ETV Bharat / bharat

আশা করি লোকসভায় বিরোধীদের বলতে দেওয়া হবে, ওম বিড়লাকে বার্তা রাহুলের - Rahul wants oppn be heard in LS - RAHUL WANTS OPPN BE HEARD IN LS

Rahul urges speaker OM Birla to allow opposition space: দ্বিতীয়বার লোকসভার স্পিকার হিসেবে নির্বাচিত হওয়ায় ওম বিড়লাকে অভিনন্দন জানানোর পাশাপাশি বিশেষ বার্তাও দিলেন বিরোধী দলনেতা রাহুল গান্ধি ৷ তিনি বলেন, আশা করি বিরোধীদের বলতে দেওয়া হবে লোকসভায় ৷

ETV BHARAT
ওম বিড়লাকে বার্তা রাহুলের (ছবি: সংসদ টিভি)
author img

By PTI

Published : Jun 26, 2024, 1:10 PM IST

Updated : Jun 26, 2024, 1:42 PM IST

নয়াদিল্লি, 26 জুন: দ্বিতীয় মেয়াদের জন্য লোকসভার স্পিকার নির্বাচিত হওয়ায় ওম বিড়লাকে অভিনন্দন জানালেন বিরোধী দলনেতা রাহুল গান্ধি ৷ তবে বিরোধীদের কণ্ঠস্বর যাতে রোধ করা না-হয়, সেই বার্তাও দিয়েছেন তিনি ৷ রাহুল বলেন, "আশা করি হাউসে মানুষের কণ্ঠস্বর তুলে ধরতে দেওয়া হবে বিরোধীদের ।

রাহুলের কথায়, বিরোধীরাও চায় লোকসভার কাজকর্ম প্রায় সবসময়ই ভালো ভাবে চলুক ৷ তবে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ যে সহযোগিতা বিশ্বাসের সঙ্গে আসে ৷ রাহুল বলেন, "আপনার সফল নির্বাচনের জন্য আপনাকে অভিনন্দন জানাতে চাই...৷ সমগ্র ইন্ডিয়া জোটের পক্ষ থেকে আপনাকে অভিনন্দন জানাই । এই হাউসটি ভারতের জনগণের কণ্ঠস্বরকে প্রতিনিধিত্ব করে...৷ অবশ্যই সরকারের রাজনৈতিক ক্ষমতা আছে, কিন্তু বিরোধীরাও ভারতের জনগণের কণ্ঠস্বরের প্রতিনিধিত্ব করে ৷ বিরোধীরা আপনাকে আপনার কাজে সহায়তা করতে চাইবে । আমি নিশ্চিত যে আপনি আমাদের হাউসে কথা বলার অনুমতি দেবেন ৷"

গতবারের তুলনায় এবার বিরোধীরা ভারতীয় জনগণের কণ্ঠস্বরকে উল্লেখযোগ্যভাবে বেশি প্রতিনিধিত্ব করছে, এটাও এদিন মনে করিয়ে দেন রাহুল গান্ধি ৷ সেই কারণে বিরোধীদের কণ্ঠস্বরকে হাউসে প্রতিনিধিত্ব করার অনুমতি দেওয়া খুবই গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেন তিনি । রাহুলের কথায়, "আমি আত্মবিশ্বাসী যে, আপনি আমাদের কণ্ঠস্বর তুলে ধরার অনুমতি দেবেন, আমাদের কথা বলার অনুমতি দেবেন, ভারতের জনগণের কণ্ঠস্বরকে প্রতিনিধিত্ব করতে দেবেন ।"

বিরোধী দলনেতার মতে, কতটা দক্ষতার সঙ্গে অধিবেশন চালানো হয় সেটা প্রশ্ন নয়, প্রশ্ন হল ভারতের কতটা কণ্ঠস্বর হাউসে শোনার অনুমতি দেওয়া হয় । রাহুল বলেন, "বিরোধীদের কণ্ঠস্বরকে স্তব্ধ করে দিয়ে আপনি দক্ষতার সঙ্গে হাউস পরিচালনা করতে পারেন, তবে এই ধারণাটি একটি অগণতান্ত্রিক ধারণা । এই নির্বাচন দেখিয়েছে যে, ভারতের জনগণের এটাই প্রত্যাশা যে বিরোধীরা এই দেশের সংবিধান রক্ষা করবে এবং আমরা আত্মবিশ্বাসী যে বিরোধীদের কথা বলার অনুমতি দিয়ে, আপনি ভারতের সংবিধান রক্ষা করতে আপনার দায়িত্ব পালন করবেন ৷" (পিটিআই)

নয়াদিল্লি, 26 জুন: দ্বিতীয় মেয়াদের জন্য লোকসভার স্পিকার নির্বাচিত হওয়ায় ওম বিড়লাকে অভিনন্দন জানালেন বিরোধী দলনেতা রাহুল গান্ধি ৷ তবে বিরোধীদের কণ্ঠস্বর যাতে রোধ করা না-হয়, সেই বার্তাও দিয়েছেন তিনি ৷ রাহুল বলেন, "আশা করি হাউসে মানুষের কণ্ঠস্বর তুলে ধরতে দেওয়া হবে বিরোধীদের ।

রাহুলের কথায়, বিরোধীরাও চায় লোকসভার কাজকর্ম প্রায় সবসময়ই ভালো ভাবে চলুক ৷ তবে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ যে সহযোগিতা বিশ্বাসের সঙ্গে আসে ৷ রাহুল বলেন, "আপনার সফল নির্বাচনের জন্য আপনাকে অভিনন্দন জানাতে চাই...৷ সমগ্র ইন্ডিয়া জোটের পক্ষ থেকে আপনাকে অভিনন্দন জানাই । এই হাউসটি ভারতের জনগণের কণ্ঠস্বরকে প্রতিনিধিত্ব করে...৷ অবশ্যই সরকারের রাজনৈতিক ক্ষমতা আছে, কিন্তু বিরোধীরাও ভারতের জনগণের কণ্ঠস্বরের প্রতিনিধিত্ব করে ৷ বিরোধীরা আপনাকে আপনার কাজে সহায়তা করতে চাইবে । আমি নিশ্চিত যে আপনি আমাদের হাউসে কথা বলার অনুমতি দেবেন ৷"

গতবারের তুলনায় এবার বিরোধীরা ভারতীয় জনগণের কণ্ঠস্বরকে উল্লেখযোগ্যভাবে বেশি প্রতিনিধিত্ব করছে, এটাও এদিন মনে করিয়ে দেন রাহুল গান্ধি ৷ সেই কারণে বিরোধীদের কণ্ঠস্বরকে হাউসে প্রতিনিধিত্ব করার অনুমতি দেওয়া খুবই গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেন তিনি । রাহুলের কথায়, "আমি আত্মবিশ্বাসী যে, আপনি আমাদের কণ্ঠস্বর তুলে ধরার অনুমতি দেবেন, আমাদের কথা বলার অনুমতি দেবেন, ভারতের জনগণের কণ্ঠস্বরকে প্রতিনিধিত্ব করতে দেবেন ।"

বিরোধী দলনেতার মতে, কতটা দক্ষতার সঙ্গে অধিবেশন চালানো হয় সেটা প্রশ্ন নয়, প্রশ্ন হল ভারতের কতটা কণ্ঠস্বর হাউসে শোনার অনুমতি দেওয়া হয় । রাহুল বলেন, "বিরোধীদের কণ্ঠস্বরকে স্তব্ধ করে দিয়ে আপনি দক্ষতার সঙ্গে হাউস পরিচালনা করতে পারেন, তবে এই ধারণাটি একটি অগণতান্ত্রিক ধারণা । এই নির্বাচন দেখিয়েছে যে, ভারতের জনগণের এটাই প্রত্যাশা যে বিরোধীরা এই দেশের সংবিধান রক্ষা করবে এবং আমরা আত্মবিশ্বাসী যে বিরোধীদের কথা বলার অনুমতি দিয়ে, আপনি ভারতের সংবিধান রক্ষা করতে আপনার দায়িত্ব পালন করবেন ৷" (পিটিআই)

Last Updated : Jun 26, 2024, 1:42 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.