ETV Bharat / bharat

অস্ত্রোপচারের পর ধর্ষণ! ভারতের হাসপাতালে পরিচারকের লালসার শিকার কাজাখস্তানের প্রৌঢ়া - Woman Raped in Hospital - WOMAN RAPED IN HOSPITAL

Kazakhstan Woman Raped in Gurugram Hospital: এদেশে অস্ত্রোপচার করাতে এসে ধর্ষণের শিকার কাজাখস্তানের এক প্রৌঢ়া ৷ হাঁটুর সার্জারি নিয়ে ভারতে এসে এ কী পরিণতি! হাসপাতালের পরিচারকের বিরুদ্ধে থানায় অভিযোগ জানিয়েছেন ওই বিদেশিনী ৷

Kazakhstan Woman
প্রতীকী ছবি (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Bangla Team

Published : Jul 16, 2024, 10:39 PM IST

গুরুগ্রাম, 16 জুলাই: হাসপাতালেও মিলল না রেহাই! কাজাখস্তান থেকে এক প্রৌঢ়া হাঁটুতে অস্ত্রোপচারের জন্য এসেছিলেন এদেশে ৷ গত 9 জুলাই ভর্তি হয়েছিলেন বছর একান্নর ওই বিদেশিনী ৷ চার দিনের মাথায় অস্ত্রোপচারও হয়েছিল ঠিকঠাক ৷ কিন্তু অস্ত্রোপচারের পরদিন (14 জুলাই) তিনি যখন বিশ্রাম নিচ্ছিলেন তখন হাসপাতালে তাঁকে ধর্ষণ করে গুরুগ্রামের ওই বেসরকারি হাসপাতালের এক পরিচারক ৷ বিদেশিনীর অভিযোগে পুলিশ তদন্ত শুরু করেছে ৷ ইতিমধ্যেই গ্রেফতার অভিযুক্ত ৷

পুলিশ সূত্রে জানা গিয়েছে, হরিয়ানার গুরুগ্রামের ওই হাসপাতালে বছর একান্নর ওই প্রোঢ়া আর্থ্রোস্কোপি সার্জারির জন্য কাজাখস্তান থেকে ভারতে আসেন ৷ তাঁর মেয়ে তাঁকে গত 9 জুলাই হাসপাতালে ভর্তি করেন ৷ 13 তারিখ তাঁর অস্ত্রোপচার সম্পূর্ণ হয় ৷ তারপর তাঁকে সাধারণ বেডে স্থানান্তরিত করা হয় ৷ এর পরদিন সকালে তিনি যখন বিশ্রাম নিচ্ছিলেন তখন এক পরিচারকের লালসার শিকার হন ৷ কোনওক্রমে তিনি তাঁর পাশে থাকা অ্যালার্মে হাত দিয়ে দেন ৷

তা বেজে উঠতেই বাইরে বসে থাকা মহিলার মেয়ে চেঁচিয়ে ওঠেন ৷ গিয়ে দেখেন মায়ের করুণ পরিণতি ৷ বেডের পাশেই সে সময় দাঁড়িয়ে ছিল অভিযুক্ত ৷ প্রৌঢ়া সমস্ত ঘটনা মেয়েকে খুলে বলেন ৷ এক পুলিশ আধিকারিক জানিয়েছেন, অভিযুক্ত পরিচারকের নাম ঠাকুর সিং ৷ তার বয়স 24 ৷ মেয়ের অভিযোগের ভিত্তিতে পুলিশ ঠাকুরকে গ্রেফতার করেছে ৷ এনিয়ে সংশ্লিষ্ট হাসপাতালের একজন মুখপাত্র জানিয়েছেন, তাঁরা সবার আগে রোগীদের নিরাপত্তাকে অগ্রাধিকার দেন ৷ তাই এই ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের জন্য পুলিশকে সাহায্য করা হবে ৷

বর্তমানে অভিযুক্ত সিংয়ের চাকরি কেড়ে নেওয়া হয়েছে ৷ সোমবার ওই প্রৌঢ়াকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে ৷ সিংয়ের বিরুদ্ধে ভারতীয় সংবিধানের (বিএনএস) এর ধারা 64 (2) (ই)-এর অধীনে এফআইআর নথিভুক্ত হয়েছে। সোমবার তাকে নগর আদালতে পেশ করে বিচার বিভাগীয় হেফাজতে পাঠানো হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

চা-বাগানে নাবালিকাকে গণধর্ষণ ! রিমান্ডে ধৃত 2 সাবালক, 4 নাবালক হোমে, জেলে 1

গুরুগ্রাম, 16 জুলাই: হাসপাতালেও মিলল না রেহাই! কাজাখস্তান থেকে এক প্রৌঢ়া হাঁটুতে অস্ত্রোপচারের জন্য এসেছিলেন এদেশে ৷ গত 9 জুলাই ভর্তি হয়েছিলেন বছর একান্নর ওই বিদেশিনী ৷ চার দিনের মাথায় অস্ত্রোপচারও হয়েছিল ঠিকঠাক ৷ কিন্তু অস্ত্রোপচারের পরদিন (14 জুলাই) তিনি যখন বিশ্রাম নিচ্ছিলেন তখন হাসপাতালে তাঁকে ধর্ষণ করে গুরুগ্রামের ওই বেসরকারি হাসপাতালের এক পরিচারক ৷ বিদেশিনীর অভিযোগে পুলিশ তদন্ত শুরু করেছে ৷ ইতিমধ্যেই গ্রেফতার অভিযুক্ত ৷

পুলিশ সূত্রে জানা গিয়েছে, হরিয়ানার গুরুগ্রামের ওই হাসপাতালে বছর একান্নর ওই প্রোঢ়া আর্থ্রোস্কোপি সার্জারির জন্য কাজাখস্তান থেকে ভারতে আসেন ৷ তাঁর মেয়ে তাঁকে গত 9 জুলাই হাসপাতালে ভর্তি করেন ৷ 13 তারিখ তাঁর অস্ত্রোপচার সম্পূর্ণ হয় ৷ তারপর তাঁকে সাধারণ বেডে স্থানান্তরিত করা হয় ৷ এর পরদিন সকালে তিনি যখন বিশ্রাম নিচ্ছিলেন তখন এক পরিচারকের লালসার শিকার হন ৷ কোনওক্রমে তিনি তাঁর পাশে থাকা অ্যালার্মে হাত দিয়ে দেন ৷

তা বেজে উঠতেই বাইরে বসে থাকা মহিলার মেয়ে চেঁচিয়ে ওঠেন ৷ গিয়ে দেখেন মায়ের করুণ পরিণতি ৷ বেডের পাশেই সে সময় দাঁড়িয়ে ছিল অভিযুক্ত ৷ প্রৌঢ়া সমস্ত ঘটনা মেয়েকে খুলে বলেন ৷ এক পুলিশ আধিকারিক জানিয়েছেন, অভিযুক্ত পরিচারকের নাম ঠাকুর সিং ৷ তার বয়স 24 ৷ মেয়ের অভিযোগের ভিত্তিতে পুলিশ ঠাকুরকে গ্রেফতার করেছে ৷ এনিয়ে সংশ্লিষ্ট হাসপাতালের একজন মুখপাত্র জানিয়েছেন, তাঁরা সবার আগে রোগীদের নিরাপত্তাকে অগ্রাধিকার দেন ৷ তাই এই ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের জন্য পুলিশকে সাহায্য করা হবে ৷

বর্তমানে অভিযুক্ত সিংয়ের চাকরি কেড়ে নেওয়া হয়েছে ৷ সোমবার ওই প্রৌঢ়াকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে ৷ সিংয়ের বিরুদ্ধে ভারতীয় সংবিধানের (বিএনএস) এর ধারা 64 (2) (ই)-এর অধীনে এফআইআর নথিভুক্ত হয়েছে। সোমবার তাকে নগর আদালতে পেশ করে বিচার বিভাগীয় হেফাজতে পাঠানো হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

চা-বাগানে নাবালিকাকে গণধর্ষণ ! রিমান্ডে ধৃত 2 সাবালক, 4 নাবালক হোমে, জেলে 1

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.