নয়াদিল্লি, 24 জুলাই: কেন্দ্রীয় বাজেট নিয়ে নাখুশ 'ইন্ডিয়া' জোট ৷ বিরোধী-শাসিত রাজ্যকে বঞ্চনা করা হয়েছে এবারের বাজেটে ৷ এমনই অভিযোগ তুলে প্রতিবাদে সংসদের বাইরে সরব হয়েছে তৃণমূল-সহ বিরোধী দলের সাংসদরা ৷
কংগ্রেস সভাপতি এবং রাজ্যসভার বিরোধী দলনেতা মল্লিকার্জুন খাড়গে বলেছেন, "কেন্দ্রীয় বাজেটে অনেক রাজ্যের প্রতি অন্যায় হয়েছে ৷ আমরা তাদের ন্যায়বিচারের জন্য লড়াই করছি ।" কংগ্রেস সাংসদ শশী থারুর বলেছেন, "বেশিরভাগ রাজ্যের জন্য খুব কম বরাদ্দ করা হয়েছে বাজেটে । কেরলের জন্য বেশ কিছু বরাদ্দ করা হবে বলে প্রত্যাশা ছিল ৷ বিশেষ করে স্বাস্থ্য খাতে ৷ কিন্তু সেগুলি কিছুই পূরণ হয়নি । প্রতিটি রাজ্যের নিজস্ব সমস্যা রয়েছে সেগুলি বাজেটে নজর দেওয়া হয়নি ৷"
#WATCH | Delhi | Leaders of INDIA bloc protest against 'discriminatory' Union Budget 2024, demand equal treatment to all States, in Parliament pic.twitter.com/c6uOyF1TQr
— ANI (@ANI) July 24, 2024
কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে 'গ্রাউন্ডব্রেকিং' 1991 সালের বাজেটের কথা মনে করিয়ে বুধবার সোশাল মিডিয়ায় পোস্টে বলেছেন, "ভারতের ইতিহাসে জুলাই 1991 সালে উদারীকরণ বাজেট পেশ করা হয়েছিল ৷ তৎকালীন প্রধানমন্ত্রী পিভি নরসিমহা রাও এবং অর্থমন্ত্রী মনমোহন সিং এই বাজেটের মাধ্যমে অর্থনৈতিক সংস্কারের একটি নতুন যুগের সূচনা করেছিলেন ৷ এই দূরদর্শী পদক্ষেপটি দেশে বিপ্লব ঘটিয়েছে ৷ মধ্যবিত্তদের ক্ষমতায়ন করেছে এবং লক্ষ লক্ষ মানুষকে দারিদ্র্য ও প্রান্তিকতা থেকে উন্নীত করেছে ৷ কংগ্রেসের এই যুগান্তকারী কৃতিত্বের জন্য অত্যন্ত গর্বিত, যা ভারতের বৃদ্ধির গতিপথকে এগিয়ে নিয়ে গিয়েছে এবং অগ্রগতি ও সমৃদ্ধির অনুপ্রেরণা হয়ে রয়ে গিয়েছে ৷"
#WATCH | Delhi | Congress President & LoP Rajya Sabha Mallikarjun Kharge says, " this budget is just to satisfy their allies... they have given nothing to anyone." pic.twitter.com/jFvSExgovc
— ANI (@ANI) July 24, 2024
মঙ্গলবার লোকসভায় বাজেট পেশ করেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন ৷ এই বাজেটকে এনডিএ সরকার জনমুখী বললেও তা নিয়ে সরব হয়েছে কংগ্রেস ৷ গতকালই বাজেট নিয়ে সমালোচনা করেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধি ৷ এক্সে পোস্ট করে তিনি জানান, টিডিপি ও জেডিইউ শরিকদের মন রেখে তাদের জন্য বাজেট করেছে কেন্দ্রীয় সরকার ৷ আমজনতার কথা ভাবা হয়নি । এটি কুর্সি বাঁচানোর বাজেট ৷ শুধু তাই নয়, এই বাজেট কংগ্রেসের 2024 সালের ইস্তাহারকে নকল করে তৈরি করা হয়েছে বলেও দাবি করেন কংগ্রেস সাংসদ ৷
কেন্দ্রীয় বাজেটের কড়া সমালোচনা করেছে তৃণমূল ৷ বাজেটকে জনবিরোধী, দিশাহীন, রাজনৈতিক পক্ষপাতদুষ্ট বলেছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ তিনি বলেন, "এবারের বাজেটে বাংলাকে পুরোপুরি বঞ্চিত করা হয়েছে । বাংলা কারও দয়া চায় না । কিন্তু বাংলার সম্মান যদি ছোট করা হয়, বাংলা চুপ করে থাকবে না । বাংলা গর্জন করবে ।"
#WATCH | On the Union Budget, Congress MP Shashi Tharoor says " there is very little for most states. there were a few expectations for kerala, especially in the health sector, but all of them have not been fulfilled. each state has its own issue to point to..." pic.twitter.com/0ZxQYW2w0Y
— ANI (@ANI) July 24, 2024
বর্ষীয়ান কংগ্রেস নেতা পি চিদম্বরমও মঙ্গলবার কেন্দ্রীয় বাজেট নিয়ে মোদি সরকারকে কটাক্ষ করেন ৷ তাঁরও দাবি, এই বাজেটে একাধিক প্রকল্প কংগ্রেসের এবারের ইস্তাহার থেকে নেওয়া হয়েছে ৷ একই কথা শোনা গিয়েছে কংগ্রেসের সাধারণ সম্পাদক জয়রাম রমেশের গলাতেও ৷ তাঁর কথায়, দশ বছর অস্বীকার করার পরে অবশেষে কেন্দ্রীয় সরকার স্বীকার করে নিল গণ বেকারত্ব ক্রমশ জাতীয় ইস্যুতে পরিণত হচ্ছে ৷
এ দিকে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে বলেন, "এই বাজেট হতাশাজনক ৷ এটা শুধু সরকারের চেয়ার বাঁচিয়ে রাখার জন্য ৷ আমরা ন্যূনতম শস্যের সহায়ক মূল্য এবং সারে ভরতুকি নিয়ে কিছু আশা করেছিলাম ৷ সেটা হয়নি ৷ রেলে এত ঘন ঘন দুর্ঘটনা ঘটছে ৷ রেলের ট্র্যাক বা যাত্রীদের সুরক্ষা নিয়ে কোনও উন্নয়নের কথা ঘোষণা করা হয়নি ৷"
#WATCH | Delhi | On INDIA bloc protest against Union Budget, Samajwadi Party MP Jaya Bachchan says, " this budget doesn't deserve a reaction. this is just a drama. promises which will be kept in papers will not be implemented." pic.twitter.com/FHyKIbeO9r
— ANI (@ANI) July 24, 2024
কংগ্রেস সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার বাজেটের পরই সন্ধ্যায় কংগ্রেস সভাপতি এবং রাজ্যসভার বিরোধী দলের নেতা মল্লিকার্জুন খাড়গের 10 রাজাজি মার্গের বাসভবনে ইন্ডি জোটের দলগুলির নেতাদের নিয়ে বৈঠক হয় ৷ সেখানেই সংসদের বাইরে বাজেট নিয়ে সরব হওয়াক সিদ্ধান্ত নেওয়া হয় ।