কানপুর, 22 সেপ্টেম্বর: বড় দুর্ঘটনার হাত থেকে রেহাই। মালগাড়ির চালকের তৎপরতায় দুর্ঘটনা থেকে রেহাই মিলল ৷ রেললাইনে একটি গ্যাস সিলিন্ডার দেখতে পান তিনি ৷ সঙ্গে সঙ্গে ইমার্জেন্সি ব্রেক কষেন ৷ রবিবার সাতসকালে ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের কানপুর-প্রয়াগরাজের মধ্যবর্তী প্রেমপুর স্টেশনে ৷ পুলিশ সূত্রে খবর, 5 কিলো ওজনের সিলিন্ডারটি খালি ছিল ৷ চলতি মাসে দ্বিতীয়বার এ ধরনের ঘটনা ঘটল ৷
স্থানীয় সূত্রে খবর, ওই মালগাড়িটি ভোর 5.50টার নাগাদ প্রয়াগরাজের দিকে যাচ্ছিল ৷ কানপুর থেকে প্রায় 35 কিমি দূরে প্রেমপুর স্টেশনে গাড়িটির দাঁড়াবার কথা ছিল ৷ মালগাড়িটি দ্রুতগতিতে যাচ্ছিল ৷ এর মধ্যে লোকোপাইলট দেবেন্দ্র গুপ্তা রেললাইনে একটি গ্যাস সিলিন্ডার পড়ে থাকতে দেখেন ৷ সঙ্গে সঙ্গে ইমার্জেন্সি ব্রেক কষে মালগাড়িটি থামান ৷ খবর যায় রেলের উচ্চাধিকারিকদের কাছে ৷ ঘটনাস্থলে পৌঁছয় জিআরপি, আরপিএফ-এর দল ৷
পুলিশের ডিসিপি (পূর্ব) শারওয়ান কুমার সিং বলেন, "লোকোপাইলট রেলের আধিকারিকদের খবর দেন ৷ সেখান থেকে রেলওয়ে প্রটেকশন ফোর্স বা আরপিএফ এবং কানপুর পুলিশের কাছে খবর যায় ৷ এরপর ঘটনার তদন্ত শুরু হয় ৷" স্থানীয় পুলিশ একটি বিবৃতিতে জানিয়েছে, 5 কেজি ওজনের একটি সিলিন্ডার পাওয়া গিয়েছে ৷ সেটি খালি ৷ সিলিন্ডারটি ট্র্যাক থেকে সরানো হয়েছে ৷ ঘটনার তদন্ত চলছে ৷
রেললাইনে গ্যাস সিলিন্ডার রেখে কালিন্দী এক্সপ্রেস লাইনচ্যুত করার চেষ্টা ! তারপর...
এর আগে 8 সেপ্টেম্বর এইরকম একটি ঘটনা ঘটেছিল ৷ সেবারও রেলের ট্র্যাকে এলপিজি সিলিন্ডার রাখা ছিল ৷ ওই সিলিন্ডারের ফেলে কালিন্দী এক্সপ্রস লাইনচ্যুত করার চেষ্টা হয় ৷ দ্রুতগামী ট্রেনটির চালক লাইনে সিলিন্ডার দেখতে পাননি ৷ ট্রেনটি ভিওয়ানি থেকে প্রয়াগরাজের দিকে যাচ্ছিল ৷ ট্রেনটি সিলিন্ডারকে সজোরে ধাক্কা মারে ৷ সিলিন্ডারটি ছিটকে যায় ৷ ঘটনাস্থল থেকে এক বোতল পেট্রোল ও দেশলাইয়ের বাক্স উদ্ধার করা হয়েছিল ।