জম্মু, 4 সেপ্টেম্বর: জম্মু ও কাশ্মীরে দলের নির্বাচনী প্রচার শুরু করেলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধি ৷ বুধবার থেকেই প্রচার শুরু করেছেন রাহুল ৷ একই সঙ্গে তিনি উপত্যকার সাধারণ মানুষকে আশ্বস্ত করেছেন, কংগ্রেস ইন্ডিয়া জোটের অন্য দলগুলিকে সঙ্গে নিয়েই জম্মু ও কাশ্মীরকে রাজ্য তকমা ফিরিয়ে দিতে সচেষ্ট হবে। লোকসভার বিরোধী দলনেতা দৃঢ় বিশ্বাসের সঙ্গে জানিয়েছেন, আগামী মাসে ভোটের ফল প্রকাশ হতেই রাজ্যে জোট সরকার গঠন করতে চলেছে।
কংগ্রেস জম্মু ও কাশ্মীরের বিধানসভা নির্বাচনের জন্য ন্যাশনাল কনফারেন্সের সঙ্গে জোট করে লড়াই করছে ৷ 18, 25 সেপ্টেম্বর এবং 8 অক্টোবর তিনটি ধাপে রাজ্যে ভোট গ্রহণ হবে। কেন্দ্রশাসিত অঞ্চলের বিশেষ মর্যাদা 2019 সালের অগস্টে প্রত্যাহার করা হয়েছিল ৷ তারপর এই প্রথম উপত্যকায় নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।
রাহুল বলেন, "আমরা বিধানসভা নির্বাচনের আগে জম্মু ও কাশ্মীরকে রাজ্যের তকমা ফিরিয়ে দিতে চেয়েছিলাম। কিন্তু বিজেপি করেনি ৷ তারা আগে নির্বাচন করতে চেয়েছিল ৷ আমরা রাজ্যের তকমার প্রত্যাবর্তন সুনিশ্চিত করব ৷ এই অঞ্চলকে রাজ্যের মর্যাদা দিতে বিজেপি চায় না ৷" একই সঙ্গে লোকসভার বিরোধী দলনেতা বলেন, "আমরা ইন্ডিয়া জোট অধীনে কেন্দ্রীয় সরকারের উপর সবরকম চাপ সৃষ্টি করব।"
বানিহাল বিধানসভা কেন্দ্র থেকে এদিন নির্বাচনী প্রচার শুরু করেছেন রাহুল গান্ধি ৷ প্রাক্তন প্রদেশ কংগ্রেস কমিটির সভাপতি ভিকার রসুল ওয়ানি এই আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৷ এদিন রাহুল বলেন, "ভারতের আধুনিক ইতিহাসে এটি প্রথমবারের মতো যে কোনও রাজ্যকে তার রাজ্যের মর্যাদা থেকে বঞ্চিত করা হয়েছে। এর আগে কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে রাজ্যে রূপান্তরিত করা হয়েছিল। এখানে তেমনটা ঘটেনি। জম্মু-কাশ্মীরে রাজ্যকে অগ্রাধিকারের ভিত্তিতে পুনরুদ্ধার করা দরকার ৷ রাষ্ট্রীয় মর্যাদা জনগণের অধিকার ৷ কিন্তু তাঁদের সম্পদও কেড়ে নেওয়া হয়েছে ৷"
একই সঙ্গে, তিনি লেফটেন্যান্ট গভর্নরের কাজকর্মকে অতীতের রাজাদের সঙ্গে তুলনা করেছেন ৷ তাঁর কথায়, "একজন রাজা জম্মু ও কাশ্মীরে বসে আছেন । তাঁর নাম লেফটেন্যান্ট গভর্নর ৷ আমাদের প্রথম পদক্ষেপ হবে জম্মু ও কাশ্মীরকে রাজ্যের মর্যাদা ফিরিয়ে দেওয়া। একটা কথা মনে রাখবেন, নির্বাচনের পরে কংগ্রেস জোট সরকার গঠিত হতে চলেছে ৷ এটি নিশ্চিত হবেই ৷"