ETV Bharat / bharat

কল্পনা-সুনীতা-সুনেত্রা, লোকসভা নির্বাচন বদলে দিল তিন স্ত্রীর জীবন - Lok Sabha Election 2024 - LOK SABHA ELECTION 2024

Lok Sabha Polls 2024: শ্রীমতী কেজরিওয়াল, শ্রীমতী সোরেন ও শ্রীমতী পাওয়ার ৷ 2024-এর লোকসভা নির্বাচন তাঁদের জীবন বদলাল ৷ একাধিক কৃতি নারীর রাজনৈতিক ইনিংস দেখা দেশ এবার পেতে চলেছে নতুন তিন নেত্রীকে ৷ পড়ুন ইটিভি ভারতের বিশেষ প্রতিবেদন ৷

lok sabha election 2024
lok sabha election 2024
author img

By ETV Bharat Bangla Team

Published : Apr 1, 2024, 11:07 PM IST

নয়াদিল্লি, 1 এপ্রিল: তাঁদের পৃথিবী ছিল আলাদা। তবে এবারের লোকসভা নির্বাচন তিন মহিলার জীবনে সম্পূর্ণ অন্যরূপে ধরা দিল ৷ পরিচয় বলতে এই তিনজনের স্বামী দেশের বিভিন্ন প্রান্তের দাপুটে নেতা ৷ দু'জনের স্বামী আলাদা আলাদা রাজ্যের মুখ্য়মন্ত্রী (একজন প্রাক্তন) ৷ একজনের স্বামী উপ-মুখ্যমন্ত্রী ৷ তাঁরা হলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের স্ত্রী সুনীতা কেজরিওয়াল ৷ বাকি দু'জন ঝাড়খণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের স্ত্রী কল্পনা সোরেন ও মহারাষ্ট্রের উপ-মুখ্যমন্ত্রী অজিত পাওয়ারের স্ত্রী সুনেত্রা পাওয়ার ৷

কেজরিওয়াল ও হেমন্ত এখন জেলে ৷ তাঁদের হয়ে আসরে নেমেছেন সুনীতা ও কল্পনা ৷ রবিবার দিল্লিতে ইন্ডিয়া জোটের মেগা সমাবেশেও দেখা গিয়েছে তাঁদের ৷ সুনীতা প্রাক্তন আইআরএস অফিসার ৷ দিল্লির সভা থেকে কেজরির লিখিত বার্তাও পাঠ করেন তিনি ৷ পাশাপাশি বিজেপি যেভাবে ইডির মতো কেন্দ্রীয় সংস্থাকে ব্যবহার করছে তারও তীব্র প্রতিবাদ করেন সুনীতা ৷ তাঁর মতো কল্পনা সোরেনও আক্রমণ শানিয়েছেন বিজেপিকে ৷

2006 সালে ফেব্রুয়ারি মাসে কল্পনার সঙ্গে বিয়ে হয় হেমন্তের ৷ তাঁদের দুই সন্তান ৷ ছাত্রী হিসেবে কল্পনা ছিলেন মেধাবী ৷ ইঞ্জিনিয়ারিংয়ের পাশাপাশি তাঁর রয়েছে এমবিএ ডিগ্রিও ৷ এবার তিনি অন্য ময়দানে ৷ আনুষ্ঠানিকভাবে রাতনীতিতে হাতেখড়ি না-হলেও পরিস্থিতি তাঁকে এনে ফেলেছে ভোটের ময়দানে ৷ ঘনিষ্ঠরা বলছেন তৈরি কল্পনাও ৷

এই দু'জনের থেকে অজিত-জায়া সুনেত্রার পরিস্থিতি অবশ্য আলাদা ৷ তিনি আছেন শাসক শিবিরে। কাকা শরদ পাওয়ারের বিরুদ্ধে বিদ্রোহ করে মহারাষ্ট্রের শাসকজোটে এসেছেন অজিত ৷ শুধু তাই নয়, কাকার হাতে তৈরি এখন মারাঠা রাজনীতির এই রঙিন চরিত্রের হাতে ৷ সূত্রের খবর, এবার পুনে থেকে প্রার্থী হচ্ছেন সুনেত্রা ৷ সবমিলিয়ে অতীতের বিভিন্ন সময়ে খ্যাতনামা নেত্রীদের উজ্জ্বল রাজনৈতিক ইনিংস দেখা 140 কোটির দেশ এবার পেতে চলেছে নতুন তিন নেত্রীকে ৷

আরও পড়ুন:

  1. 15 এপ্রিল পর্যন্ত তিহাড়ে কেজরিওয়াল, নির্দেশ আদালতের
  2. 'আমি যোদ্ধার জীবনসঙ্গী, আবেগে ভাসব না', বিবাহবার্ষিকীতে বার্তা হেমন্তের স্ত্রী কল্পনার
  3. অজিত পাওয়ার গোষ্ঠীই ‘আসল এনসিপি’, রায় মহারাষ্ট্র বিধানসভার অধ্যক্ষের

নয়াদিল্লি, 1 এপ্রিল: তাঁদের পৃথিবী ছিল আলাদা। তবে এবারের লোকসভা নির্বাচন তিন মহিলার জীবনে সম্পূর্ণ অন্যরূপে ধরা দিল ৷ পরিচয় বলতে এই তিনজনের স্বামী দেশের বিভিন্ন প্রান্তের দাপুটে নেতা ৷ দু'জনের স্বামী আলাদা আলাদা রাজ্যের মুখ্য়মন্ত্রী (একজন প্রাক্তন) ৷ একজনের স্বামী উপ-মুখ্যমন্ত্রী ৷ তাঁরা হলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের স্ত্রী সুনীতা কেজরিওয়াল ৷ বাকি দু'জন ঝাড়খণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের স্ত্রী কল্পনা সোরেন ও মহারাষ্ট্রের উপ-মুখ্যমন্ত্রী অজিত পাওয়ারের স্ত্রী সুনেত্রা পাওয়ার ৷

কেজরিওয়াল ও হেমন্ত এখন জেলে ৷ তাঁদের হয়ে আসরে নেমেছেন সুনীতা ও কল্পনা ৷ রবিবার দিল্লিতে ইন্ডিয়া জোটের মেগা সমাবেশেও দেখা গিয়েছে তাঁদের ৷ সুনীতা প্রাক্তন আইআরএস অফিসার ৷ দিল্লির সভা থেকে কেজরির লিখিত বার্তাও পাঠ করেন তিনি ৷ পাশাপাশি বিজেপি যেভাবে ইডির মতো কেন্দ্রীয় সংস্থাকে ব্যবহার করছে তারও তীব্র প্রতিবাদ করেন সুনীতা ৷ তাঁর মতো কল্পনা সোরেনও আক্রমণ শানিয়েছেন বিজেপিকে ৷

2006 সালে ফেব্রুয়ারি মাসে কল্পনার সঙ্গে বিয়ে হয় হেমন্তের ৷ তাঁদের দুই সন্তান ৷ ছাত্রী হিসেবে কল্পনা ছিলেন মেধাবী ৷ ইঞ্জিনিয়ারিংয়ের পাশাপাশি তাঁর রয়েছে এমবিএ ডিগ্রিও ৷ এবার তিনি অন্য ময়দানে ৷ আনুষ্ঠানিকভাবে রাতনীতিতে হাতেখড়ি না-হলেও পরিস্থিতি তাঁকে এনে ফেলেছে ভোটের ময়দানে ৷ ঘনিষ্ঠরা বলছেন তৈরি কল্পনাও ৷

এই দু'জনের থেকে অজিত-জায়া সুনেত্রার পরিস্থিতি অবশ্য আলাদা ৷ তিনি আছেন শাসক শিবিরে। কাকা শরদ পাওয়ারের বিরুদ্ধে বিদ্রোহ করে মহারাষ্ট্রের শাসকজোটে এসেছেন অজিত ৷ শুধু তাই নয়, কাকার হাতে তৈরি এখন মারাঠা রাজনীতির এই রঙিন চরিত্রের হাতে ৷ সূত্রের খবর, এবার পুনে থেকে প্রার্থী হচ্ছেন সুনেত্রা ৷ সবমিলিয়ে অতীতের বিভিন্ন সময়ে খ্যাতনামা নেত্রীদের উজ্জ্বল রাজনৈতিক ইনিংস দেখা 140 কোটির দেশ এবার পেতে চলেছে নতুন তিন নেত্রীকে ৷

আরও পড়ুন:

  1. 15 এপ্রিল পর্যন্ত তিহাড়ে কেজরিওয়াল, নির্দেশ আদালতের
  2. 'আমি যোদ্ধার জীবনসঙ্গী, আবেগে ভাসব না', বিবাহবার্ষিকীতে বার্তা হেমন্তের স্ত্রী কল্পনার
  3. অজিত পাওয়ার গোষ্ঠীই ‘আসল এনসিপি’, রায় মহারাষ্ট্র বিধানসভার অধ্যক্ষের
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.