ETV Bharat / bharat

আর্থ অবজারভেশন স্যাটেলাইট 08-এর সফল উৎক্ষেপণ, ইসরোকে অভিনন্দন প্রধানমন্ত্রীর - ISRO Launches EOS 08

author img

By ETV Bharat Bangla Team

Published : Aug 16, 2024, 1:47 PM IST

Updated : Aug 16, 2024, 3:10 PM IST

ISRO Launches EOS-08 Carried by SSLV-D3: আরও একটি আর্থ অবজারভেশন স্যাটেলাইটের সফল উৎক্ষেপণ করল সতীশ ধাওয়ান স্পেস সেন্টার ৷ শুক্রবার সকালে এসএসএলভি-ডি3 মহাকাশযানে এই অবজারভেশন স্যাটেলাইট মহাকাশে পাঠিয়েছে ভারতীয় মহাকাশ গবেষণা কেন্দ্র ৷

ISRO Launches EOS 08 Carried by SSLV-D3
আর্থ অবজারভেটরি স্যাটেলাইট 08-এর সফল উৎক্ষেপণ ইসরোর ৷ (ছবি- ইসরো এক্স হ্যান্ডেল)

নেল্লোর, 16 অগস্ট: শ্রীহরিকোটার ভারতীয় মহাকাশ গবেষণা কেন্দ্র থেকে সফল উৎক্ষেপণ হল আর্থ অবজারভেশন স্যাটেলাইট-08 ৷ শুক্রবার সকাল 9টার সময় শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান স্পেস সেন্টার থেকে আর্থ অবজারভেশন স্যাটেলাইট বা ইওএস-08 উৎক্ষেপণ করা হয় ৷ এসএসএলভি-ডি3 মহাকাশযানে করে স্যাটেলাইটটি পাঠানো হয় মহাকাশে ৷ ইসরো জানিয়েছে, তাদের তৃতীয় ডেভলপমেন্ট ফ্লাইট বা এসএসএলভি-ডি3 সফল হয়েছে ৷

এদিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ইসরোকে তাদের সাফল্যের জন্য অভিনন্দন জানান ৷ এক্স হ্যান্ডেল প্রধানমন্ত্রী লেখেন, "একটি দৃষ্টান্তমূলক লক্ষ্যপ্রাপ্তি হল ! আমাদের বিজ্ঞানী এবং মহাকাশ গবেষণা ইন্ডাস্ট্রিকে অভিনন্দন এই সাফল্যের জন্য ৷ এটা খুবই আনন্দের বিষয় যে, ভারতের কাছে এখন নতুন উৎক্ষেপণ যান ও প্রযুক্তি এসেছে ৷ এসএসএলভি-র সাফল্য ভবিষ্যতে মহাকাশ অভিযানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে ৷ সেই সঙ্গে বেসরকারি সংস্থাগুলিকে মহাকাশ গবেষণায় উৎসাহ দেবে ৷ ইসরো এবং অন্যান্য সংস্থাগুলিকে আমার আগামী দিনের জন্য শুভেচ্ছা রইল ৷"

ইসরো তাদের এক্স হ্যান্ডেলে আর্থ অবজারভেশন স্যাটেলাইটের সফল উৎক্ষেপণ নিয়ে জানায়, "তৃতীয় ডেভলপমেন্ট ফ্লাইট এসএসএলভি সাফল্য পেয়েছে ৷ এসএসএলভি-ডি3 নিখুতভাবে ইওএস-08’কে সফলভাবে তার কক্ষপথে স্থাপন করেছে ৷ এটিকে ইসরো/ডিএসও-র এসএসএলভি ডেভলপমেন্ট প্রজেক্টের সাফল্য হিসেবে গণ্য করা হয়েছে ৷ যেখানে ভারতীয় সংস্থা এবং এনএসআইএল ইন্ডিয়া বাণিজ্যিক মিশনে এসএসএলভি রকেট প্রস্তুত করবে ৷"

ইসরোর তরফে দেওয়া তথ্য অনুযায়ী, প্রায় সাড়ে ছ’ঘণ্টার কাউন্টডাউনের পর আজ সকাল 9টার পর এসএসএলভি-ডি3 রকেট আর্থ অবজারভেশন স্যাটেলাইট নিয়ে মহাকাশে পাড়ি দেয় ৷ ভারতীয় সময় মধ্যরাত 2টো 47 মিনিটে এর কাউন্টডাউন শুরু হয় ৷ এসএসএলভি-ডি3/ইওএস-08 এর এটি তৃতীয় ও চূড়ান্ত ডেভলপমেন্ট ফ্লাইট বা উড়ান ছিল ৷ প্রায় একবছর সময় লেগেছিল এই মিশনে ব্যবহার হওয়া এসএসএলভি-ডি3 রকেট বা মহাকাশযানটি তৈরি করতে ৷

ইসরোর তরফে দেওয়া এর আগের বিবৃতিতে বলা হয়েছিল, আর্থ অবজারভেশন স্যাটেলাইট-08 মিশনের প্রাথমিক উদ্দেশ্য ছিল, মাইক্রোস্যাটেলাই ডিজাইনিং ও ডেভলপমেন্ট ৷ সেই সঙ্গে মাইক্রোস্যাটেলাইট বাস বা বাহনের সঙ্গে সামঞ্জস্য রেখে পে-লোড ইস্ট্রুমেন্টস তৈরি করা ৷ পাশাপাশি, ভবিষ্যতে স্যাটেলাইট অপারেশনের জন্য নয়া প্রযুক্তি অন্তর্ভুক্ত করাও ভারতীয় মহাকাশ গবেষণা কেন্দ্র বা ইসরোর উদ্দেশ্য বলে জানান হয়েছে ৷

উল্লেখ্য, এর আগে এসএসএলভি-ডি1 মহাকাশযানের সফল উৎক্ষেপণ হলেও, তা মহাকাশে পৌঁছানোর পর ব্যর্থ হয় ৷ মহাকাশে পৌঁছানোর পর, কক্ষপথে স্থাপনের আগেই দু’টি স্যাটেলাইট নষ্ট হয়ে যায় ৷ পরবর্তী সময়ে এসএসএলভি-ডি2 মহাকাশযানের উৎক্ষেপণ সফল হয় ৷ যেখানে ছোট-ছোট স্যাটেলাইট সফলভাবে কক্ষপথে স্থাপন করা হয়েছিল ৷

নেল্লোর, 16 অগস্ট: শ্রীহরিকোটার ভারতীয় মহাকাশ গবেষণা কেন্দ্র থেকে সফল উৎক্ষেপণ হল আর্থ অবজারভেশন স্যাটেলাইট-08 ৷ শুক্রবার সকাল 9টার সময় শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান স্পেস সেন্টার থেকে আর্থ অবজারভেশন স্যাটেলাইট বা ইওএস-08 উৎক্ষেপণ করা হয় ৷ এসএসএলভি-ডি3 মহাকাশযানে করে স্যাটেলাইটটি পাঠানো হয় মহাকাশে ৷ ইসরো জানিয়েছে, তাদের তৃতীয় ডেভলপমেন্ট ফ্লাইট বা এসএসএলভি-ডি3 সফল হয়েছে ৷

এদিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ইসরোকে তাদের সাফল্যের জন্য অভিনন্দন জানান ৷ এক্স হ্যান্ডেল প্রধানমন্ত্রী লেখেন, "একটি দৃষ্টান্তমূলক লক্ষ্যপ্রাপ্তি হল ! আমাদের বিজ্ঞানী এবং মহাকাশ গবেষণা ইন্ডাস্ট্রিকে অভিনন্দন এই সাফল্যের জন্য ৷ এটা খুবই আনন্দের বিষয় যে, ভারতের কাছে এখন নতুন উৎক্ষেপণ যান ও প্রযুক্তি এসেছে ৷ এসএসএলভি-র সাফল্য ভবিষ্যতে মহাকাশ অভিযানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে ৷ সেই সঙ্গে বেসরকারি সংস্থাগুলিকে মহাকাশ গবেষণায় উৎসাহ দেবে ৷ ইসরো এবং অন্যান্য সংস্থাগুলিকে আমার আগামী দিনের জন্য শুভেচ্ছা রইল ৷"

ইসরো তাদের এক্স হ্যান্ডেলে আর্থ অবজারভেশন স্যাটেলাইটের সফল উৎক্ষেপণ নিয়ে জানায়, "তৃতীয় ডেভলপমেন্ট ফ্লাইট এসএসএলভি সাফল্য পেয়েছে ৷ এসএসএলভি-ডি3 নিখুতভাবে ইওএস-08’কে সফলভাবে তার কক্ষপথে স্থাপন করেছে ৷ এটিকে ইসরো/ডিএসও-র এসএসএলভি ডেভলপমেন্ট প্রজেক্টের সাফল্য হিসেবে গণ্য করা হয়েছে ৷ যেখানে ভারতীয় সংস্থা এবং এনএসআইএল ইন্ডিয়া বাণিজ্যিক মিশনে এসএসএলভি রকেট প্রস্তুত করবে ৷"

ইসরোর তরফে দেওয়া তথ্য অনুযায়ী, প্রায় সাড়ে ছ’ঘণ্টার কাউন্টডাউনের পর আজ সকাল 9টার পর এসএসএলভি-ডি3 রকেট আর্থ অবজারভেশন স্যাটেলাইট নিয়ে মহাকাশে পাড়ি দেয় ৷ ভারতীয় সময় মধ্যরাত 2টো 47 মিনিটে এর কাউন্টডাউন শুরু হয় ৷ এসএসএলভি-ডি3/ইওএস-08 এর এটি তৃতীয় ও চূড়ান্ত ডেভলপমেন্ট ফ্লাইট বা উড়ান ছিল ৷ প্রায় একবছর সময় লেগেছিল এই মিশনে ব্যবহার হওয়া এসএসএলভি-ডি3 রকেট বা মহাকাশযানটি তৈরি করতে ৷

ইসরোর তরফে দেওয়া এর আগের বিবৃতিতে বলা হয়েছিল, আর্থ অবজারভেশন স্যাটেলাইট-08 মিশনের প্রাথমিক উদ্দেশ্য ছিল, মাইক্রোস্যাটেলাই ডিজাইনিং ও ডেভলপমেন্ট ৷ সেই সঙ্গে মাইক্রোস্যাটেলাইট বাস বা বাহনের সঙ্গে সামঞ্জস্য রেখে পে-লোড ইস্ট্রুমেন্টস তৈরি করা ৷ পাশাপাশি, ভবিষ্যতে স্যাটেলাইট অপারেশনের জন্য নয়া প্রযুক্তি অন্তর্ভুক্ত করাও ভারতীয় মহাকাশ গবেষণা কেন্দ্র বা ইসরোর উদ্দেশ্য বলে জানান হয়েছে ৷

উল্লেখ্য, এর আগে এসএসএলভি-ডি1 মহাকাশযানের সফল উৎক্ষেপণ হলেও, তা মহাকাশে পৌঁছানোর পর ব্যর্থ হয় ৷ মহাকাশে পৌঁছানোর পর, কক্ষপথে স্থাপনের আগেই দু’টি স্যাটেলাইট নষ্ট হয়ে যায় ৷ পরবর্তী সময়ে এসএসএলভি-ডি2 মহাকাশযানের উৎক্ষেপণ সফল হয় ৷ যেখানে ছোট-ছোট স্যাটেলাইট সফলভাবে কক্ষপথে স্থাপন করা হয়েছিল ৷

Last Updated : Aug 16, 2024, 3:10 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.