ETV Bharat / bharat

রবিতে মুম্বই থেকে লোকসভা নির্বাচনের প্রচার শুরু 'ইন্ডিয়া' জোটের - India alliance

Lok Sabha Polls 2024: শনিবার ধারাভিতে শেষ হচ্ছে রাহুল গান্ধির ভারত জোড়ো ন্যায় যাত্রা ৷ তবে সমাপ্তি অনুষ্ঠান হবে রবিবার শিবাজি পার্কে ৷ সেখান থেকেই একমঞ্চে ভোট প্রচার শুরু করবে 'ইন্ডিয়া' জোট ৷ এমনটাই ইটিভি ভারতের অমিত অগ্নিহোত্রীকে জানিয়েছেন মহারাষ্ট্রের দায়িত্বে থাকা এআইসিসি সেক্রেটারি আশিস দুয়া ৷

India alliance
India alliance
author img

By ETV Bharat Bangla Team

Published : Mar 16, 2024, 3:44 PM IST

নয়াদিল্লি, 16 মার্চ: দেশে পরিবর্তন আনার প্রতিশ্রুতি নিয়ে 17 মার্চ থেকে নির্বাচনী প্রচারে নামছে 'ইন্ডিয়া' জোট ৷ রবিবার মুম্বই থেকে শুরু হচ্ছে তাদের এবারের লোকসভা নির্বাচনের প্রচার ৷ শনিবার 543টি লোকসভা আসনে ভোটের নির্ঘণ্ট ঘোষণা করতে চলেছে জাতীয় নির্বাচন কমিশন ৷ এরপরেই আগামিকাল থেকে ভোটের লড়াইয়ে ঝাঁপিয়ে পড়বে 'ইন্ডিয়া' জোট ৷ এপ্রিল-মে মাসে বেশ কয়েকটি ধাপে নির্বাচন হওয়ার সম্ভাবনা ৷ মে মাসের তৃতীয় সপ্তাহে ভোটের ফল ঘোষণা হতে পারে ।

কংগ্রেস সূত্রে খবর, আসন্ন নির্বাচনী লড়াইয়ের জন্য হাত শিবিরের মূল স্লোগান হল 'হাত বদলেগা হালত', যার অর্থ হাত (কংগ্রেসের নির্বাচনী প্রতীক) দেশে পরিবর্তন আনবে । এই পরিবর্তন আনার লক্ষ্যে এনসিপি প্রধান শরদ পাওয়ার, শিবসেনা ইউবিটি'র উদ্ধব ঠাকরে, সমাজবাদী পার্টির অখিলেশ যাদব, রাষ্ট্রীয় জনতা দলের তেজস্বী যাদব, ডিএমকে-র এমকে স্ট্যালিন, আম আদমি পার্টির সৌরভ ভরদ্বাজ, সিপিআইএমএল-এর দীপঙ্কর ভট্টাচার্য এবং ন্যাশনাল কনফারেন্সের ফারুক আবদুল্লাহদের মতো বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ নেতা মুম্বই সমাবেশে যোগ দেবেন বলে আশা করা হচ্ছে ৷ এ দিনের সভা থেকেই রাহুল গান্ধির দেশব্যাপী ভারত জোড়ো ন্যায় যাত্রার সমাপ্তি হবে ।

মহারাষ্ট্রের দায়িত্বে থাকা এআইসিসি সেক্রেটারি আশিস দুয়া ইটিভি ভারতকে বলেন, "ভারত জোড়ো ন্যায় যাত্রা শনিবার ধারাভিতে শেষ হবে ৷ তবে রবিবার শিবাজি পার্কে সমাপ্তি অনুষ্ঠান। আমরা আগামিকাল বিরোধী জোটের বড় সভার আশা করছি।" এই কংগ্রেস নেতার দাবি, হাত শিবিরের প্রধান নির্বাচনী প্রচারের স্লোগান এবং ভারত জোড়ো ন্যায় যাত্রার মূল থিম সামাজিক ন্যায়বিচারের ধারণাকে ঘিরে তৈরি করা হয়েছে।

তিনি বলেন, "বিজেপির শাসনকালে সমাজের মূল অংশগুলি কীভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে তা রাহুল গান্ধি তুলে ধরেছেন । তিনি যাত্রার মাধ্যমে প্রতিশ্রুতি দিয়েছেন যে কংগ্রেস সেই সমস্যাগুলি সমাধান করবে । আমাদের সকল মিত্ররাও একই মত পোষণ করে এবং তাদের নিজেদের পর্যায়ে তা প্রকাশ করে আসছে । রবিবার 'ইন্ডিয়া' জোট জনগণের কাছে এই বার্তা দেবে যে আমরা একসঙ্গে আছি এবং পরিবর্তন আনতে প্রতিশ্রুতিবদ্ধ ৷ সেই লক্ষ্য অর্জনে সকলে লড়াই করবে ৷"

আশিস দুয়া জানিয়েছেন, আগামী দিনগুলিতে সোশাল মিডিয়া এবং রাস্তা উভয় ক্ষেত্রেই সারা দেশে পরিবর্তনের বার্তা প্রচার করবে কংগ্রেস । যুব, নারী, কৃষকদের জন্য সামাজিক ন্যায়বিচার এবং জনগণের আশা-আকাঙ্খার সমাধান করাই দলের মূল লক্ষ্য । কীভাবে প্রচার করা যায় তাই নিয়ে আলোচনা করছে রাজ্য ইউনিটগুলি ৷ তবে আগামিদিনে জাতীয় স্তরে প্রচার শুরু হবে । তিনি বলেন," আমরা প্রতিটি বাড়িতে পৌঁছনোর চেষ্টা করব ৷"

আরও পড়ুন:

  1. 'ইন্ডিয়া' জোট হবে, তৃণমূলের প্রার্থী ঘোষণার পরেও আশায় বাঁচছে কংগ্রেস !
  2. ইন্ডিয়া জোটকে বড় ধাক্কা মমতার, একাই প্রার্থী ঘোষণা তৃণমূলের
  3. কংগ্রেসের দ্বিতীয় প্রার্থীতালিকায় চমক, লোকসভায় লড়বেন কমলনাথ-গেহলতের ছেলে

নয়াদিল্লি, 16 মার্চ: দেশে পরিবর্তন আনার প্রতিশ্রুতি নিয়ে 17 মার্চ থেকে নির্বাচনী প্রচারে নামছে 'ইন্ডিয়া' জোট ৷ রবিবার মুম্বই থেকে শুরু হচ্ছে তাদের এবারের লোকসভা নির্বাচনের প্রচার ৷ শনিবার 543টি লোকসভা আসনে ভোটের নির্ঘণ্ট ঘোষণা করতে চলেছে জাতীয় নির্বাচন কমিশন ৷ এরপরেই আগামিকাল থেকে ভোটের লড়াইয়ে ঝাঁপিয়ে পড়বে 'ইন্ডিয়া' জোট ৷ এপ্রিল-মে মাসে বেশ কয়েকটি ধাপে নির্বাচন হওয়ার সম্ভাবনা ৷ মে মাসের তৃতীয় সপ্তাহে ভোটের ফল ঘোষণা হতে পারে ।

কংগ্রেস সূত্রে খবর, আসন্ন নির্বাচনী লড়াইয়ের জন্য হাত শিবিরের মূল স্লোগান হল 'হাত বদলেগা হালত', যার অর্থ হাত (কংগ্রেসের নির্বাচনী প্রতীক) দেশে পরিবর্তন আনবে । এই পরিবর্তন আনার লক্ষ্যে এনসিপি প্রধান শরদ পাওয়ার, শিবসেনা ইউবিটি'র উদ্ধব ঠাকরে, সমাজবাদী পার্টির অখিলেশ যাদব, রাষ্ট্রীয় জনতা দলের তেজস্বী যাদব, ডিএমকে-র এমকে স্ট্যালিন, আম আদমি পার্টির সৌরভ ভরদ্বাজ, সিপিআইএমএল-এর দীপঙ্কর ভট্টাচার্য এবং ন্যাশনাল কনফারেন্সের ফারুক আবদুল্লাহদের মতো বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ নেতা মুম্বই সমাবেশে যোগ দেবেন বলে আশা করা হচ্ছে ৷ এ দিনের সভা থেকেই রাহুল গান্ধির দেশব্যাপী ভারত জোড়ো ন্যায় যাত্রার সমাপ্তি হবে ।

মহারাষ্ট্রের দায়িত্বে থাকা এআইসিসি সেক্রেটারি আশিস দুয়া ইটিভি ভারতকে বলেন, "ভারত জোড়ো ন্যায় যাত্রা শনিবার ধারাভিতে শেষ হবে ৷ তবে রবিবার শিবাজি পার্কে সমাপ্তি অনুষ্ঠান। আমরা আগামিকাল বিরোধী জোটের বড় সভার আশা করছি।" এই কংগ্রেস নেতার দাবি, হাত শিবিরের প্রধান নির্বাচনী প্রচারের স্লোগান এবং ভারত জোড়ো ন্যায় যাত্রার মূল থিম সামাজিক ন্যায়বিচারের ধারণাকে ঘিরে তৈরি করা হয়েছে।

তিনি বলেন, "বিজেপির শাসনকালে সমাজের মূল অংশগুলি কীভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে তা রাহুল গান্ধি তুলে ধরেছেন । তিনি যাত্রার মাধ্যমে প্রতিশ্রুতি দিয়েছেন যে কংগ্রেস সেই সমস্যাগুলি সমাধান করবে । আমাদের সকল মিত্ররাও একই মত পোষণ করে এবং তাদের নিজেদের পর্যায়ে তা প্রকাশ করে আসছে । রবিবার 'ইন্ডিয়া' জোট জনগণের কাছে এই বার্তা দেবে যে আমরা একসঙ্গে আছি এবং পরিবর্তন আনতে প্রতিশ্রুতিবদ্ধ ৷ সেই লক্ষ্য অর্জনে সকলে লড়াই করবে ৷"

আশিস দুয়া জানিয়েছেন, আগামী দিনগুলিতে সোশাল মিডিয়া এবং রাস্তা উভয় ক্ষেত্রেই সারা দেশে পরিবর্তনের বার্তা প্রচার করবে কংগ্রেস । যুব, নারী, কৃষকদের জন্য সামাজিক ন্যায়বিচার এবং জনগণের আশা-আকাঙ্খার সমাধান করাই দলের মূল লক্ষ্য । কীভাবে প্রচার করা যায় তাই নিয়ে আলোচনা করছে রাজ্য ইউনিটগুলি ৷ তবে আগামিদিনে জাতীয় স্তরে প্রচার শুরু হবে । তিনি বলেন," আমরা প্রতিটি বাড়িতে পৌঁছনোর চেষ্টা করব ৷"

আরও পড়ুন:

  1. 'ইন্ডিয়া' জোট হবে, তৃণমূলের প্রার্থী ঘোষণার পরেও আশায় বাঁচছে কংগ্রেস !
  2. ইন্ডিয়া জোটকে বড় ধাক্কা মমতার, একাই প্রার্থী ঘোষণা তৃণমূলের
  3. কংগ্রেসের দ্বিতীয় প্রার্থীতালিকায় চমক, লোকসভায় লড়বেন কমলনাথ-গেহলতের ছেলে
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.