নয়াদিল্লি, 20 জুলাই: উত্তাল বাংলাদেশ থেকে ভারতীয় পড়ুয়াদের উদ্ধার করার কাজ শুরু করল ভারতীয় হাই কমিশন। স্থানীয় বাসিন্দাদের সঙ্গে যোগাযোগ করে ভারতের যে সমস্ত পড়ুয়া বাংলাদেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে পাঠরত তাঁদের ফিরিয়ে আনার কাজ শুরু হয়েছে ৷ এদিকে মেঘালয়ের মুখ্যমন্ত্রী কনরাড সাংমা জানিয়েছেন, প্রায় 405 জন পড়ুয়াকে ইতিমধ্যেই বাংলাদেশ থেকে এদেশে আনা হয়েছে। গোটা প্রক্রিয়া যাতেভালোভাবে সম্পন্ন হতে পারে তার জন্য ভারতীয় হাই কমিশনের সঙ্গে বিএসএফ এবং অভিবাসন ব্যুরোকে বিশেষ দায়িত্ব দেওয়া হয়েছে। এই সমস্ত সংস্থা পড়ুয়াদের ফিরিয়ে আনছে।
সূত্রের খবর, শুক্রবার বিকেল পর্যন্ত কমবেশি 250 ভারতীয় পড়ুয়া বাংলাদেশ থেকে পশ্চিমবঙ্গে এসে পৌঁছেছেন। তাঁদের সঙ্গে নেপালের কয়েকজন পড়ুয়াও ছিলেন। পরে এই সংখ্যাটা আরও বাড়তে থাকে। রাত পর্যন্ত বহু পড়ুয়াকেই দেশে ফিরিয়ে আনা সম্ভব হয়েছে বলে জানিয়েছেন মেঘালয়ের মুখ্যমন্ত্রী।
হাই কমিশনের তরফে জানানো হয়েছে তাঁরা ঢাকা এবং বাংলাদেশের অন্যান্য শহরে থাকা ছাত্রছাত্রীদের সঙ্গে যোগাযোগ করছেন । কারা কারা দেশে ফিরতে চান তা জেনে নেওয়া হচ্ছে। এরপর সেই সমস্ত পড়ুয়াকে দেশে নিয়ে আসা হচ্ছে। পাশাপাশি কোনও ছাত্রছাত্রী নিজে থেকে ঢাকায় ভারতীয় হাই কমিশনের সঙ্গে যোগাযোগ করতে পারেন । সবমিলিয়ে কাজে কোনও গাফিলতি রাখা হচ্ছে না।
উল্লেখ্য, বছর দুয়েক আগে রাশিয়া এবং ইউক্রেনের মধ্যে যুদ্ধ শুরু হয়। ঠিক সেই সময় ইউক্রেনের বিভিন্ন বিশ্ববিদ্যালয় পাঠরত পড়ুয়াদের ফিরিয়ে আনতে উদ্যোগ নেওয়া হয়। মূলত এই সমস্ত পড়ুয়াদেরএকটা বড় অংশই মেডিক্যালের ছাত্র। এবার বাংলাদেশে অস্থিরতার সময়ও সে দেশ থেকে এএবার বাংলাদেশে অস্থিরতার সময়ও সে দেশ থেকে এএবার বাংলাদেশে অস্থিরতার সময়ও সে দেশ থেকে এএবার বাংলাদেশে অস্থিরতার সময়ও সে দেশ থেকে এ দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া শুরু হয়েছে