ETV Bharat / bharat

কাশ্মীরে তাপপ্রবাহ ! 25 বছর পর উষ্ণতম দিন শ্রীনগরে, ছুটি ঘোষণা স্কুলগুলিতে - Heatwave in Kashmir - HEATWAVE IN KASHMIR

Kashmir Temperature: মরশুমের সর্বোচ্চ তাপমাত্রা শ্রীনগরে ৷ রবিবার 36.2 ডিগ্রি সেলসিয়াস ছুঁল দিনের পারদ ৷ উষ্ণতম রাতেরও সাক্ষী থাকল শ্রীনগর ৷ তাপমাত্রা 24.8 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে, যা স্বাভাবিকের থেকে 6.0 ডিগ্রি বেশি ।

Kashmir Temperature
মরশুমের উষ্ণতম দিন কাশ্মীরে (ছবি সূত্র-সংবাদ সংস্থা এপি)
author img

By ETV Bharat Bangla Team

Published : Jul 29, 2024, 12:54 PM IST

শ্রীনগর, 29 জুলাই: 25 বছর পর উষ্ণতম দিন কাশ্মীরে ৷ তাপপ্রবাহের পরিস্থিতির সৃষ্টি হয়েছে ৷ রবিবার 36.2 ডিগ্রি সেলসিয়াস ছুঁল শ্রীনগরের পারদ, যা জুলাই মাসে তৃতীয় সর্বোচ্চ তাপমাত্রা হিসাবে রেকর্ড গড়েছে । মৌসম ভবনের তরফে জানা গিয়েছে, এর আগে 1946 সালের 10 জুলাই শ্রীনগরে সর্বকালের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ৷ যা ছিল 38.3 ডিগ্রি সেলসিয়াস ৷ তারপর শেষ 1999 সালের 9 জুলাই 37 ডিগ্রি সেলসিয়াস ছুঁয়েছিল শ্রীনগরে তাপমাত্রার পারদ ৷

1999 সালের পর 28 জুলাই অর্থাৎ গতকাল কাশ্মীরের ইতিহাসে উষ্ণতম দিন ছিল বলে জানিয়েছে মৌসম ভবন ৷ সাধারণত জুলাই মাসে ভূস্বর্গে তাপমাত্রার পারদ চড়লেও এরকম আবহাওয়ার সঙ্গে পরিচিত নন সেখানকার বাসিন্দারা ৷ ফলে ছোট ছোট পড়ুয়াদের শরীরে আবহাওয়ার প্রভাব পড়ছে ৷ তারা অসুস্থ বোধ করছে ৷ আবহাওড়ার প্রভাব পড়ছে তাদের পড়াশোনাতেও ৷

Kashmir Temperature
গরম থেকে বাঁচতে জলের বোতলে চুমুক (ছবি সূত্র-সংবাদসংস্থা এপি)

কারণ তাপপ্রবাহের পরিস্থিতি সৃষ্টি হওয়ায় অভিভাবকরা তাঁদের সন্তানদের স্কুলে পাঠাতে ভয় পাচ্ছেন । এর ফলে কাশ্মীর বিভাগীয় প্রশাসন 29 এবং 30 জুলাই সমস্ত সরকারি এবং সরকার পোষিত স্কুলগুলির প্রাথমিক স্তরে পড়ুয়াদের জন্য ছুটি ঘোষণা করেছে ৷ তবে পড়ুয়াদের ছুটি থাকলেও স্কুলে যেতে হবে শিক্ষক শিক্ষিকাদের ৷

Kashmir Temperature
গরমে জেরবার শ্রীনগরের এক ব্যক্তি (ছবি সূত্র-সংবাদসংস্থা এপি)

এই নিয়ে ডিভিশনাল কমিশনার ভিকে বিধুরি নির্দেশিকা জারি করেছেন ৷ তাতে বলা হয়েছে, "উপত্যকায় চলমান তাপপ্রবাহের কারণে 29 এবং 30 জুলাই সরকারি এবং সরকার পোষিত স্কুলগুলিতে প্রাথমিক স্তর পর্যন্ত সমস্ত শিক্ষার্থীদের ক্লাস বন্ধ থাকবে ৷ তবে সকল শিক্ষক ও অশিক্ষক কর্মীদের অবশ্যই স্কুলে উপস্থিত থাকতে হবে ।"

Kashmir Temperature
শ্রীনগরে গরমের দিনে ঝিলম নদীর শুকনো অংশে কাশ্মীরিরা মাছ ধরছেন (ছবি সূত্র-সংবাদসংস্থা এপি)

এদিকে, মধ্য কাশ্মীরের বদগাম জেলার লোকেরা কাশ্মীরের পৃষ্ঠপোষক সাধক শেখ নুর-উদ-দিন নুরানির বিখ্যাত মাজার চরার-ই-শরীফের দিকে মিছিল করে গিয়ে বৃষ্টির জন্য প্রার্থনা করেন । গরম থেকে রেহাই পেতে ও বৃষ্টির জন্য মাজারে জড়ো হওয়া এবং প্রার্থনা করা এই এলাকার মানুষের দীর্ঘদিনের অভ্যাস ।

রবিবার রাতেও সর্বোচ্চ তাপমাত্রার সাক্ষী থাকল শ্রীনগর ৷ রবিবার রাতে 24.8 ডিগ্রি সেলসিয়াসের ছিল শ্রীনগরের তাপমাত্রা, যা স্বাভাবিকের চেয়ে 6.0 ডিগ্রি বেশি । এই নিয়ে টানা দ্বিতীয়বার সর্বোচ্চ তাপমাত্রা জম্মু ও কাশ্মীরের গ্রীষ্মকালীন রাজধানী শ্রীনগরে ৷ স্বাধীন আবহাওয়ার পূর্বাভাসক ফাইজান আরিফের দাবি, রবিবার এবং সোমবার মধ্যবর্তী রাতে শ্রীনগরের সর্বনিম্ন তাপমাত্রা 24.8 ডিগ্রি সেলসিয়াস ছিল ৷ এই তাপমাত্রা 2021 সালের 26 জুলাই তারিখে রেকর্ড করা দ্বিতীয়-সর্বোচ্চ সর্বনিম্ন তাপমাত্রার সঙ্গে মেলে । রেকর্ড অনুযায়ী, শ্রীনগরের সর্বোচ্চ সর্বনিম্ন তাপমাত্রা হল 25.2 ডিগ্রি সেলসিয়াস, যা ছিল 1988 সালের 21 জুলাই ।

Kashmir Temperature
গরমে কাশ্মীরে বাড়ছে এসির চাহিদা (ছবি সূত্র-সংবাদসংস্থা এপি)

এ দিকে গরম বাড়তেই শ্রীনগরে বৃদ্ধি পেয়েছে এয়ার কুলার এবং এসির চাহিদা ৷ একজন খুচরো বিক্রেতা ইটিভি ভারতকে বলেন, "সব এয়ার কুলার ও এসি বিক্রি হয়ে গিয়েছে । আমি এগুলির এত চাহিদা এর আগে এখানে কখনও দেখিনি ।" তবে মৌসম ভবনের তরফে স্বস্তির খবর শোনানো হয়েছে ৷ আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, আজ (সোমবার) থেকে উল্লেখযোগ্য তাপমাত্রার পারদ নামতে পারে জম্মু ও কাশ্মীরে ।

শ্রীনগর, 29 জুলাই: 25 বছর পর উষ্ণতম দিন কাশ্মীরে ৷ তাপপ্রবাহের পরিস্থিতির সৃষ্টি হয়েছে ৷ রবিবার 36.2 ডিগ্রি সেলসিয়াস ছুঁল শ্রীনগরের পারদ, যা জুলাই মাসে তৃতীয় সর্বোচ্চ তাপমাত্রা হিসাবে রেকর্ড গড়েছে । মৌসম ভবনের তরফে জানা গিয়েছে, এর আগে 1946 সালের 10 জুলাই শ্রীনগরে সর্বকালের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ৷ যা ছিল 38.3 ডিগ্রি সেলসিয়াস ৷ তারপর শেষ 1999 সালের 9 জুলাই 37 ডিগ্রি সেলসিয়াস ছুঁয়েছিল শ্রীনগরে তাপমাত্রার পারদ ৷

1999 সালের পর 28 জুলাই অর্থাৎ গতকাল কাশ্মীরের ইতিহাসে উষ্ণতম দিন ছিল বলে জানিয়েছে মৌসম ভবন ৷ সাধারণত জুলাই মাসে ভূস্বর্গে তাপমাত্রার পারদ চড়লেও এরকম আবহাওয়ার সঙ্গে পরিচিত নন সেখানকার বাসিন্দারা ৷ ফলে ছোট ছোট পড়ুয়াদের শরীরে আবহাওয়ার প্রভাব পড়ছে ৷ তারা অসুস্থ বোধ করছে ৷ আবহাওড়ার প্রভাব পড়ছে তাদের পড়াশোনাতেও ৷

Kashmir Temperature
গরম থেকে বাঁচতে জলের বোতলে চুমুক (ছবি সূত্র-সংবাদসংস্থা এপি)

কারণ তাপপ্রবাহের পরিস্থিতি সৃষ্টি হওয়ায় অভিভাবকরা তাঁদের সন্তানদের স্কুলে পাঠাতে ভয় পাচ্ছেন । এর ফলে কাশ্মীর বিভাগীয় প্রশাসন 29 এবং 30 জুলাই সমস্ত সরকারি এবং সরকার পোষিত স্কুলগুলির প্রাথমিক স্তরে পড়ুয়াদের জন্য ছুটি ঘোষণা করেছে ৷ তবে পড়ুয়াদের ছুটি থাকলেও স্কুলে যেতে হবে শিক্ষক শিক্ষিকাদের ৷

Kashmir Temperature
গরমে জেরবার শ্রীনগরের এক ব্যক্তি (ছবি সূত্র-সংবাদসংস্থা এপি)

এই নিয়ে ডিভিশনাল কমিশনার ভিকে বিধুরি নির্দেশিকা জারি করেছেন ৷ তাতে বলা হয়েছে, "উপত্যকায় চলমান তাপপ্রবাহের কারণে 29 এবং 30 জুলাই সরকারি এবং সরকার পোষিত স্কুলগুলিতে প্রাথমিক স্তর পর্যন্ত সমস্ত শিক্ষার্থীদের ক্লাস বন্ধ থাকবে ৷ তবে সকল শিক্ষক ও অশিক্ষক কর্মীদের অবশ্যই স্কুলে উপস্থিত থাকতে হবে ।"

Kashmir Temperature
শ্রীনগরে গরমের দিনে ঝিলম নদীর শুকনো অংশে কাশ্মীরিরা মাছ ধরছেন (ছবি সূত্র-সংবাদসংস্থা এপি)

এদিকে, মধ্য কাশ্মীরের বদগাম জেলার লোকেরা কাশ্মীরের পৃষ্ঠপোষক সাধক শেখ নুর-উদ-দিন নুরানির বিখ্যাত মাজার চরার-ই-শরীফের দিকে মিছিল করে গিয়ে বৃষ্টির জন্য প্রার্থনা করেন । গরম থেকে রেহাই পেতে ও বৃষ্টির জন্য মাজারে জড়ো হওয়া এবং প্রার্থনা করা এই এলাকার মানুষের দীর্ঘদিনের অভ্যাস ।

রবিবার রাতেও সর্বোচ্চ তাপমাত্রার সাক্ষী থাকল শ্রীনগর ৷ রবিবার রাতে 24.8 ডিগ্রি সেলসিয়াসের ছিল শ্রীনগরের তাপমাত্রা, যা স্বাভাবিকের চেয়ে 6.0 ডিগ্রি বেশি । এই নিয়ে টানা দ্বিতীয়বার সর্বোচ্চ তাপমাত্রা জম্মু ও কাশ্মীরের গ্রীষ্মকালীন রাজধানী শ্রীনগরে ৷ স্বাধীন আবহাওয়ার পূর্বাভাসক ফাইজান আরিফের দাবি, রবিবার এবং সোমবার মধ্যবর্তী রাতে শ্রীনগরের সর্বনিম্ন তাপমাত্রা 24.8 ডিগ্রি সেলসিয়াস ছিল ৷ এই তাপমাত্রা 2021 সালের 26 জুলাই তারিখে রেকর্ড করা দ্বিতীয়-সর্বোচ্চ সর্বনিম্ন তাপমাত্রার সঙ্গে মেলে । রেকর্ড অনুযায়ী, শ্রীনগরের সর্বোচ্চ সর্বনিম্ন তাপমাত্রা হল 25.2 ডিগ্রি সেলসিয়াস, যা ছিল 1988 সালের 21 জুলাই ।

Kashmir Temperature
গরমে কাশ্মীরে বাড়ছে এসির চাহিদা (ছবি সূত্র-সংবাদসংস্থা এপি)

এ দিকে গরম বাড়তেই শ্রীনগরে বৃদ্ধি পেয়েছে এয়ার কুলার এবং এসির চাহিদা ৷ একজন খুচরো বিক্রেতা ইটিভি ভারতকে বলেন, "সব এয়ার কুলার ও এসি বিক্রি হয়ে গিয়েছে । আমি এগুলির এত চাহিদা এর আগে এখানে কখনও দেখিনি ।" তবে মৌসম ভবনের তরফে স্বস্তির খবর শোনানো হয়েছে ৷ আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, আজ (সোমবার) থেকে উল্লেখযোগ্য তাপমাত্রার পারদ নামতে পারে জম্মু ও কাশ্মীরে ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.