হায়দরাবাদ, 28 মে: হায়দরাবাদের প্রজা ভবনে বোমার হুমকি! উল্লেখ্য, এখানে তেলেঙ্গানার উপ-মুখ্যমন্ত্রী ভাট্টি বিক্রমকা এবং মন্ত্রী সীতাক্কার পরিবার বাস করে ৷ জানা গিয়েছে, একজন অজ্ঞাতপরিচয় ব্যক্তি 100 ডায়াল করে বলেন যে, একটি বোমা শীঘ্রই ফাটতে চলেছে। এর পরই রাজ্য পুলিশ বিভাগকে অবিলম্বে সতর্ক করা হয় ৷ বোমার হুমকি ফোন পাওয়ার পরই ইন্টেলিজেন্স সিকিউরিটি উইং, সিটি সিকিউরিটি উইং পুলিশ কর্মকর্তাদেরও সতর্ক করা হয়েছে। খবর পেয়েই প্রজা ভবনে পৌঁছেছে বম্ব এবং ডগ স্কোয়াড এবং ঘটনাস্থলের প্রতিটি জায়গা খুঁটিয়ে পরিদর্শন করেছে । পাঞ্জাগুট্টা এসিপি মনোহর কুমার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে তাঁর কর্মীদের সঙ্গে নিয়ে ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি খতিয়ে দেখেন।
প্রজা ভবনের মূল প্রবেশদ্বার থেকে আবাসনের ভিতরের সমস্ত কক্ষ, শয়নকক্ষ, রান্নাঘর, ডাইনিং হল, ভিজিটর হল, উপ-মুখ্যমন্ত্রীর চেম্বার, জিম, বাগান এবং আশেপাশের এলাকাগুলি ডগ স্কোয়াড নিয়ে ভালো করে চল্লাশি চালানো হচ্ছে । পাশাপাশি ভাট্টি বিক্রমার্কের কনভয় এবং পরিবারের সদস্যদের ব্যবহৃত গাড়িগুলিও পুঙ্খানুপুঙ্খভাবে পরীক্ষা করে দেখছে পুলিশ । এরপর ডগ স্কোয়াড নিয়ে প্রজা ভবন এলাকায় স্থানীয় মন্দিরগুলিও ঘুরে দেখেন তদন্তকারীরা ।
তবে প্রাথমিক তদন্তের পর পুলিশের অনুমান, এটি একটি ভুয়ো কল । যে ব্যক্তি বোমা রাখার খবর দিয়ে হুমকি-ফোন করেছিল, তার খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ । মোবাইল ফোনের টাওয়ার সিগন্যালের সূত্র ধরে পুলিশ ভুয়ো হুমকি ফোনের উৎস খুঁজে বের করতে চেষ্টা চালাচ্ছে ৷ এই ফোন কি নিছকই ভয় দেখানোর জন্য করা হয়েছিল নাকি কোনও বিশেষ উদ্দেশ্যে এই ফোন আসে হায়দরাবাদের প্রজা ভবনে? সমস্ত বিষয়ই তদন্ত করে দেখছে পুলিশ । বিষয়টি সোশাল মিডিয়ায় প্রকাশ্যে আসতেই রাজ্যজুড়ে তোলপাড় শুরু হয় ।