নয়াদিল্লি, 1 ডিসেম্বর: আগামী বছরের প্রথম দিকে দিল্লিতে বিধানসভা নির্বাচন ৷ সেখানে একাই লড়াই করবে আম আদমি পার্টি (আপ), সাফ জানিয়ে দিলেন দলের প্রধান তথা দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল ৷ রবিবার সকালে সাংবাদিক বৈঠকে তিনি বলেন, "দিল্লিতে কোনও জোট হবে না ৷" তাই রাজধানীতে 70টি বিধানসভা আসনে আপ, বিজেপি, কংগ্রেসের ত্রিশঙ্কু ভোটযুদ্ধ দেখা যাবে ৷
আসন্ন ফেব্রুয়ারিতে দিল্লি বিধানসভা ভোটে কংগ্রেসের গাঁটছড়া বাঁধবে না আপ ৷ কংগ্রেস ছাড়া 'ইন্ডিয়া'র অন্য কোনও দলের সঙ্গে জোট বেঁধে ভোট বৈতরণী পার হওয়ার সম্ভাবনাও উড়িয়ে দিলেন কেজরিওয়াল ৷ চলতি বছরে লোকসভা নির্বাচনে ইন্ডিয়ার কংগ্রেস ও আপ একসঙ্গে দিল্লিতে প্রার্থী দিয়েছিল ৷ দিল্লিতে দুই দলের কোনও প্রার্থীই লোকসভা আসন জিততে পারেনি ৷ 7টি আসনই বিজেপির দখলে গিয়েছে ৷ অক্টোবরে হওয়া হরিয়ানা বিধানসভা নির্বাচনেও আপ ও কংগ্রেস আসন ভাগাভাগি নিয়ে একমত হতে পারেনি ৷
#WATCH AAP के राष्ट्रीय संयोजक अरविंद केजरीवाल ने कहा, " मुझे उम्मीद थी कि अमित शाह मेरे द्वारा मुद्दा (कानून और व्यवस्था) उठाए जाने के बाद कुछ कार्रवाई करेंगे... लेकिन, इसके बजाय, मेरी पदयात्रा के दौरान मुझ पर हमला किया गया। मुझ पर तरल पदार्थ फेंका गया, यह हानिरहित था, लेकिन यह… pic.twitter.com/b6GQyQGnnx
— ANI_HindiNews (@AHindinews) December 1, 2024
দিল্লির বিধানসভা নির্বাচনে একলা চলো নীতি ঘোষণা করার পাশপাাশি এদিন সাংবাদিক বৈঠকে দিল্লির আইন-শৃঙ্খলা পরিস্থিতির ক্রমাবনতি বিষয়ে উদ্বেগ প্রকাশ করেন প্রাক্তন মুখ্যমন্ত্রী ৷ শনিবার সন্ধ্যায় গ্রেটার কৈলাস এলাকায় পদযাত্রা করছিলেন কেজরিওয়াল ৷ সেই সময় এক ব্যক্তি তাঁকে নিশানা করে তরল পদার্থ ছোড়ে ৷ তাতে তাঁর কোনও ক্ষতি হয়নি ৷ অভিযুক্তকে আপ সমর্থকরা বেধড়ক মারধর করে বলে অভিযোগ ৷ এই পরিস্থিতির জন্য কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে দায়ী করেন আপ-এর জাতীয় আহ্বায়ক ৷ তিনি বলেন, "গতকাল পদযাত্রায় আমার উপর তরল পদার্থ ছোড়া হয় ৷ তা ক্ষতিকর ছিল না ৷ কিন্তু ক্ষতিকর হতে পারত ৷ গত 35 দিনে এটা আমার উপর তৃতীয় হামলা ৷" বিজেপি কেজরিওয়ালের উপর আক্রমণ চালিয়েছে বলে অভিযোগ করেন আপ প্রধান ৷