ETV Bharat / bharat

রাগের বশে হত্যালীলা ! স্ত্রী-সহ 2 সন্তানের ধড় থেকে মাথা আলাদা করল ব্যক্তি - BIHAR TRIPLE MURDER - BIHAR TRIPLE MURDER

Horrific Murder in Bihar: রাগ এতটাই তীব্র ছিল যে তা শান্ত হল স্ত্রী ও সন্তানদের খুনের পর ৷ তবে পালিয়েও শেষরক্ষা হল না ৷ অবশেষে ব্যক্তিকে গ্রেফতার করে শ্রীঘরে ঢোকাল পুলিশ ৷

Bihar News
বিহারের গ্রামে তিনজনকে খুন করল এক ব্যক্তি (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Bangla Team

Published : Sep 10, 2024, 10:40 PM IST

ভোজপুর (বিহার), 10 সেপ্টেম্বর: স্ত্রীর সঙ্গে ঝগড়ার পর রাগে দুই সন্তান-সহ মহিলাকে খুন করল স্বামী ৷ নৃশংস এই ঘটনাটি ঘটেছে ভোজপুরের আজিমাবাদ থানা এলাকার মিল্কি গ্রামে । মঙ্গলবার স্ত্রীর সঙ্গে ঝগড়ার পর ক্ষিপ্ত হয়ে স্ত্রীর সঙ্গে মেয়ে ও 10 মাসের ছেলেকে ছুরি দিয়ে খুন করে অভিযুক্ত ।

নিহতদের নাম সীমা দেবী (35), সৌম্য কুমারী (8) এবং 10 মাস বয়সি দিদবন্ত কুমার । এই ঘটনা ঘটিয়েছে সীমার স্বামী লালু যাদব । অপরাধ করার পর অভিযুক্ত লালু বাড়ি থেকে পালিয়ে যায় । এদিকে ঘটনার খবর ছড়িয়ে পড়তেই গ্রাম ও আশপাশের এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয় । পরে গ্রামবাসীরা ঘটনাটি স্থানীয় থানায় জানান । খবর পাওয়া মাত্রই পিরোর এসডিপিও রাহুল কুমার সিং এবং আজিমাবাদ থানার প্রধান পুলিশবাহিনী নিয়ে ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেন । পুলিশের পক্ষ থেকে এফএসএল টিমকেও ডাকা হলে তারা এসে ঘটনাস্থল থেকে নমুনা সংগ্রহ করে । পরে পুলিশ দেহগুলি উদ্ধার করে সদর হাসপাতালের মর্গে ময়নাতদন্তের জন্য পাঠায় । ঘাতক স্বামীকে গ্রেফতার করেছে পুলিশ ।

এই বিষয়ে পিরোর এসডিপিও রাহুল সিং জানান, সকালে স্ত্রীর সঙ্গে অভিযুক্তের কথা কাটাকাটি হয় । এরপর ক্ষিপ্ত হয়ে স্ত্রীকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে লালু । হত্যাকাণ্ড এতটাই নৃশংস ছিল যে, শরীর থেকে মাথা বিচ্ছিন্ন হয়ে যায় । এরপর একে একে দুই সন্তানকেও হত্যা করে সে । পুলিশ খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পলাতক অভিযুক্ত লালু যাদবকে গ্রেফতার করা হয়েছে । তবে অভিযুক্ত কেন এই তিনজনকে খুন করল তা পুরোপুরি পরিষ্কার নয় । তবে এ ঘটনার পর এলাকার লোকজন নানা কথা বলছেন । তাদের মনেও ভয় জমেছে ।

ভোজপুর (বিহার), 10 সেপ্টেম্বর: স্ত্রীর সঙ্গে ঝগড়ার পর রাগে দুই সন্তান-সহ মহিলাকে খুন করল স্বামী ৷ নৃশংস এই ঘটনাটি ঘটেছে ভোজপুরের আজিমাবাদ থানা এলাকার মিল্কি গ্রামে । মঙ্গলবার স্ত্রীর সঙ্গে ঝগড়ার পর ক্ষিপ্ত হয়ে স্ত্রীর সঙ্গে মেয়ে ও 10 মাসের ছেলেকে ছুরি দিয়ে খুন করে অভিযুক্ত ।

নিহতদের নাম সীমা দেবী (35), সৌম্য কুমারী (8) এবং 10 মাস বয়সি দিদবন্ত কুমার । এই ঘটনা ঘটিয়েছে সীমার স্বামী লালু যাদব । অপরাধ করার পর অভিযুক্ত লালু বাড়ি থেকে পালিয়ে যায় । এদিকে ঘটনার খবর ছড়িয়ে পড়তেই গ্রাম ও আশপাশের এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয় । পরে গ্রামবাসীরা ঘটনাটি স্থানীয় থানায় জানান । খবর পাওয়া মাত্রই পিরোর এসডিপিও রাহুল কুমার সিং এবং আজিমাবাদ থানার প্রধান পুলিশবাহিনী নিয়ে ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেন । পুলিশের পক্ষ থেকে এফএসএল টিমকেও ডাকা হলে তারা এসে ঘটনাস্থল থেকে নমুনা সংগ্রহ করে । পরে পুলিশ দেহগুলি উদ্ধার করে সদর হাসপাতালের মর্গে ময়নাতদন্তের জন্য পাঠায় । ঘাতক স্বামীকে গ্রেফতার করেছে পুলিশ ।

এই বিষয়ে পিরোর এসডিপিও রাহুল সিং জানান, সকালে স্ত্রীর সঙ্গে অভিযুক্তের কথা কাটাকাটি হয় । এরপর ক্ষিপ্ত হয়ে স্ত্রীকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে লালু । হত্যাকাণ্ড এতটাই নৃশংস ছিল যে, শরীর থেকে মাথা বিচ্ছিন্ন হয়ে যায় । এরপর একে একে দুই সন্তানকেও হত্যা করে সে । পুলিশ খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পলাতক অভিযুক্ত লালু যাদবকে গ্রেফতার করা হয়েছে । তবে অভিযুক্ত কেন এই তিনজনকে খুন করল তা পুরোপুরি পরিষ্কার নয় । তবে এ ঘটনার পর এলাকার লোকজন নানা কথা বলছেন । তাদের মনেও ভয় জমেছে ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.