িক রাজনীতির হাত থেকে মুক্তি পেয়েছিল ৷ সমগ্র ভারত বুঝে গিয়েছে 'ইন্ডিয়া' জোট ভারতের মঙ্গলের পক্ষে ৷ তাই এই নির্বাচন 'ইন্ডিয়া' জোটের জন্য একটা নৈতিক জয় ৷ এটা ইতিবাচক রাজনীতির জয় ৷ এটা পিডিএ এবং সামাজিক ন্যায়বিচারের আন্দোলনের জয় ৷ 2024 সালের নির্বাচনের ফলাফল, 'ইন্ডিয়া' জোটের দায়িত্ব আরও বাড়িয়েছে ৷" উল্লেখ্য, অখিলেশের 'পিডিএ'-এর জয়ের অর্থ, পি- অর্থাৎ 'পিছরে' (পিছিয়ে পড়া সমাজ), ডি- 'দলিত' এবং এ- 'অল্পসংখ্যক' (সংখ্যালঘু) ৷

এরপরই অখিলেশকে বলেন, "2024 সালের 4 জুন তারিখে ভারত সাম্প্রদায়িক রাজনীতি থেকে মুক্ত হয়েছে ৷ এই নির্বাচনে আজীবনের মতো সাম্প্রদায়িক রাজনীতি হেরে গিয়েছে ৷ এই নির্বাচন ইতিবাচক রাজনীতির একটা নতুন যুগের সূচনা করল ৷ সংবিধানের পক্ষে থাকা মানুষের জয় হয়েছে ৷ সংবিধানের জয় হয়েছে ৷ একরোখা রাজনীতির অবসান ঘটেছে ৷"

অন্যদিকে, ফৈজাবাদ লোকসভা কেন্দ্রে বিজেপির হারের প্রসঙ্গও তুলে ধরেন অখিলেশ ৷ এই কেন্দ্রের মধ্যেই পড়ে অযোধ্যা ৷ অখিলেশ বলেন, "ফৈজাবাদে বিজেপি হেরেছে ৷ আসলে হয় সেটাই যা ভগবান রাম আগে থেকে পরিকল্পনা করে রেখেছেন' ৷"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.