ETV Bharat / bharat

চিন-পাকিস্তান যৌথ বিবৃতিতে জম্মু-কাশ্মীরের উল্লেখের বিরুদ্ধে সরব ভারত - India on China Pak Joint Statement

India on China-Pak Joint Statement: গত 7 জুন চিন ও পাকিস্তানের একটি যৌথ বিবৃতিতে জম্মু ও কাশ্মীরের কথা উল্লেখ করা হয় ৷ সেই নিয়ে বৃহস্পতিবার কড়া বার্তা দিল ভারত ৷ বিদেশমন্ত্রকের তরফে জানানো হয়েছে যে জম্মু ও কাশ্মীর ভারতের অবিচ্ছেদ্য অংশ আগেও ছিল, এখনও আছে এবং আগামিদিনেও থাকবে ৷

India on China-Pak Joint Statement
প্রতীকী ছবি (ইটিভি ভারত)
author img

By PTI

Published : Jun 13, 2024, 8:08 PM IST

নয়াদিল্লি, 13 জুন: চিন ও পাকিস্তানের সর্বশেষ যৌথ বিবৃতিতে জম্মু ও কাশ্মীরের কথা উল্লেখ করা হওয়ায়, তা নিয়ে সরব হল ভারত ৷ বৃহস্পতিবার ভারতের তরফে এই বিষয়টিকে ‘অবাঞ্ছিত’ বলে উল্লেখ করা হয়েছে ৷ পাশাপাশি জানানো হয়েছে কেন্দ্রশাসিত অঞ্চল জম্মু ও কাশ্মীর এবং লাদাখ ভারতের অবিচ্ছেদ্য অংশ ছিল, আছে এবং থাকবে ৷ যে যৌথ বিবৃতি নিয়ে ভারত প্রতিবাদে সরব হয়েছে, তা সামনে আসে চলতি মাসের সাত তারিখ ৷ সেদিন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ ও চিনের প্রধানমন্ত্রী লি ওয়াং এই যৌথ বিবৃতি দিয়েছিলেন ৷

এ দিন এই নিয়ে বিদেশমন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, "আমরা 7 জুন চিন ও পাকিস্তানের মধ্যে যৌথ বিবৃতিতে জম্মু ও কাশ্মীর কেন্দ্রশাসিত অঞ্চলের অযৌক্তিক উল্লেখ লক্ষ্য করেছি । আমরা স্পষ্টভাবে এই ধরনের উল্লেখ প্রত্যাখ্যান করি ৷ এই ইস্যুতে আমাদের অবস্থান সংশ্লিষ্ট পক্ষের কাছে সামঞ্জস্যপূর্ণ এবং সুপরিচিত । জম্মু ও কাশ্মীরের কেন্দ্রশাসিত অঞ্চল এবং লাদাখ কেন্দ্রশাসিত অঞ্চল ভারতের অবিচ্ছেদ্য অংশ ছিল, আছে ও থাকবে ৷’’

তাই এই নিয়ে আর কোনও দেশের কিছু বলা উচিত নয় বলেই মন্তব্য করেছেন বিদেশমন্ত্রকের এই মুখপাত্র ৷ পাশাপাশি তিনি চিন-পাকিস্তান অর্থনৈতিক করিডর বা সিপিইসি নিয়ে যৌথবিবৃতিতে যা বলা হয়েছে, তারও কড়া প্রতিক্রিয়া দিয়েছেন ৷ রণধীর জয়সওয়াল বলেন, "একই যৌথ বিবৃতিতে তথাকথিত চিন-পাকিস্তান অর্থনৈতিক করিডোরের অধীনে কার্যক্রম ও প্রকল্পের কথাও বলা হয়েছে, যার মধ্যে পাকিস্তানের জোরপূর্বক ও অবৈধভাবে দখল করা কিছু জমি রয়েছে, ভারতের সার্বভৌম ভূখণ্ডের অংশ ৷"

তিনি আরও বলেন, "আমরা দৃঢ়ভাবে এর বিরোধিতা করি এবং ভারতের সার্বভৌমত্ব ও আঞ্চলিক অখণ্ডতাকে প্রভাবিত করে এই অঞ্চলগুলিতে পাকিস্তানের অবৈধ দখলকে শক্তিশালী বা বৈধ করার জন্য অন্য দেশগুলির যেকোনও পদক্ষেপকে প্রত্যাখ্যান করি ।"

নয়াদিল্লি, 13 জুন: চিন ও পাকিস্তানের সর্বশেষ যৌথ বিবৃতিতে জম্মু ও কাশ্মীরের কথা উল্লেখ করা হওয়ায়, তা নিয়ে সরব হল ভারত ৷ বৃহস্পতিবার ভারতের তরফে এই বিষয়টিকে ‘অবাঞ্ছিত’ বলে উল্লেখ করা হয়েছে ৷ পাশাপাশি জানানো হয়েছে কেন্দ্রশাসিত অঞ্চল জম্মু ও কাশ্মীর এবং লাদাখ ভারতের অবিচ্ছেদ্য অংশ ছিল, আছে এবং থাকবে ৷ যে যৌথ বিবৃতি নিয়ে ভারত প্রতিবাদে সরব হয়েছে, তা সামনে আসে চলতি মাসের সাত তারিখ ৷ সেদিন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ ও চিনের প্রধানমন্ত্রী লি ওয়াং এই যৌথ বিবৃতি দিয়েছিলেন ৷

এ দিন এই নিয়ে বিদেশমন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, "আমরা 7 জুন চিন ও পাকিস্তানের মধ্যে যৌথ বিবৃতিতে জম্মু ও কাশ্মীর কেন্দ্রশাসিত অঞ্চলের অযৌক্তিক উল্লেখ লক্ষ্য করেছি । আমরা স্পষ্টভাবে এই ধরনের উল্লেখ প্রত্যাখ্যান করি ৷ এই ইস্যুতে আমাদের অবস্থান সংশ্লিষ্ট পক্ষের কাছে সামঞ্জস্যপূর্ণ এবং সুপরিচিত । জম্মু ও কাশ্মীরের কেন্দ্রশাসিত অঞ্চল এবং লাদাখ কেন্দ্রশাসিত অঞ্চল ভারতের অবিচ্ছেদ্য অংশ ছিল, আছে ও থাকবে ৷’’

তাই এই নিয়ে আর কোনও দেশের কিছু বলা উচিত নয় বলেই মন্তব্য করেছেন বিদেশমন্ত্রকের এই মুখপাত্র ৷ পাশাপাশি তিনি চিন-পাকিস্তান অর্থনৈতিক করিডর বা সিপিইসি নিয়ে যৌথবিবৃতিতে যা বলা হয়েছে, তারও কড়া প্রতিক্রিয়া দিয়েছেন ৷ রণধীর জয়সওয়াল বলেন, "একই যৌথ বিবৃতিতে তথাকথিত চিন-পাকিস্তান অর্থনৈতিক করিডোরের অধীনে কার্যক্রম ও প্রকল্পের কথাও বলা হয়েছে, যার মধ্যে পাকিস্তানের জোরপূর্বক ও অবৈধভাবে দখল করা কিছু জমি রয়েছে, ভারতের সার্বভৌম ভূখণ্ডের অংশ ৷"

তিনি আরও বলেন, "আমরা দৃঢ়ভাবে এর বিরোধিতা করি এবং ভারতের সার্বভৌমত্ব ও আঞ্চলিক অখণ্ডতাকে প্রভাবিত করে এই অঞ্চলগুলিতে পাকিস্তানের অবৈধ দখলকে শক্তিশালী বা বৈধ করার জন্য অন্য দেশগুলির যেকোনও পদক্ষেপকে প্রত্যাখ্যান করি ।"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.