ETV Bharat / bharat

প্রকাশ্যে সোরেন পরিবারের বিবাদ! জেএমএম থেকে ইস্তফা পুত্রবধূ সীতা সোরেনের

author img

By PTI

Published : Mar 19, 2024, 2:08 PM IST

JMM MLA Sita Soren resigns: ঝাড়খণ্ড মুক্তি মোর্চার সদস্যপদ থেকে ইস্তফা দিলেন বিধায়ক সীতা সোরেন ৷ তাঁর স্বামী দুর্গা সোরেনের মৃত্যুর পর থেকে সীতা সোরেন ও তাঁর পরিবারের পাশে দাঁড়ায়নি জেএমএম ৷

ETV Bharat
সীতা সোরেন তাঁর পদত্যাগপত্র পাঠালেন শিবু সোরেনের কাছে

রাঁচি, 19 মার্চ: লোকসভা ভোটের আগে পারিবারিক বিবাদে জেরে বড় ধাক্কা খেল ঝাড়খণ্ড মুক্তি মোর্চা ৷ মঙ্গলবার জেএমএম থেকে ইস্তফা দিলেন সোরেন পরিবারেরই বধূ সীতা সোরেন ৷ জেএমএমের বিরুদ্ধে তাঁর অভিযোগ, দল ও সোরেন পরিবার তাঁকে, তাঁর পরিবারকে একঘরে করে দিয়েছে ৷ সীতা সোরেন ও তাঁর পরিবারের বিরুদ্ধে ষড়যন্ত্র করা হচ্ছে ৷ তা জানতে পেরে এমন চরম সিদ্ধান্ত নিয়েছেন বলে জানালেন সোরেন পরিবারের গৃহবধূ ৷ সীতা সোরেনের স্বামী দুর্গা সোরেন জেএমএম প্রধান শিবু সোরেনের ছেলে ৷

জামার বিধায়ক সীতা সোরেন তাঁর ইস্তফাপত্রটি শ্বশুর তথা জেএমএম দলের প্রধান শিবু সোরেনের কাছে পাঠিয়েছেন ৷ তাতে পুত্রবধূ তাঁর ক্ষোভের কথা জানিয়েছেন ৷ সীতা সোরেনের স্বামী দুর্গা সোরেনের মৃত্যুর পর জেএমএম দল তাঁকে এবং তাঁর পরিবারকে যতটা সাহায্য করা উচিত, তা করতে পারেনি ৷ সীতার আক্ষেপ, তাঁকে অবহেলা করা হয়েছে ৷ এমনকী দল এখন তার মূল্যবোধ থেকে সরে গিয়েছে ৷ দলের মূল্যবোধ মানে না, এমন লোকজনকে জেএমএম আশ্রয় দিয়েছে ৷ এই সবকিছু মিলিয়ে দলের সদস্যপদ থেকে তিনি ইস্তফা দিলেন ৷

তাঁর ও তাঁর পরিবারের বিরুদ্ধে ষড়যন্ত্র করা হচ্ছে ৷ সেই উল্লেখও করেছেন সীতা সোরেন ৷ তিনি লেখেন, "আমার এবং আমার পরিবারের বিরুদ্ধে একটা ষড়যন্ত্র হচ্ছে ৷ সেটা জানতে পেরেছি ৷ তাই ইস্তফা দেওয়া ছাড়া আর কোনও উপায় রইল না ৷" 2009 সাল থেকে তিনি একটানা বিধায়ক নির্বাচিত হয়েছেন ৷ তাই দলের প্রধান শিবু সোরেন এবং পার্টির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন ৷ এদিকে ঝাড়খণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন এখন ইডি হেফাজতে ৷

আরও পড়ুন:

  1. হেমন্ত সোরেনকে গ্রেফতার করল ইডি, নয়া মুখ্যমন্ত্রী চম্পাই সোরেন; বিজেপিকে তোপ রাহুলের
  2. হেমন্ত সোরেনের গ্রেফতারিকে চ্যালেঞ্জ জানিয়ে আবেদন গ্রহণই করল না সুপ্রিম কোর্ট
  3. হেমন্তের বাসভবন থেকে উদ্ধার হওয়া গাড়ির রেজিস্ট্রেশন করেন কলকাতার ব্যবসায়ী

রাঁচি, 19 মার্চ: লোকসভা ভোটের আগে পারিবারিক বিবাদে জেরে বড় ধাক্কা খেল ঝাড়খণ্ড মুক্তি মোর্চা ৷ মঙ্গলবার জেএমএম থেকে ইস্তফা দিলেন সোরেন পরিবারেরই বধূ সীতা সোরেন ৷ জেএমএমের বিরুদ্ধে তাঁর অভিযোগ, দল ও সোরেন পরিবার তাঁকে, তাঁর পরিবারকে একঘরে করে দিয়েছে ৷ সীতা সোরেন ও তাঁর পরিবারের বিরুদ্ধে ষড়যন্ত্র করা হচ্ছে ৷ তা জানতে পেরে এমন চরম সিদ্ধান্ত নিয়েছেন বলে জানালেন সোরেন পরিবারের গৃহবধূ ৷ সীতা সোরেনের স্বামী দুর্গা সোরেন জেএমএম প্রধান শিবু সোরেনের ছেলে ৷

জামার বিধায়ক সীতা সোরেন তাঁর ইস্তফাপত্রটি শ্বশুর তথা জেএমএম দলের প্রধান শিবু সোরেনের কাছে পাঠিয়েছেন ৷ তাতে পুত্রবধূ তাঁর ক্ষোভের কথা জানিয়েছেন ৷ সীতা সোরেনের স্বামী দুর্গা সোরেনের মৃত্যুর পর জেএমএম দল তাঁকে এবং তাঁর পরিবারকে যতটা সাহায্য করা উচিত, তা করতে পারেনি ৷ সীতার আক্ষেপ, তাঁকে অবহেলা করা হয়েছে ৷ এমনকী দল এখন তার মূল্যবোধ থেকে সরে গিয়েছে ৷ দলের মূল্যবোধ মানে না, এমন লোকজনকে জেএমএম আশ্রয় দিয়েছে ৷ এই সবকিছু মিলিয়ে দলের সদস্যপদ থেকে তিনি ইস্তফা দিলেন ৷

তাঁর ও তাঁর পরিবারের বিরুদ্ধে ষড়যন্ত্র করা হচ্ছে ৷ সেই উল্লেখও করেছেন সীতা সোরেন ৷ তিনি লেখেন, "আমার এবং আমার পরিবারের বিরুদ্ধে একটা ষড়যন্ত্র হচ্ছে ৷ সেটা জানতে পেরেছি ৷ তাই ইস্তফা দেওয়া ছাড়া আর কোনও উপায় রইল না ৷" 2009 সাল থেকে তিনি একটানা বিধায়ক নির্বাচিত হয়েছেন ৷ তাই দলের প্রধান শিবু সোরেন এবং পার্টির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন ৷ এদিকে ঝাড়খণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন এখন ইডি হেফাজতে ৷

আরও পড়ুন:

  1. হেমন্ত সোরেনকে গ্রেফতার করল ইডি, নয়া মুখ্যমন্ত্রী চম্পাই সোরেন; বিজেপিকে তোপ রাহুলের
  2. হেমন্ত সোরেনের গ্রেফতারিকে চ্যালেঞ্জ জানিয়ে আবেদন গ্রহণই করল না সুপ্রিম কোর্ট
  3. হেমন্তের বাসভবন থেকে উদ্ধার হওয়া গাড়ির রেজিস্ট্রেশন করেন কলকাতার ব্যবসায়ী
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.