ETV Bharat / bharat

বাজেটে বৈষম্যের অভিযোগ তুলে সংসদের বাইরে 'ইন্ডিয়া' জোটের বিক্ষোভ - INDIA Bloc Protest

INDIA Bloc protest against Union Budget 2024: মোদি 3.0 সরকারের কেন্দ্রীয় বাজেটে অসন্তুষ্ট বিরোধী দলগুলিকে । বিহার ও অন্ধপ্রদেশের জন্য বিশেষ বরাদ্দ করা হয়েছে এই বাজেটে ৷ তবে পশ্চিমবঙ্গ-সহ বাকি বিরোধী শাসিত রাজ্যগুলিকে বঞ্চনার অভিযোগ ৷ প্রতিবাদে সংসদের বাইরে সরব বিরোধী জোট ৷

author img

By ETV Bharat Bangla Team

Published : Jul 24, 2024, 11:01 AM IST

Updated : Jul 24, 2024, 11:44 AM IST

Protest on Budget 2024
সংসদের বাইরে সরব তৃণমূল-সহ বিরোধীরা (নিজস্ব ছবি)

নয়াদিল্লি, 24 জুলাই: কেন্দ্রীয় বাজেট নিয়ে নাখুশ 'ইন্ডিয়া' জোট ৷ বিরোধী-শাসিত রাজ্যকে বঞ্চনা করা হয়েছে এবারের বাজেটে ৷ এমনই অভিযোগ তুলে প্রতিবাদে সংসদের বাইরে সরব হয়েছে তৃণমূল-সহ বিরোধী দলের সাংসদরা ৷

কংগ্রেস সভাপতি এবং রাজ্যসভার বিরোধী দলনেতা মল্লিকার্জুন খাড়গে বলেছেন, "কেন্দ্রীয় বাজেটে অনেক রাজ্যের প্রতি অন্যায় হয়েছে ৷ আমরা তাদের ন্যায়বিচারের জন্য লড়াই করছি ।" কংগ্রেস সাংসদ শশী থারুর বলেছেন, "বেশিরভাগ রাজ্যের জন্য খুব কম বরাদ্দ করা হয়েছে বাজেটে । কেরলের জন্য বেশ কিছু বরাদ্দ করা হবে বলে প্রত্যাশা ছিল ৷ বিশেষ করে স্বাস্থ্য খাতে ৷ কিন্তু সেগুলি কিছুই পূরণ হয়নি । প্রতিটি রাজ্যের নিজস্ব সমস্যা রয়েছে সেগুলি বাজেটে নজর দেওয়া হয়নি ৷"

কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে 'গ্রাউন্ডব্রেকিং' 1991 সালের বাজেটের কথা মনে করিয়ে বুধবার সোশাল মিডিয়ায় পোস্টে বলেছেন, "ভারতের ইতিহাসে জুলাই 1991 সালে উদারীকরণ বাজেট পেশ করা হয়েছিল ৷ তৎকালীন প্রধানমন্ত্রী পিভি নরসিমহা রাও এবং অর্থমন্ত্রী মনমোহন সিং এই বাজেটের মাধ্যমে অর্থনৈতিক সংস্কারের একটি নতুন যুগের সূচনা করেছিলেন ৷ এই দূরদর্শী পদক্ষেপটি দেশে বিপ্লব ঘটিয়েছে ৷ মধ্যবিত্তদের ক্ষমতায়ন করেছে এবং লক্ষ লক্ষ মানুষকে দারিদ্র্য ও প্রান্তিকতা থেকে উন্নীত করেছে ৷ কংগ্রেসের এই যুগান্তকারী কৃতিত্বের জন্য অত্যন্ত গর্বিত, যা ভারতের বৃদ্ধির গতিপথকে এগিয়ে নিয়ে গিয়েছে এবং অগ্রগতি ও সমৃদ্ধির অনুপ্রেরণা হয়ে রয়ে গিয়েছে ৷"

মঙ্গলবার লোকসভায় বাজেট পেশ করেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন ৷ এই বাজেটকে এনডিএ সরকার জনমুখী বললেও তা নিয়ে সরব হয়েছে কংগ্রেস ৷ গতকালই বাজেট নিয়ে সমালোচনা করেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধি ৷ এক্সে পোস্ট করে তিনি জানান, টিডিপি ও জেডিইউ শরিকদের মন রেখে তাদের জন্য বাজেট করেছে কেন্দ্রীয় সরকার ৷ আমজনতার কথা ভাবা হয়নি । এটি কুর্সি বাঁচানোর বাজেট ৷ শুধু তাই নয়, এই বাজেট কংগ্রেসের 2024 সালের ইস্তাহারকে নকল করে তৈরি করা হয়েছে বলেও দাবি করেন কংগ্রেস সাংসদ ৷

কেন্দ্রীয় বাজেটের কড়া সমালোচনা করেছে তৃণমূল ৷ বাজেটকে জনবিরোধী, দিশাহীন, রাজনৈতিক পক্ষপাতদুষ্ট বলেছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ তিনি বলেন, "এবারের বাজেটে বাংলাকে পুরোপুরি বঞ্চিত করা হয়েছে । বাংলা কারও দয়া চায় না । কিন্তু বাংলার সম্মান যদি ছোট করা হয়, বাংলা চুপ করে থাকবে না । বাংলা গর্জন করবে ।"

বর্ষীয়ান কংগ্রেস নেতা পি চিদম্বরমও মঙ্গলবার কেন্দ্রীয় বাজেট নিয়ে মোদি সরকারকে কটাক্ষ করেন ৷ তাঁরও দাবি, এই বাজেটে একাধিক প্রকল্প কংগ্রেসের এবারের ইস্তাহার থেকে নেওয়া হয়েছে ৷ একই কথা শোনা গিয়েছে কংগ্রেসের সাধারণ সম্পাদক জয়রাম রমেশের গলাতেও ৷ তাঁর কথায়, দশ বছর অস্বীকার করার পরে অবশেষে কেন্দ্রীয় সরকার স্বীকার করে নিল গণ বেকারত্ব ক্রমশ জাতীয় ইস্যুতে পরিণত হচ্ছে ৷

এ দিকে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে বলেন, "এই বাজেট হতাশাজনক ৷ এটা শুধু সরকারের চেয়ার বাঁচিয়ে রাখার জন্য ৷ আমরা ন্যূনতম শস্যের সহায়ক মূল্য এবং সারে ভরতুকি নিয়ে কিছু আশা করেছিলাম ৷ সেটা হয়নি ৷ রেলে এত ঘন ঘন দুর্ঘটনা ঘটছে ৷ রেলের ট্র্যাক বা যাত্রীদের সুরক্ষা নিয়ে কোনও উন্নয়নের কথা ঘোষণা করা হয়নি ৷"

কংগ্রেস সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার বাজেটের পরই সন্ধ্যায় কংগ্রেস সভাপতি এবং রাজ্যসভার বিরোধী দলের নেতা মল্লিকার্জুন খাড়গের 10 রাজাজি মার্গের বাসভবনে ইন্ডি জোটের দলগুলির নেতাদের নিয়ে বৈঠক হয় ৷ সেখানেই সংসদের বাইরে বাজেট নিয়ে সরব হওয়াক সিদ্ধান্ত নেওয়া হয় ।

নয়াদিল্লি, 24 জুলাই: কেন্দ্রীয় বাজেট নিয়ে নাখুশ 'ইন্ডিয়া' জোট ৷ বিরোধী-শাসিত রাজ্যকে বঞ্চনা করা হয়েছে এবারের বাজেটে ৷ এমনই অভিযোগ তুলে প্রতিবাদে সংসদের বাইরে সরব হয়েছে তৃণমূল-সহ বিরোধী দলের সাংসদরা ৷

কংগ্রেস সভাপতি এবং রাজ্যসভার বিরোধী দলনেতা মল্লিকার্জুন খাড়গে বলেছেন, "কেন্দ্রীয় বাজেটে অনেক রাজ্যের প্রতি অন্যায় হয়েছে ৷ আমরা তাদের ন্যায়বিচারের জন্য লড়াই করছি ।" কংগ্রেস সাংসদ শশী থারুর বলেছেন, "বেশিরভাগ রাজ্যের জন্য খুব কম বরাদ্দ করা হয়েছে বাজেটে । কেরলের জন্য বেশ কিছু বরাদ্দ করা হবে বলে প্রত্যাশা ছিল ৷ বিশেষ করে স্বাস্থ্য খাতে ৷ কিন্তু সেগুলি কিছুই পূরণ হয়নি । প্রতিটি রাজ্যের নিজস্ব সমস্যা রয়েছে সেগুলি বাজেটে নজর দেওয়া হয়নি ৷"

কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে 'গ্রাউন্ডব্রেকিং' 1991 সালের বাজেটের কথা মনে করিয়ে বুধবার সোশাল মিডিয়ায় পোস্টে বলেছেন, "ভারতের ইতিহাসে জুলাই 1991 সালে উদারীকরণ বাজেট পেশ করা হয়েছিল ৷ তৎকালীন প্রধানমন্ত্রী পিভি নরসিমহা রাও এবং অর্থমন্ত্রী মনমোহন সিং এই বাজেটের মাধ্যমে অর্থনৈতিক সংস্কারের একটি নতুন যুগের সূচনা করেছিলেন ৷ এই দূরদর্শী পদক্ষেপটি দেশে বিপ্লব ঘটিয়েছে ৷ মধ্যবিত্তদের ক্ষমতায়ন করেছে এবং লক্ষ লক্ষ মানুষকে দারিদ্র্য ও প্রান্তিকতা থেকে উন্নীত করেছে ৷ কংগ্রেসের এই যুগান্তকারী কৃতিত্বের জন্য অত্যন্ত গর্বিত, যা ভারতের বৃদ্ধির গতিপথকে এগিয়ে নিয়ে গিয়েছে এবং অগ্রগতি ও সমৃদ্ধির অনুপ্রেরণা হয়ে রয়ে গিয়েছে ৷"

মঙ্গলবার লোকসভায় বাজেট পেশ করেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন ৷ এই বাজেটকে এনডিএ সরকার জনমুখী বললেও তা নিয়ে সরব হয়েছে কংগ্রেস ৷ গতকালই বাজেট নিয়ে সমালোচনা করেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধি ৷ এক্সে পোস্ট করে তিনি জানান, টিডিপি ও জেডিইউ শরিকদের মন রেখে তাদের জন্য বাজেট করেছে কেন্দ্রীয় সরকার ৷ আমজনতার কথা ভাবা হয়নি । এটি কুর্সি বাঁচানোর বাজেট ৷ শুধু তাই নয়, এই বাজেট কংগ্রেসের 2024 সালের ইস্তাহারকে নকল করে তৈরি করা হয়েছে বলেও দাবি করেন কংগ্রেস সাংসদ ৷

কেন্দ্রীয় বাজেটের কড়া সমালোচনা করেছে তৃণমূল ৷ বাজেটকে জনবিরোধী, দিশাহীন, রাজনৈতিক পক্ষপাতদুষ্ট বলেছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ তিনি বলেন, "এবারের বাজেটে বাংলাকে পুরোপুরি বঞ্চিত করা হয়েছে । বাংলা কারও দয়া চায় না । কিন্তু বাংলার সম্মান যদি ছোট করা হয়, বাংলা চুপ করে থাকবে না । বাংলা গর্জন করবে ।"

বর্ষীয়ান কংগ্রেস নেতা পি চিদম্বরমও মঙ্গলবার কেন্দ্রীয় বাজেট নিয়ে মোদি সরকারকে কটাক্ষ করেন ৷ তাঁরও দাবি, এই বাজেটে একাধিক প্রকল্প কংগ্রেসের এবারের ইস্তাহার থেকে নেওয়া হয়েছে ৷ একই কথা শোনা গিয়েছে কংগ্রেসের সাধারণ সম্পাদক জয়রাম রমেশের গলাতেও ৷ তাঁর কথায়, দশ বছর অস্বীকার করার পরে অবশেষে কেন্দ্রীয় সরকার স্বীকার করে নিল গণ বেকারত্ব ক্রমশ জাতীয় ইস্যুতে পরিণত হচ্ছে ৷

এ দিকে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে বলেন, "এই বাজেট হতাশাজনক ৷ এটা শুধু সরকারের চেয়ার বাঁচিয়ে রাখার জন্য ৷ আমরা ন্যূনতম শস্যের সহায়ক মূল্য এবং সারে ভরতুকি নিয়ে কিছু আশা করেছিলাম ৷ সেটা হয়নি ৷ রেলে এত ঘন ঘন দুর্ঘটনা ঘটছে ৷ রেলের ট্র্যাক বা যাত্রীদের সুরক্ষা নিয়ে কোনও উন্নয়নের কথা ঘোষণা করা হয়নি ৷"

কংগ্রেস সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার বাজেটের পরই সন্ধ্যায় কংগ্রেস সভাপতি এবং রাজ্যসভার বিরোধী দলের নেতা মল্লিকার্জুন খাড়গের 10 রাজাজি মার্গের বাসভবনে ইন্ডি জোটের দলগুলির নেতাদের নিয়ে বৈঠক হয় ৷ সেখানেই সংসদের বাইরে বাজেট নিয়ে সরব হওয়াক সিদ্ধান্ত নেওয়া হয় ।

Last Updated : Jul 24, 2024, 11:44 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.