ETV Bharat / bharat

'আদবানি অবসর নিলে মোদি কেন নন ?'; বিজেপি-আরএসএসকে প্রশ্ন কেজরিওয়ালের - Arvind Kejriwal Attack On BJP - ARVIND KEJRIWAL ATTACK ON BJP

Arvind Kejriwal Attack On BJP-RSS: লালকৃষ্ণ আদবানি অবসর নিতে পারলে মোদি নন কেন ? এমনই প্রশ্ন দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রীর। তিনি আরও জানতে চান, কেন্দ্রীয় এজেন্সিকে কাজে লাগিয়ে বিজেপি বিরোধী দলগুলি ভাঙার চেষ্টা করছে । আরএসএসও কি এই রাজনীতির সঙ্গে একমত?

Arvind Kejriwal Attack On BJP-RSS
বিজেপি-আরএসএসকে প্রশ্ন কেজরিওয়ালের (সৌ: এক্স হ্যান্ডেল)
author img

By ETV Bharat Bangla Team

Published : Sep 22, 2024, 5:24 PM IST

নয়াদিল্লি, 22 সেপ্টেম্বর: এজেন্সি দিয়ে বিরোধীদল এবং বিরোধীদের সরকার ভাঙার কাজ করছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ! আর এই কাণ্ডের সঙ্গে আরএসএস কি একমত ? এমনই প্রশ্ন তুললেন দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং আম আদমি পার্টির (আপ) প্রধান অরবিন্দ কেজরিওয়াল ৷ রবিবার তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে কটাক্ষ করে এও প্রশ্ন করেন, আদবানি অবসর নিতে পারলে মোদি নন কেন ?

দিল্লির মুখ্যমন্ত্রীর পদ ছাড়ার পর যন্তর মন্তরে তাঁর প্রথম 'জনতা কি আদালত' জনসভা থেকে কেজরিওয়াল রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের (আরএসএস) প্রধান মোহন ভাগবতকে পাঁচটি প্রশ্ন করেন ৷ যার মধ্যে রয়েছে বয়স-বিতর্কের বিষয়টিও। কেজরি জানতে চান, আদবানিকে বয়সের কারণে রাজনীতি থেকে অবসর নিতে হয়েছে। সেই নীতি কি মোদির ক্ষেত্রেও প্রযোজ্য ?
এছাড়া কোনও নেতা দুর্নীতিতে জড়িয়ে আছেন জানার পরও তাঁকে বিজেপিতে নেওয়া হচ্ছে। এই রাজনীতির সঙ্গে ভগবত সহমত কিনা সেটাও জানতে চান কেজরিওয়াল। বিজেপি সভাপতি জেপি নাড্ডা লোকসভা নির্বাচনের আগে দাবি করেন, বিজেপি নিজেই নিজের কাজ করতে সক্ষম। আরএসএসের নিজের কাজ করে ! এই প্রসঙ্গে ভাগবত কী ভাবছেন তাও জানতে চান কেজরি।

আবগারি দুর্নীতির মামলায় পাঁচ মাসেরও বেশি সময় জেলে থাকার পর 13 সেপ্টেম্বর তিহাড় জেল থেকে জামিনে মুক্তি পেয়েছেন অরবিন্দ কেজরিওয়াল ৷ এরপরই তিনি মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফাও দেন ৷ নয়া মুখ্যমন্ত্রী হয়েছেন অতিশী ৷ কেজরিওয়াল জোর দিয়ে জানিয়েছেন,ক্ষ মতা বা পদের লোভে নয়, দেশের সেবা করার জন্যই রাজনীতিতে যোগ দিয়েছিলেন। প্রাক্তন মুখ্যমন্ত্রী আরও জানান, তিনি পদত্যাগ করেছিলেন কারণ তিনি তাঁর বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগে মর্মাহত হয়েছেন ৷ একই সঙ্গে তিনি যোগ করেছেন, গত 10 বছরে কেবল অর্থ নয়, মূলত সম্মান অর্জন করেছেন।

কেজরিওয়াল এও জানান, আসন্ন দিল্লি বিধানসভা নির্বাচন তার জন্য কার্যত একটি 'অগ্নি পরীক্ষা'র সমান ৷ মানুষ যদি তাঁকে অসৎ বলে মনে করে তবে তাঁকে ভোট না দেওয়ার আহ্বানও জানিয়েছে কেজরিওয়াল। আপ সুপ্রিমো যোগ করেছেন, তিনি নবরাত্রির পরেই দিল্লির মুখ্যমন্ত্রীর সরকারি বাসভবন তা খালি করে দেবেন ৷ এরপরই তিনি আমজনসাধারণের মধ্যেই মিশে যাবেন বলেও জানান কেজরিওয়াল ৷

নয়াদিল্লি, 22 সেপ্টেম্বর: এজেন্সি দিয়ে বিরোধীদল এবং বিরোধীদের সরকার ভাঙার কাজ করছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ! আর এই কাণ্ডের সঙ্গে আরএসএস কি একমত ? এমনই প্রশ্ন তুললেন দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং আম আদমি পার্টির (আপ) প্রধান অরবিন্দ কেজরিওয়াল ৷ রবিবার তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে কটাক্ষ করে এও প্রশ্ন করেন, আদবানি অবসর নিতে পারলে মোদি নন কেন ?

দিল্লির মুখ্যমন্ত্রীর পদ ছাড়ার পর যন্তর মন্তরে তাঁর প্রথম 'জনতা কি আদালত' জনসভা থেকে কেজরিওয়াল রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের (আরএসএস) প্রধান মোহন ভাগবতকে পাঁচটি প্রশ্ন করেন ৷ যার মধ্যে রয়েছে বয়স-বিতর্কের বিষয়টিও। কেজরি জানতে চান, আদবানিকে বয়সের কারণে রাজনীতি থেকে অবসর নিতে হয়েছে। সেই নীতি কি মোদির ক্ষেত্রেও প্রযোজ্য ?
এছাড়া কোনও নেতা দুর্নীতিতে জড়িয়ে আছেন জানার পরও তাঁকে বিজেপিতে নেওয়া হচ্ছে। এই রাজনীতির সঙ্গে ভগবত সহমত কিনা সেটাও জানতে চান কেজরিওয়াল। বিজেপি সভাপতি জেপি নাড্ডা লোকসভা নির্বাচনের আগে দাবি করেন, বিজেপি নিজেই নিজের কাজ করতে সক্ষম। আরএসএসের নিজের কাজ করে ! এই প্রসঙ্গে ভাগবত কী ভাবছেন তাও জানতে চান কেজরি।

আবগারি দুর্নীতির মামলায় পাঁচ মাসেরও বেশি সময় জেলে থাকার পর 13 সেপ্টেম্বর তিহাড় জেল থেকে জামিনে মুক্তি পেয়েছেন অরবিন্দ কেজরিওয়াল ৷ এরপরই তিনি মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফাও দেন ৷ নয়া মুখ্যমন্ত্রী হয়েছেন অতিশী ৷ কেজরিওয়াল জোর দিয়ে জানিয়েছেন,ক্ষ মতা বা পদের লোভে নয়, দেশের সেবা করার জন্যই রাজনীতিতে যোগ দিয়েছিলেন। প্রাক্তন মুখ্যমন্ত্রী আরও জানান, তিনি পদত্যাগ করেছিলেন কারণ তিনি তাঁর বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগে মর্মাহত হয়েছেন ৷ একই সঙ্গে তিনি যোগ করেছেন, গত 10 বছরে কেবল অর্থ নয়, মূলত সম্মান অর্জন করেছেন।

কেজরিওয়াল এও জানান, আসন্ন দিল্লি বিধানসভা নির্বাচন তার জন্য কার্যত একটি 'অগ্নি পরীক্ষা'র সমান ৷ মানুষ যদি তাঁকে অসৎ বলে মনে করে তবে তাঁকে ভোট না দেওয়ার আহ্বানও জানিয়েছে কেজরিওয়াল। আপ সুপ্রিমো যোগ করেছেন, তিনি নবরাত্রির পরেই দিল্লির মুখ্যমন্ত্রীর সরকারি বাসভবন তা খালি করে দেবেন ৷ এরপরই তিনি আমজনসাধারণের মধ্যেই মিশে যাবেন বলেও জানান কেজরিওয়াল ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.