ETV Bharat / bharat

অস্ট্রেলিয়ায় ডাস্টবিনে উদ্ধার ভারতীয় মহিলার দেহ, খুনের অভিযোগে গ্রেফতার স্বামী - Indian Woman Murdered in Australia

Indian Woman Murdered in Australia: অস্ট্রেলিয়ায় এক ভারতীয় মহিলাকে খুন করে ডাস্টবিনে দেহ ফেলে দেওয়ার অভিযোগ ৷ ঘটনায় মহিলার স্বামীকে গ্রেফতার করেছে ভিক্টোরিয়া পুলিশ ৷ ঘটনার তদন্ত শুরু হয়েছে ৷

ETV BHARAT
ETV BHARAT
author img

By ETV Bharat Bangla Team

Published : Mar 11, 2024, 1:23 PM IST

হায়দরাবাদ, 11 মার্চ: অস্ট্রেলিয়ায় স্বামীর হাতে খুন হলেন ভারতীয় এক মহিলা ৷ স্ত্রীকে খুনের পর দেহ রাস্তার ধারে ডাস্টবিনে ফেলে দেন অভিযুক্ত ৷ যে ঘটনায় ভিক্টোরিয়া পুলিশ অভিযুক্ত অশোকরাজকে গ্রেফতার করেছে ৷ মৃত মহিলার নাম শ্বেতা ৷ জানা গিয়েছে, শ্বেতা তেলেঙ্গানার হায়দরাবাদের বাসিন্দা ৷ উপ্পলের বিধায়ক বান্ডারি লক্ষ্মা রেড্ডি জানিয়েছেন, তাঁরা শ্বেতার দেহ ভারতে নিয়ে আসার ব্যবস্থা করছেন ৷

জানা গিয়েছে, শ্বেতাকে কুপিয়ে হত্যার পর, অশোকরাজ তাঁর দেহ প্লাস্টিকে মুড়ে রাস্তার ধারে ডাস্টবিনে ফেলে দেন ৷ এরপর তাঁদের একমাত্র ছেলেকে নিয়ে ভারতে চলে আসেন ৷ এখানে শ্বশুর-শাশুড়ির কাছে ছেলেকে রেখে অশোকরাজ ফের অস্ট্রেলিয়া ফিরে যান ৷ কিন্তু, ততদিনে ভিক্টোরিয়া পুলিশ শ্বেতার দেহ উদ্ধার ও খুনের ঘটনায় তদন্ত শুরু করে দিয়েছিল ৷ এমনকি শ্বেতার পরিচয় এবং তাঁর স্বামী ও সন্তানের বিষয়েও জানতে পেরে গিয়েছিল ৷ ফলে অশোকরাজ অস্ট্রেলিয়ায় পৌঁছাতেই ভিক্টোরিয়া পুলিশ তাঁকে গ্রেফতার করে ৷

শ্বেতার পরিবারের সঙ্গেও ভিক্টোরিয়া পুলিশ যোগাযোগ করেছে ৷ উপ্পল বিধানসভার বিধায়ক বান্ডারি লক্ষ্মা রেড্ডি জানিয়েছেন, তাঁরা দ্রুত শ্বেতার দেহ হায়দরাবাদে পরিবারের কাছে ফেরানোর চেষ্টা করছেন ৷ এমনকি এনিয়ে তিনি কেন্দ্রীয় মন্ত্রী কিষাণ রেড্ডির সঙ্গেও আলোচনা করেছেন ৷ শেষ পাওয়া খবর অনুযায়ী, শ্বেতার দেহের ময়নাতদন্ত হয়ে গিয়েছে ৷ ময়নাতদন্তের রিপোর্ট তদন্তকারী আধিকারিকদের হাতে চলে এলেই শ্বেতার দেহ ভারতে ফেরানোর প্রক্রিয়া শুরু হয়ে যাবে ৷

উল্লেখ্য, বিদেশ বিভুঁইয়ে গিয়ে ভারতীয়দের প্রাণ হারানোর ঘটনা সাম্প্রতিককালে বেশ বেড়েছে ৷ কখনও পারিবারিক হিংসার শিকার, তো কখনও বিদ্বেষ থেকে বা দুষ্কৃতীদের হাতে খুনের ঘটনার শিকার হন ভারতীয়রা ৷ শ্বেতার ঘটনাও তেমনই একটি ৷ তবে, কেন অশোকরাজ তাঁর স্ত্রীকে খুন করলেন ? তা এখনও জানা যায়নি ৷ তবে, খুনের পরেই, ছেলেকে নিয়ে ভারতে আসা ও তাকে শ্বশুরবাড়িতে রেখে ফের অস্ট্রেলিয়া ফিরে যাওয়া ৷ এই ঘটনা থেকে ভিক্টোরিয়া পুলশি মনে করছে শ্বেতাকে পরিকল্পনা মাফিক খুন করা হয়েছে ৷

আরও পড়ুন:

  1. পার্টিতে যুবককে গুলি করে খুনে অভিযুক্ত বন্ধুরা, গ্রেফতার 6
  2. পরকীয়া সন্দেহে স্ত্রীকে খুন, গ্রেফতার স্বামী
  3. স্ত্রীর মুণ্ডু হাতে নিয়ে রাস্তায় ঘুরছেন স্বামী, বারাবাঙ্কির ঘটনায় চাঞ্চল্য

হায়দরাবাদ, 11 মার্চ: অস্ট্রেলিয়ায় স্বামীর হাতে খুন হলেন ভারতীয় এক মহিলা ৷ স্ত্রীকে খুনের পর দেহ রাস্তার ধারে ডাস্টবিনে ফেলে দেন অভিযুক্ত ৷ যে ঘটনায় ভিক্টোরিয়া পুলিশ অভিযুক্ত অশোকরাজকে গ্রেফতার করেছে ৷ মৃত মহিলার নাম শ্বেতা ৷ জানা গিয়েছে, শ্বেতা তেলেঙ্গানার হায়দরাবাদের বাসিন্দা ৷ উপ্পলের বিধায়ক বান্ডারি লক্ষ্মা রেড্ডি জানিয়েছেন, তাঁরা শ্বেতার দেহ ভারতে নিয়ে আসার ব্যবস্থা করছেন ৷

জানা গিয়েছে, শ্বেতাকে কুপিয়ে হত্যার পর, অশোকরাজ তাঁর দেহ প্লাস্টিকে মুড়ে রাস্তার ধারে ডাস্টবিনে ফেলে দেন ৷ এরপর তাঁদের একমাত্র ছেলেকে নিয়ে ভারতে চলে আসেন ৷ এখানে শ্বশুর-শাশুড়ির কাছে ছেলেকে রেখে অশোকরাজ ফের অস্ট্রেলিয়া ফিরে যান ৷ কিন্তু, ততদিনে ভিক্টোরিয়া পুলিশ শ্বেতার দেহ উদ্ধার ও খুনের ঘটনায় তদন্ত শুরু করে দিয়েছিল ৷ এমনকি শ্বেতার পরিচয় এবং তাঁর স্বামী ও সন্তানের বিষয়েও জানতে পেরে গিয়েছিল ৷ ফলে অশোকরাজ অস্ট্রেলিয়ায় পৌঁছাতেই ভিক্টোরিয়া পুলিশ তাঁকে গ্রেফতার করে ৷

শ্বেতার পরিবারের সঙ্গেও ভিক্টোরিয়া পুলিশ যোগাযোগ করেছে ৷ উপ্পল বিধানসভার বিধায়ক বান্ডারি লক্ষ্মা রেড্ডি জানিয়েছেন, তাঁরা দ্রুত শ্বেতার দেহ হায়দরাবাদে পরিবারের কাছে ফেরানোর চেষ্টা করছেন ৷ এমনকি এনিয়ে তিনি কেন্দ্রীয় মন্ত্রী কিষাণ রেড্ডির সঙ্গেও আলোচনা করেছেন ৷ শেষ পাওয়া খবর অনুযায়ী, শ্বেতার দেহের ময়নাতদন্ত হয়ে গিয়েছে ৷ ময়নাতদন্তের রিপোর্ট তদন্তকারী আধিকারিকদের হাতে চলে এলেই শ্বেতার দেহ ভারতে ফেরানোর প্রক্রিয়া শুরু হয়ে যাবে ৷

উল্লেখ্য, বিদেশ বিভুঁইয়ে গিয়ে ভারতীয়দের প্রাণ হারানোর ঘটনা সাম্প্রতিককালে বেশ বেড়েছে ৷ কখনও পারিবারিক হিংসার শিকার, তো কখনও বিদ্বেষ থেকে বা দুষ্কৃতীদের হাতে খুনের ঘটনার শিকার হন ভারতীয়রা ৷ শ্বেতার ঘটনাও তেমনই একটি ৷ তবে, কেন অশোকরাজ তাঁর স্ত্রীকে খুন করলেন ? তা এখনও জানা যায়নি ৷ তবে, খুনের পরেই, ছেলেকে নিয়ে ভারতে আসা ও তাকে শ্বশুরবাড়িতে রেখে ফের অস্ট্রেলিয়া ফিরে যাওয়া ৷ এই ঘটনা থেকে ভিক্টোরিয়া পুলশি মনে করছে শ্বেতাকে পরিকল্পনা মাফিক খুন করা হয়েছে ৷

আরও পড়ুন:

  1. পার্টিতে যুবককে গুলি করে খুনে অভিযুক্ত বন্ধুরা, গ্রেফতার 6
  2. পরকীয়া সন্দেহে স্ত্রীকে খুন, গ্রেফতার স্বামী
  3. স্ত্রীর মুণ্ডু হাতে নিয়ে রাস্তায় ঘুরছেন স্বামী, বারাবাঙ্কির ঘটনায় চাঞ্চল্য
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.