ETV Bharat / bharat

সংসদে 'পুনর্মিলন' কঙ্গনা-চিরাগের, ফের চর্চায় 13 বছর আগের প্রেমকাহিনি - Kangana Chirag Reunite In Parliament

Kangana-Chirag Reunite In Parliament: 2011 সালে তাঁরা মিলে না মিলে হাম ছবিতে চুটিয়ে প্রেম করেছেন ৷ এ বার দেশের আইনসভায় 'পুনর্মিলন' হতে চলেছে কঙ্গনা রানাওয়াত ও চিরাগ পাসোয়ানের ৷

author img

By ETV Bharat Bangla Team

Published : Jun 6, 2024, 7:51 PM IST

ETV BHARAT
সংসদে 'পুনর্মিলন' কঙ্গনা-চিরাগের (নিজস্ব ছবি)

হায়দরাবাদ, 6 জুন: মিলে না মিলে হাম...৷ 13 বছর আগে এই ছবিতেই তাঁরা প্রেমে হাবুডুবু খেয়েছিলেন ৷ আবারও তাঁদের দেখা হচ্ছে ৷ এবার সংসদের নিম্নকক্ষে ৷ প্রাক্তন সহকর্মী চিরাগ পাসোয়ান ও কঙ্গনা রানাওয়াত এবার আইনসভায় সহকর্মী ৷

প্রথমবার ভোটে দাঁড়িয়ে সদ্য রাজনীতির ময়দানে পা দেওয়া বলিউডের অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত বিপুল ভোটে জয়লাভে করেছেন ৷ তাঁর নিজের রাজ্য হিমাচলপ্রদেশের মান্ডি লোকসভা আসনে 74,755 ভোটের ব্যবধানে জিতেছেন তিনি । হিমাচলপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী বীরভদ্র সিংয়ের ছেলে কংগ্রেসের বিক্রমাদিত্য সিংকে তিনি পরাজিত করেছেন । অপরদিকে, কর্মক্ষেত্রে তাঁর একসময়ের সহকর্মী লোক জনশক্তি পার্টির (রাম বিলাস) সভাপতি চিরাগ পাসোয়ানও বিহারের হাজিপুর লোকসভা আসন থেকে জয়ী হয়েছেন ৷ আরজেডি প্রতিদ্বন্দ্বীকে 1.70 লক্ষ ভোটে পরাজিত করেছেন তিনি ।

দু'জনেই সবে তাঁদের রাজনৈতিক সফর শুরু করেছেন ৷ এই জয়ের ফলে তাঁরা এখন লোকসভার সহকর্মী ৷ তবে তাঁদের একসঙ্গে কাজ করা শুরু হয়েছিল বেশ কয়েক বছর আগেই ৷ 2011 সালের স্পোর্টস ড্রামা 'মিলে না মিলে হাম' ফিল্মে রোম্যান্স করতে দেখা গিয়েছে তাঁদের ৷ সংসদে তাঁদের পুনর্মিলনে 13 বছর আগের সেই স্মৃতিই ফের তাজা হয়ে উঠেছে ৷

'মিলে না মিলে হাম' ছবি দিয়েই বলিউডে অভিষেক হয়েছিল চিরাগ পাসোয়ানের ৷ তবে দুর্ভাগ্যবশত বক্স অফিসে সেই ছবি মুখ থুবড়ে পড়ে ৷ সমালোচকদের কড়া সমালোচনার মুখে পড়তে হয়েছিল এই ছবিকে ৷

তনভীর খান পরিচালিত ছবিটিতে চিরাগ পাসোয়ান একজন উচ্চাকাঙ্ক্ষী ব্যাডমিন্টন খেলোয়াড়ের চরিত্রে অভিনয় করেন ৷ তাঁর পরিবারের বিরোধিতার কারণে নিজের আবেগকে অনুসরণ করতে তাঁকে দীর্ঘ সংগ্রাম করতে হয় । এরই মাঝে আনীশার চরিত্রে অভিনয় করা কঙ্গনা রানাওয়াতের সঙ্গে তিনি ভালোবাসার বাঁধনে জড়িয়ে পড়েন ৷ বাবা-মায়ের বিরুদ্ধে গিয়েই ভালোবাসার মানুষটিকে বিয়ে করে ছবির মুখ্য চরিত্র ৷ এই ছবিতে নীরু বাজওয়া এবং সাগরিকা ঘাটগেও অন্যতম গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয় করেছেন ।

এই ছবির বাণিজ্যিক ব্যর্থতার পর সিনেমা জগৎ থেকে বিদায় নেন পাসোয়ান ৷ এরপর তিনি রাজনীতিতে পদার্পণ করেন ৷ তিনি 2014 সালের লোকসভা নির্বাচনে বিহারের জামুই আসনে জয়লাভ করেন ৷ যদিও কঙ্গনা রানাওয়াত পর্দাকে বিদায় জানানো তো দূর, তিনি ক্রিশ 3, কুইন, তনু ওয়েডস মনু, মণিকর্ণিকার মতো একাধিক হিট ছবি উপহার দিয়েছেন সিনেপ্রেমীদের ৷

উল্লেখ্য, হাজিপুর থেকে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য চিরাগ তাঁর জামুই আসনটি ছেড়ে দেন, যেখানে তিনি তাঁর দ্বিতীয় মেয়াদে দায়িত্ব পালন করছিলেন ৷ হাজিপুর নির্বাচনী এলাকা থেকে পূর্বে প্রতিনিধিত্ব করেছেন তাঁর প্রয়াত বাবা রাম বিলাস পাসোয়ান ৷

হায়দরাবাদ, 6 জুন: মিলে না মিলে হাম...৷ 13 বছর আগে এই ছবিতেই তাঁরা প্রেমে হাবুডুবু খেয়েছিলেন ৷ আবারও তাঁদের দেখা হচ্ছে ৷ এবার সংসদের নিম্নকক্ষে ৷ প্রাক্তন সহকর্মী চিরাগ পাসোয়ান ও কঙ্গনা রানাওয়াত এবার আইনসভায় সহকর্মী ৷

প্রথমবার ভোটে দাঁড়িয়ে সদ্য রাজনীতির ময়দানে পা দেওয়া বলিউডের অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত বিপুল ভোটে জয়লাভে করেছেন ৷ তাঁর নিজের রাজ্য হিমাচলপ্রদেশের মান্ডি লোকসভা আসনে 74,755 ভোটের ব্যবধানে জিতেছেন তিনি । হিমাচলপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী বীরভদ্র সিংয়ের ছেলে কংগ্রেসের বিক্রমাদিত্য সিংকে তিনি পরাজিত করেছেন । অপরদিকে, কর্মক্ষেত্রে তাঁর একসময়ের সহকর্মী লোক জনশক্তি পার্টির (রাম বিলাস) সভাপতি চিরাগ পাসোয়ানও বিহারের হাজিপুর লোকসভা আসন থেকে জয়ী হয়েছেন ৷ আরজেডি প্রতিদ্বন্দ্বীকে 1.70 লক্ষ ভোটে পরাজিত করেছেন তিনি ।

দু'জনেই সবে তাঁদের রাজনৈতিক সফর শুরু করেছেন ৷ এই জয়ের ফলে তাঁরা এখন লোকসভার সহকর্মী ৷ তবে তাঁদের একসঙ্গে কাজ করা শুরু হয়েছিল বেশ কয়েক বছর আগেই ৷ 2011 সালের স্পোর্টস ড্রামা 'মিলে না মিলে হাম' ফিল্মে রোম্যান্স করতে দেখা গিয়েছে তাঁদের ৷ সংসদে তাঁদের পুনর্মিলনে 13 বছর আগের সেই স্মৃতিই ফের তাজা হয়ে উঠেছে ৷

'মিলে না মিলে হাম' ছবি দিয়েই বলিউডে অভিষেক হয়েছিল চিরাগ পাসোয়ানের ৷ তবে দুর্ভাগ্যবশত বক্স অফিসে সেই ছবি মুখ থুবড়ে পড়ে ৷ সমালোচকদের কড়া সমালোচনার মুখে পড়তে হয়েছিল এই ছবিকে ৷

তনভীর খান পরিচালিত ছবিটিতে চিরাগ পাসোয়ান একজন উচ্চাকাঙ্ক্ষী ব্যাডমিন্টন খেলোয়াড়ের চরিত্রে অভিনয় করেন ৷ তাঁর পরিবারের বিরোধিতার কারণে নিজের আবেগকে অনুসরণ করতে তাঁকে দীর্ঘ সংগ্রাম করতে হয় । এরই মাঝে আনীশার চরিত্রে অভিনয় করা কঙ্গনা রানাওয়াতের সঙ্গে তিনি ভালোবাসার বাঁধনে জড়িয়ে পড়েন ৷ বাবা-মায়ের বিরুদ্ধে গিয়েই ভালোবাসার মানুষটিকে বিয়ে করে ছবির মুখ্য চরিত্র ৷ এই ছবিতে নীরু বাজওয়া এবং সাগরিকা ঘাটগেও অন্যতম গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয় করেছেন ।

এই ছবির বাণিজ্যিক ব্যর্থতার পর সিনেমা জগৎ থেকে বিদায় নেন পাসোয়ান ৷ এরপর তিনি রাজনীতিতে পদার্পণ করেন ৷ তিনি 2014 সালের লোকসভা নির্বাচনে বিহারের জামুই আসনে জয়লাভ করেন ৷ যদিও কঙ্গনা রানাওয়াত পর্দাকে বিদায় জানানো তো দূর, তিনি ক্রিশ 3, কুইন, তনু ওয়েডস মনু, মণিকর্ণিকার মতো একাধিক হিট ছবি উপহার দিয়েছেন সিনেপ্রেমীদের ৷

উল্লেখ্য, হাজিপুর থেকে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য চিরাগ তাঁর জামুই আসনটি ছেড়ে দেন, যেখানে তিনি তাঁর দ্বিতীয় মেয়াদে দায়িত্ব পালন করছিলেন ৷ হাজিপুর নির্বাচনী এলাকা থেকে পূর্বে প্রতিনিধিত্ব করেছেন তাঁর প্রয়াত বাবা রাম বিলাস পাসোয়ান ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.