কোটা, 28 মার্চ: দেশের বৃহত্তম ইঞ্জিনিয়ারিং প্রবেশিকা পরীক্ষা, জয়েন্ট এন্ট্রান্স মেইন (JEE MAIN 2024)। ন্যাশনাল টেস্টিং এজেন্সি (NTA) বৃহস্পতিবার এই পরীক্ষার এপ্রিলের দ্বিতীয় সেশনের জন্য শহরের প্রাথমিক তথ্যের স্লিপ প্রকাশ করেছে৷ পরীক্ষার্থীরা ন্যাশনাল টেস্টিং এজেন্সির অফিসিয়াল ওয়েবসাইট এবং জেইই মেইন 2024 থেকে এই স্লিপ ডাউনলোড করতে পারেন। কোটার শিক্ষা বিশেষজ্ঞ দেব শর্মা জানান, শহরের প্রাথমিক তথ্যের স্লিপে পরীক্ষার শহর এবং তারিখ সম্পর্কে তথ্য দেওয়া হয়েছে ৷ এছাড়াও পরীক্ষার সময়সূচি সম্পর্কে তথ্য অ্যাডমিট কার্ডে দেওয়া হবে। পরীক্ষার তারিখের 2 দিন আগে এই অ্যাডমিট কার্ড দিয়ে দেওয়া হবে।
শহরের প্রাথমিক তথ্য স্লিপের পরে, পরীক্ষার্থীরা তাদের পরীক্ষাকেন্দ্র অনুযায়ী পরিকল্পনা করতে সক্ষম হবেন। এছাড়াও, তারা তাদের পরীক্ষার জন্য নির্ধারিত শহরে পৌঁছাতে সক্ষম হবেন। পরীক্ষার্থীরা দীর্ঘদিন ধরে এই সিটি ইনফরমেশন স্লিপের অপেক্ষায় ছিলেন। পরীক্ষার্থীরা তাদের শহরের তথ্যের স্লিপ https://jeemain.nta.ac.in/ এবং https://jeemainsession2.ntaonline.in/frontend/web/advancecityintimationslip/index লিঙ্ক থেকে ডাউনলোড করা যাবে। পরীক্ষার্থীদের তাদের আবেদনপত্রের নম্বর, কোর্স, জন্ম তারিখ এবং সিকিউরিটি পিন লিখতে হবে। জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার এপ্রিল সেশনের পরীক্ষাগুলি 4 এপ্রিল থেকে 15 এপ্রিলের মধ্যে কম্পিউটার ভিত্তিক পরীক্ষার আকারে পরিচালিত হবে। যেখানে 12 লাখেরও বেশি পরীক্ষার্থী অংশগ্রহণ করবেন।
CUET UG সংশোধনের তারিখ প্রকাশিত হয়েছে: ন্যাশনাল টেস্টিং এজেন্সি (NTA) সম্প্রতি কমন ইউনিভার্সিটি এন্ট্রান্স টেস্ট ইউজির অনলাইন আবেদনের শেষ তারিখ 31 মার্চ পর্যন্ত বাড়িয়েছে। এছাড়াও, এখন ন্যাশনাল টেস্টিং এজেন্সি পরীক্ষার্থীদের জন্য অনলাইন সংশোধন উইন্ডো খোলার তারিখ ঘোষণা করেছে। এর অধীনে, পরীক্ষার্থীরা তাদের অনলাইন আবেদন 2 এপ্রিল থেকে 3 এপ্রিলের মধ্যে সংশোধন করতে সক্ষম হবেন। গত বছর CUET UG পরীক্ষায় 14 লাখের বেশি পরীক্ষার্থী অংশ নিয়েছিলেন। এবারও প্রায় একই সংখ্যক পরীক্ষার্থী এই পরীক্ষায় অংশ নেবেন। এছাড়াও, এবার পরীক্ষা হাইব্রিড মোডে অনুষ্ঠিত হবে যাতে কাগজ কলমে লিখিত পরীক্ষার পাশাপাশি কম্পিউটার ভিত্তিক পরীক্ষাও থাকবে।
আরও পড়ুন:
সোমবার পর্যন্ত বাড়ল জয়েন্ট এন্ট্রান্স এক্সাম মেইনের রেজিস্ট্রেশনের সময়