সিমলা, 28 ফেব্রুয়ারি: রাজনৈতিক টানাপোড়েনের মধ্যেই হিমাচলপ্রদেশের বিধানসভায় বিরোধীশূন্য ভাবে পাশ হয়ে গেল রাজ্য বাজেট ৷ বাজেট পাশ হওয়ার পর অধ্যক্ষ কুলদীপ সিং পাঠানিয়া অনির্দিষ্টকালের জন্য অধিবেশন মুলতুবি করে দেন ৷ আর এই সিদ্ধান্তের ফলে কংগ্রেসের সরকার আপাতত সংখ্যালঘু হওয়া থেকে রক্ষা পেয়েছে । এ দিকে, মুখ্যমন্ত্রী সুখবিন্দর সিং সুখু স্বয়ং জানিয়েছেন যে, তিনি পদত্যাগ করেননি ৷
আজ দুপুর আড়াইটের দিকে বিরোধী দলকে ছাড়াই বাজেট পাশ হয়ে যায় বিধানসভায় । সুখবিন্দর সিং সুখু 17 ফেব্রুয়ারি বাজেট পেশ করেছিলেন ৷ বাজেট অধিবেশন 29 ফেব্রুয়ারি বৃহস্পতিবার পর্যন্ত অনুষ্ঠিত হওয়ার কথা ছিল । হিমাচলপ্রদেশ বিধানসভার বাজেট অধিবেশন 14 ফেব্রুয়ারি থেকে শুরু হয়েছিল ৷ কিন্তু আজই বিধানসভার অধ্যক্ষ কুলদীপ সিং পাঠানিয়া অধিবেশন মুলতুবি করে দেন ৷
এ দিকে, মুখ্যমন্ত্রী সুখবিন্দর সিং সুখু বুধবার বলেন যে, তিনি তাঁর পদ থেকে পদত্যাগ করেননি । সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে সুখু বলেন, "মুখ্যমন্ত্রী পদত্যাগ করেছেন বলে খবর আছে । আমি স্পষ্ট করতে চাই যে, আমি পদত্যাগ করিনি ।" তিনি বলেন, "আমরা আমাদের সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ করব । কংগ্রেস সরকার অবশ্যই তার পাঁচ বছরের মেয়াদ পূর্ণ করবে ।"
উল্লেখ্য, কংগ্রেস বিধায়কদের ক্রস ভোটিংয়ের কারণে রাজ্যসভা নির্বাচনে বিজেপি প্রার্থী বিজয়ী হওয়ার পর পার্বত্য রাজ্যে রাজনৈতিক অস্থিরতা প্রকট হয়েছে । সংকটের পরিস্থিতিতে প্রবীণ কংগ্রেস নেতা ভূপিন্দর সিং হুডাকে হিমাচলপ্রদেশের দুই পর্যবেক্ষক হিসেবে নিয়োগ করা হয়েছে । হুডা আজ রাতে চণ্ডীগড় থেকে সিমলায় পৌঁছবেন এবং বিধায়কদের সঙ্গে কথা বলবেন ।
পূর্তমন্ত্রী বিক্রমাদিত্য সিং-এর পদত্যাগের ঘোষণা দলীয় বিধায়কদের মধ্যে ক্রমবর্ধমান অসন্তোষের কথা তুলে ধরেছে ৷ এই পরিস্থিতিতে সরকারের পতন ঠেকাতে সদস্যদের একত্রে রাখতে হিমশিম খাচ্ছে কংগ্রেস ৷ রাজ্যসভা নির্বাচনের ফলাফল বিরোধীদের পক্ষে যাওয়ার একদিন পরই পদত্যাগ করলেন বিক্রমাদিত্য সিং ৷ তিনি প্রাক্তন মুখ্যমন্ত্রী বীরভদ্র সিংয়ের ছেলে । তিনি সিমলা গ্রামীণ আসন থেকে বিধানসভায় নির্বাচিত হয়েছিলেন ।
আরও পড়ুন: