ETV Bharat / bharat

পাকিস্তানে গুলি করে হত্যা সরবজিতের খুনি সরফরাজকে - Sarabjit Singh Killer Shot Dead - SARABJIT SINGH KILLER SHOT DEAD

Sarabjit Singh Killer Shot Dead: ভারতীয় বন্দি সরবজিৎ সিংয়ের হত্যাকারী লস্কর জঙ্গি আমির সরফরাজ তাম্বাকে গুলি করে মারল অজ্ঞাত পরিচয় আঁততায়ীরা ৷ পাকিস্তানে আজ আমির সরফরাজ তাম্বাকে হত্যা করা হয়েছে ৷

ETV BHARAT
ETV BHARAT
author img

By PTI

Published : Apr 14, 2024, 6:44 PM IST

Updated : Apr 14, 2024, 7:22 PM IST

নয়াদিল্লি, 14 এপ্রিল: ভারতীয় বন্দি সরবজিৎ সিংকে হত্যাকারী লস্কর জঙ্গি আমির সরফরাজ তাম্বাকে গুলি করে মারল অজ্ঞাত পরিচয় আঁততায়ীরা ৷ পাকিস্তানের লাহোরে আজ আমির সরফরাজ তাম্বাকে হত্যা করা হয়েছে ৷ সংবাদসংস্থা পিটিআই একটি সূত্রকে উল্লেখ করে এখবর জানিয়েছে ৷ বাইকে করে এসে আঁততায়ীরা সরফরাজকে গুলি করে ৷ তাঁকে উদ্ধার করে লাহোরের একটি হাসপাতালে ভরতি করানো হয় ৷ সেখানেই আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন থাকাকালীন মৃত্যু হয় তাম্বার ৷

পিটিআইয়ের খবর অনুযায়ী, লাহোরের ইসলামপুর এলাকায় লস্কর-ই-তৈবার প্রধান হাফিজ সৈয়দের ঘনিষ্ঠ আমির সরফরাজ তাম্বাকে গুলি করে বাইকে সওয়ার অজ্ঞাত পরিচয় আঁততায়ীরা ৷ ঘটনাস্থলেই রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়েন সরফরাজ ৷ তাঁকে দ্রুত উদ্ধার করে ইসলামপুরের একটি হাসপাতালে ভরতি করানো হয় ৷ সেখানেই সরবজিতের খুনির মৃত্যু হয় ৷

উল্লেখ্য, 2013 সালের 2 মে লাহোরের জিন্না হাসপাতালে কয়েক ঘণ্টার মধ্যে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছিল ভারতীয় বন্দি সরবজিতের ৷ পরবর্তী সময়ে জানা যায়, হাফিজ সৈয়দ ঘনিষ্ঠ আমির সরফরাজ তাম্বা ও তাঁর সঙ্গীরা পাকিস্তানের উচ্চ নিরাপত্তা ব্যবস্থার যুক্ত কোট লাখপত কারাগারে সরবজিৎকে মারধর করেছিল ৷ প্রায় একসপ্তাহ ধরে জেলের ভিতরে আহত অবস্থায় পড়েছিলেন সরবজিৎ ৷ তাঁর শারীরিক অবস্থার অবনতি হওয়ায় হাসপাতালে নিয়ে যায় জেল কর্তৃপক্ষ ৷ পরবর্তী সময়ে আরও জানা যায়, সরবজিৎ সিংকে লোহার রড, ইট দিয়ে পিটিয়ে মারা হয়েছিল ৷

এই ঘটনার 6 বছর পরে পাকিস্তানের একটি আদালত আমির সরফরাজ তাম্বা এবং তার এক সঙ্গীকে বেকসুর খালাস করে দিয়েছিল প্রমাণের অভাবে ৷ জানা গিয়েছিল, সরবজিৎকে খুনের ঘটনায় যাঁরা সাক্ষী ছিলেন, সকলে শেষ মুহূর্তে নিজেদের বয়ান বদলে ফেলেন ৷ উল্লেখ্য, পাকিস্তানের পঞ্জাব প্রদেশে একাধিক বোমা বিস্ফোরণের অভিযোগ সরবজিৎ সিংকে গ্রেফতার করেছিল পাকিস্তান পুলিশ ৷ পরবর্তী সময়ে পাকিস্তানের সুপ্রিম কোর্ট সরবজিৎকে ফাঁসির নির্দেশ দেয় ৷ কিন্তু, ফাঁসির আগেই সরবজিৎকে জেলের মধ্যে পিটিয়ে হত্যা করে আমির সরফরাজ তাম্বা এবং তার সঙ্গীরা ৷

নয়াদিল্লি, 14 এপ্রিল: ভারতীয় বন্দি সরবজিৎ সিংকে হত্যাকারী লস্কর জঙ্গি আমির সরফরাজ তাম্বাকে গুলি করে মারল অজ্ঞাত পরিচয় আঁততায়ীরা ৷ পাকিস্তানের লাহোরে আজ আমির সরফরাজ তাম্বাকে হত্যা করা হয়েছে ৷ সংবাদসংস্থা পিটিআই একটি সূত্রকে উল্লেখ করে এখবর জানিয়েছে ৷ বাইকে করে এসে আঁততায়ীরা সরফরাজকে গুলি করে ৷ তাঁকে উদ্ধার করে লাহোরের একটি হাসপাতালে ভরতি করানো হয় ৷ সেখানেই আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন থাকাকালীন মৃত্যু হয় তাম্বার ৷

পিটিআইয়ের খবর অনুযায়ী, লাহোরের ইসলামপুর এলাকায় লস্কর-ই-তৈবার প্রধান হাফিজ সৈয়দের ঘনিষ্ঠ আমির সরফরাজ তাম্বাকে গুলি করে বাইকে সওয়ার অজ্ঞাত পরিচয় আঁততায়ীরা ৷ ঘটনাস্থলেই রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়েন সরফরাজ ৷ তাঁকে দ্রুত উদ্ধার করে ইসলামপুরের একটি হাসপাতালে ভরতি করানো হয় ৷ সেখানেই সরবজিতের খুনির মৃত্যু হয় ৷

উল্লেখ্য, 2013 সালের 2 মে লাহোরের জিন্না হাসপাতালে কয়েক ঘণ্টার মধ্যে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছিল ভারতীয় বন্দি সরবজিতের ৷ পরবর্তী সময়ে জানা যায়, হাফিজ সৈয়দ ঘনিষ্ঠ আমির সরফরাজ তাম্বা ও তাঁর সঙ্গীরা পাকিস্তানের উচ্চ নিরাপত্তা ব্যবস্থার যুক্ত কোট লাখপত কারাগারে সরবজিৎকে মারধর করেছিল ৷ প্রায় একসপ্তাহ ধরে জেলের ভিতরে আহত অবস্থায় পড়েছিলেন সরবজিৎ ৷ তাঁর শারীরিক অবস্থার অবনতি হওয়ায় হাসপাতালে নিয়ে যায় জেল কর্তৃপক্ষ ৷ পরবর্তী সময়ে আরও জানা যায়, সরবজিৎ সিংকে লোহার রড, ইট দিয়ে পিটিয়ে মারা হয়েছিল ৷

এই ঘটনার 6 বছর পরে পাকিস্তানের একটি আদালত আমির সরফরাজ তাম্বা এবং তার এক সঙ্গীকে বেকসুর খালাস করে দিয়েছিল প্রমাণের অভাবে ৷ জানা গিয়েছিল, সরবজিৎকে খুনের ঘটনায় যাঁরা সাক্ষী ছিলেন, সকলে শেষ মুহূর্তে নিজেদের বয়ান বদলে ফেলেন ৷ উল্লেখ্য, পাকিস্তানের পঞ্জাব প্রদেশে একাধিক বোমা বিস্ফোরণের অভিযোগ সরবজিৎ সিংকে গ্রেফতার করেছিল পাকিস্তান পুলিশ ৷ পরবর্তী সময়ে পাকিস্তানের সুপ্রিম কোর্ট সরবজিৎকে ফাঁসির নির্দেশ দেয় ৷ কিন্তু, ফাঁসির আগেই সরবজিৎকে জেলের মধ্যে পিটিয়ে হত্যা করে আমির সরফরাজ তাম্বা এবং তার সঙ্গীরা ৷

আরও পড়ুন:

পশ্চিম এশিয়ায় ভারতের আরও সাবধানী বিদেশনীতির প্রয়োজন

কয়েকশো ড্রোন-মিসাইলে ইজরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা ইরানের, মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতি

Last Updated : Apr 14, 2024, 7:22 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.