ETV Bharat / bharat

লোকসভায় ব্যর্থ কংগ্রেস-আপ, দিল্লি বিধানসভা নির্বাচনে আর নয়; স্পষ্ট বার্তা কেজরিওয়ালের - DELHI ASSEMBLY ELECTION 2025

দিল্লির বিধানসভা নির্বাচনে 'ইন্ডিয়া' জোটে না অরবিন্দ কেজরিওয়ালের ৷ তাঁর দল একাই লড়বে, স্পষ্ট করলেন আপ প্রধান ৷

AAP Convener Arvind Kejriwal
সাংবাদিক বৈঠকে আপ প্রধান অরবিন্দ কেজরিওয়াল (ছবি সৌজন্য: আপ-এর এক্স হ্যান্ডেল)
author img

By ETV Bharat Bangla Team

Published : Dec 1, 2024, 3:55 PM IST

নয়াদিল্লি, 1 ডিসেম্বর: আগামী বছরের প্রথম দিকে দিল্লিতে বিধানসভা নির্বাচন ৷ সেখানে একাই লড়াই করবে আম আদমি পার্টি (আপ), সাফ জানিয়ে দিলেন দলের প্রধান তথা দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল ৷ রবিবার সকালে সাংবাদিক বৈঠকে তিনি বলেন, "দিল্লিতে কোনও জোট হবে না ৷" তাই রাজধানীতে 70টি বিধানসভা আসনে আপ, বিজেপি, কংগ্রেসের ত্রিশঙ্কু ভোটযুদ্ধ দেখা যাবে ৷

আসন্ন ফেব্রুয়ারিতে দিল্লি বিধানসভা ভোটে কংগ্রেসের গাঁটছড়া বাঁধবে না আপ ৷ কংগ্রেস ছাড়া 'ইন্ডিয়া'র অন্য কোনও দলের সঙ্গে জোট বেঁধে ভোট বৈতরণী পার হওয়ার সম্ভাবনাও উড়িয়ে দিলেন কেজরিওয়াল ৷ চলতি বছরে লোকসভা নির্বাচনে ইন্ডিয়ার কংগ্রেস ও আপ একসঙ্গে দিল্লিতে প্রার্থী দিয়েছিল ৷ দিল্লিতে দুই দলের কোনও প্রার্থীই লোকসভা আসন জিততে পারেনি ৷ 7টি আসনই বিজেপির দখলে গিয়েছে ৷ অক্টোবরে হওয়া হরিয়ানা বিধানসভা নির্বাচনেও আপ ও কংগ্রেস আসন ভাগাভাগি নিয়ে একমত হতে পারেনি ৷

দিল্লির বিধানসভা নির্বাচনে একলা চলো নীতি ঘোষণা করার পাশপাাশি এদিন সাংবাদিক বৈঠকে দিল্লির আইন-শৃঙ্খলা পরিস্থিতির ক্রমাবনতি বিষয়ে উদ্বেগ প্রকাশ করেন প্রাক্তন মুখ্যমন্ত্রী ৷ শনিবার সন্ধ্যায় গ্রেটার কৈলাস এলাকায় পদযাত্রা করছিলেন কেজরিওয়াল ৷ সেই সময় এক ব্যক্তি তাঁকে নিশানা করে তরল পদার্থ ছোড়ে ৷ তাতে তাঁর কোনও ক্ষতি হয়নি ৷ অভিযুক্তকে আপ সমর্থকরা বেধড়ক মারধর করে বলে অভিযোগ ৷ এই পরিস্থিতির জন্য কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে দায়ী করেন আপ-এর জাতীয় আহ্বায়ক ৷ তিনি বলেন, "গতকাল পদযাত্রায় আমার উপর তরল পদার্থ ছোড়া হয় ৷ তা ক্ষতিকর ছিল না ৷ কিন্তু ক্ষতিকর হতে পারত ৷ গত 35 দিনে এটা আমার উপর তৃতীয় হামলা ৷" বিজেপি কেজরিওয়ালের উপর আক্রমণ চালিয়েছে বলে অভিযোগ করেন আপ প্রধান ৷

নয়াদিল্লি, 1 ডিসেম্বর: আগামী বছরের প্রথম দিকে দিল্লিতে বিধানসভা নির্বাচন ৷ সেখানে একাই লড়াই করবে আম আদমি পার্টি (আপ), সাফ জানিয়ে দিলেন দলের প্রধান তথা দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল ৷ রবিবার সকালে সাংবাদিক বৈঠকে তিনি বলেন, "দিল্লিতে কোনও জোট হবে না ৷" তাই রাজধানীতে 70টি বিধানসভা আসনে আপ, বিজেপি, কংগ্রেসের ত্রিশঙ্কু ভোটযুদ্ধ দেখা যাবে ৷

আসন্ন ফেব্রুয়ারিতে দিল্লি বিধানসভা ভোটে কংগ্রেসের গাঁটছড়া বাঁধবে না আপ ৷ কংগ্রেস ছাড়া 'ইন্ডিয়া'র অন্য কোনও দলের সঙ্গে জোট বেঁধে ভোট বৈতরণী পার হওয়ার সম্ভাবনাও উড়িয়ে দিলেন কেজরিওয়াল ৷ চলতি বছরে লোকসভা নির্বাচনে ইন্ডিয়ার কংগ্রেস ও আপ একসঙ্গে দিল্লিতে প্রার্থী দিয়েছিল ৷ দিল্লিতে দুই দলের কোনও প্রার্থীই লোকসভা আসন জিততে পারেনি ৷ 7টি আসনই বিজেপির দখলে গিয়েছে ৷ অক্টোবরে হওয়া হরিয়ানা বিধানসভা নির্বাচনেও আপ ও কংগ্রেস আসন ভাগাভাগি নিয়ে একমত হতে পারেনি ৷

দিল্লির বিধানসভা নির্বাচনে একলা চলো নীতি ঘোষণা করার পাশপাাশি এদিন সাংবাদিক বৈঠকে দিল্লির আইন-শৃঙ্খলা পরিস্থিতির ক্রমাবনতি বিষয়ে উদ্বেগ প্রকাশ করেন প্রাক্তন মুখ্যমন্ত্রী ৷ শনিবার সন্ধ্যায় গ্রেটার কৈলাস এলাকায় পদযাত্রা করছিলেন কেজরিওয়াল ৷ সেই সময় এক ব্যক্তি তাঁকে নিশানা করে তরল পদার্থ ছোড়ে ৷ তাতে তাঁর কোনও ক্ষতি হয়নি ৷ অভিযুক্তকে আপ সমর্থকরা বেধড়ক মারধর করে বলে অভিযোগ ৷ এই পরিস্থিতির জন্য কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে দায়ী করেন আপ-এর জাতীয় আহ্বায়ক ৷ তিনি বলেন, "গতকাল পদযাত্রায় আমার উপর তরল পদার্থ ছোড়া হয় ৷ তা ক্ষতিকর ছিল না ৷ কিন্তু ক্ষতিকর হতে পারত ৷ গত 35 দিনে এটা আমার উপর তৃতীয় হামলা ৷" বিজেপি কেজরিওয়ালের উপর আক্রমণ চালিয়েছে বলে অভিযোগ করেন আপ প্রধান ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.