নয়াদিল্লি, 29 এপ্রিল: সূর্যের প্রখর তাপের থেকে আপাতত নিস্তার নেই ৷ ঝাড়খণ্ড, বিহার, ওড়িশা ও গাঙ্গেয় পশ্চিমবঙ্গে তাপপ্রবাহের জন্য লাল সতর্কতা জারি করল ভারতীয় আবহাওয়া বিভাগ ৷ পাশাপাশি উত্তর-পূর্বের রাজ্যগুলি, তামিলনাড়ু, তেলেঙ্গানা এবং গুজরাতে হলুদ সতর্কতা জারি করা হয়েছে ।
দেশজুড়ে সাত দফায় লোকসভা নির্বাচনের মধ্যে এই তাপপ্রবাহ রাজনৈতিক দল, নির্বাচনী প্রচারক এবং সাধারণ জনগণের জন্য অত্যন্ত উদ্বেগের বিষয় হয়ে উঠেছে । ইতিমধ্যেই প্রচণ্ড তাপে দগ্ধ হচ্ছে দেশের বিভিন্ন প্রান্ত ৷ রবিবারও কেরলে সানস্ট্রোকের কারণে দু'জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে ৷ ওড়িশাতেও গরমের কারণে গত সপ্তাহে একজনের মৃত্যুর খবর মিলেছে ৷
কোথায় তাপপ্রবাহ ? হাওয়া অফিসের মতে, "গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, ওড়িশা ও বিহারের অনেক জায়গায়, ঝাড়খণ্ডের কিছু অংশে পরবর্তী চারদিন তাপপ্রবাহ থেকে তীব্র তাপপ্রবাহের অবস্থার প্রবল সম্ভাবনা রয়েছে যা চলবে 1 মে পর্যন্ত ৷ তারপরে এই অঞ্চলগুলির বিচ্ছিন্ন কিছু জায়গায় 2 মে তাপপ্রবাহ আরও তীব্র হতে পারে ।"
হাওয়া অফিস আরও জানিয়েছে যে, "28 এপ্রিল উপ-হিমালয় পশ্চিমবঙ্গের বিচ্ছিন্ন জায়গায় তাপপ্রবাহ থেকে গুরুতর তাপপ্রবাহের পরিস্থিতি এবং 1 মে পর্যন্ত পরবর্তী তিনদিন বিচ্ছিন্ন পকেটে তাপপ্রবাহের পরিস্থিতি সৃষ্টি হতে পারে ।"
আবহাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, 29 এপ্রিল থেকে 1 মে তেলেঙ্গানায়, 29 এপ্রিল থেকে কোঙ্কন এবং 28 এপ্রিল থেকে 30 এপ্রিল পর্যন্ত পূর্ব উত্তরপ্রদেশে তাপপ্রবাহের অবস্থা বিরাজ করবে । এ দিকে, 2 মে পর্যন্ত পশ্চিম অসম এবং মেঘালয়, ত্রিপুরা, কেরল, মাহে এবং উপকূলীয় কর্ণাটকে গরম ও আর্দ্র আবহাওয়া বিরাজ করবে ।
বৃষ্টিপাতের পূর্বাভাস: হাওয়া অফিস জানিয়েছে, জম্মু কাশ্মীর, হিমাচলপ্রদেশ, উত্তরাখণ্ড, পঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড়ে 29-30 এপ্রিলের মধ্যে বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে ৷ আইএমডি জানিয়েছে, "29 থেকে 30 এপ্রিলের মধ্যে জম্মু-কাশ্মীর-লাদাখ-গিলগিট-বালতিস্তান-মুজাফফরাবাদ, হিমাচলপ্রদেশ এবং উত্তরাখণ্ডে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত বা বজ্রপাত এবং বজ্রপাত-সহ তুষারপাত হতে পারে ৷"
এছাড়াও, জম্মু-কাশ্মীর-গিলগিট-বালতিস্তান-মুজফফরাবাদ এবং হিমাচলপ্রদেশের বিচ্ছিন্ন কিছু অংশে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে । আইএমডি আরও বলেছে যে, হিমাচলপ্রদেশে শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে । আইএমডি-র আরও পূর্বাভাস, "29 এপ্রিল পঞ্জাব, হরিয়ানা-চণ্ডীগড় এবং উত্তরপ্রদেশে বজ্রপাত এবং দমকা হাওয়ার সঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টিপাতের খুব সম্ভাবনা রয়েছে ৷"
অরুণাচলপ্রদেশেও দমকা হাওয়া (40-50 কিমি প্রতি ঘণ্টা)-সহ বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে এবং 29 এপ্রিল-3 মে এর মধ্যে অসম, মেঘালয় এবং নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম এবং ত্রিপুরায় ব্যাপক থেকে মাঝারি বৃষ্টিপাত হবে ৷
বলা হয়েছে, 1-2 মে অরুণাচলপ্রদেশ এবং অসম ও মেঘালয়ে এবং 2 মে নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম এবং ত্রিপুরায় ভারী থেকে খুব ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, 29-30 এপ্রিলের মধ্যে অরুণাচলপ্রদেশ এবং অসম এবং মেঘালয়ে ভারী বৃষ্টিপাতের পাশাপাশি 1 মে নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম এবং ত্রিপুরার উপরে বৃষ্টির সম্ভাবনা আছে বলে জানিয়েছে আইএমডি ।
আরও পড়ুন: