ETV Bharat / bharat

প্রয়াত ভারতীয় উপকূলরক্ষী বাহিনীর ডিরেক্টর জেনারেল রাকেশ পাল - Indian Coast Guard DG Passes Away

Indian Coast Guard DG Rakesh Pal: মৃত্যু হল ভারতীয় উপকূলরক্ষী বাহিনীর ডিজি রাকেশ পাল ৷ রবিবার চেন্নাইয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি ৷

Indian Coast Guard
ভারতীয় উপকূলরক্ষী বাহিনীর ডিরেক্টর জেনারেল রাকেশ পাল (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Bangla Team

Published : Aug 18, 2024, 10:21 PM IST

Updated : Aug 18, 2024, 10:54 PM IST

চেন্নাই, 18 অগস্ট: প্রয়াত হলেন ভারতীয় উপকূল রক্ষীবাহিনীর ডিরেক্টর জেনারেল রাকেশ পাল ৷ রবিবার সন্ধ্যায় চেন্নাইয়ে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় তাঁর ৷ ঘটনাটি পুরোটাই আকস্মিক ৷ এদিন কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং চেন্নাইতে উপকূলরক্ষী বাহিনীর মেরিটাইম রেসকিউ অ্যান্ড কো-অর্ডিনেশন সেন্টারের নতুন ভবনের উদ্বোধন করেন । সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভারতীয় উপকূলরক্ষী বাহিনীর ডিজি রাকেশ পাল ৷

এরপর বিকেলে হঠাৎ বুকে ব্যথা অনুভব করেন তিনি ৷ তাঁকে চেন্নাইয়ের রাজীব গান্ধি সরকারি হাসপাতালে ভর্তি করা হয় ৷ সেখানেই সন্ধ্যায় মৃত্যু হয় তাঁর ৷ এই খবরের পর কেন্দ্রীয় মন্ত্রী রাজনাথ সিং এবং মুখ্যমন্ত্রী এমকে স্ট্যালিন হাসপাতালে যান ৷ উপকূলরক্ষী বাহিনীর উচ্চাআধিকারিক রাকেশ পালের শবদেহে শেষ শ্রদ্ধা জানান ।

কে এই রাকেশ পাল ?

রাকেশ পাল ভারতীয় উপকূলরক্ষী বাহিনীতে তাঁর অসামান্য নেতৃত্বের জন্য অতি বিশেষ সেবা পদক ছাড়াও তিনটি পদক পেয়েছেন ৷ রাকেশ পাল ভারতীয় কোস্টগার্ডের 25তম ডিরেক্টর জেনারেল ।

ইন্ডিয়ান নেভাল অ্যাকাডেমির প্রাক্তন ছাত্র ছিলেন তিনি ৷ 1989 সালের জানুয়ারিতে ভারতীয় কোস্ট গার্ডে যোগ দেন রাকেশ পাল । তাঁর 34 বছরের অভিজ্ঞতা রয়েছে এবং তিনি কোস্ট গার্ড সদর দফতর, নয়াদিল্লিতে কমান্ডার কোস্ট গার্ড জোন (উত্তর পশ্চিম), গান্ধিনগর (নীতি ও কর্মসূচি) এবং অতিরিক্ত ডিজি কোস্ট গার্ড পদে অধিষ্ঠিত হয়েছেন ।

এছাড়াও, তিনি কোস্ট গার্ড সদর দফতর, দিল্লিতে পরিচালক (অবকাঠামো ও কাজ) এবং প্রধান পরিচালক (প্রশাসন)-এর মতো বিভিন্ন মর্যাদাপূর্ণ স্টাফ পদে অধিষ্ঠিত হয়েছেন । আইসিজিএস সমর্থ, আইসিজিএস বিজিথ, আইসিজিএস সুশেদা কৃপালানি, আইসিজিএস অকাল্যাবাই এবং আইসিজিএস সি-০৩-এর কমান্ডিং জাহাজগুলিও উল্লেখযোগ্য যে তিনি দায়িত্ব পালন করেছেন ।

চেন্নাই, 18 অগস্ট: প্রয়াত হলেন ভারতীয় উপকূল রক্ষীবাহিনীর ডিরেক্টর জেনারেল রাকেশ পাল ৷ রবিবার সন্ধ্যায় চেন্নাইয়ে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় তাঁর ৷ ঘটনাটি পুরোটাই আকস্মিক ৷ এদিন কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং চেন্নাইতে উপকূলরক্ষী বাহিনীর মেরিটাইম রেসকিউ অ্যান্ড কো-অর্ডিনেশন সেন্টারের নতুন ভবনের উদ্বোধন করেন । সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভারতীয় উপকূলরক্ষী বাহিনীর ডিজি রাকেশ পাল ৷

এরপর বিকেলে হঠাৎ বুকে ব্যথা অনুভব করেন তিনি ৷ তাঁকে চেন্নাইয়ের রাজীব গান্ধি সরকারি হাসপাতালে ভর্তি করা হয় ৷ সেখানেই সন্ধ্যায় মৃত্যু হয় তাঁর ৷ এই খবরের পর কেন্দ্রীয় মন্ত্রী রাজনাথ সিং এবং মুখ্যমন্ত্রী এমকে স্ট্যালিন হাসপাতালে যান ৷ উপকূলরক্ষী বাহিনীর উচ্চাআধিকারিক রাকেশ পালের শবদেহে শেষ শ্রদ্ধা জানান ।

কে এই রাকেশ পাল ?

রাকেশ পাল ভারতীয় উপকূলরক্ষী বাহিনীতে তাঁর অসামান্য নেতৃত্বের জন্য অতি বিশেষ সেবা পদক ছাড়াও তিনটি পদক পেয়েছেন ৷ রাকেশ পাল ভারতীয় কোস্টগার্ডের 25তম ডিরেক্টর জেনারেল ।

ইন্ডিয়ান নেভাল অ্যাকাডেমির প্রাক্তন ছাত্র ছিলেন তিনি ৷ 1989 সালের জানুয়ারিতে ভারতীয় কোস্ট গার্ডে যোগ দেন রাকেশ পাল । তাঁর 34 বছরের অভিজ্ঞতা রয়েছে এবং তিনি কোস্ট গার্ড সদর দফতর, নয়াদিল্লিতে কমান্ডার কোস্ট গার্ড জোন (উত্তর পশ্চিম), গান্ধিনগর (নীতি ও কর্মসূচি) এবং অতিরিক্ত ডিজি কোস্ট গার্ড পদে অধিষ্ঠিত হয়েছেন ।

এছাড়াও, তিনি কোস্ট গার্ড সদর দফতর, দিল্লিতে পরিচালক (অবকাঠামো ও কাজ) এবং প্রধান পরিচালক (প্রশাসন)-এর মতো বিভিন্ন মর্যাদাপূর্ণ স্টাফ পদে অধিষ্ঠিত হয়েছেন । আইসিজিএস সমর্থ, আইসিজিএস বিজিথ, আইসিজিএস সুশেদা কৃপালানি, আইসিজিএস অকাল্যাবাই এবং আইসিজিএস সি-০৩-এর কমান্ডিং জাহাজগুলিও উল্লেখযোগ্য যে তিনি দায়িত্ব পালন করেছেন ।

Last Updated : Aug 18, 2024, 10:54 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.