ETV Bharat / bharat

একদিন আগেই বাজেট পাশ করে মুলতুবি অধিবেশন, আপাতত রক্ষা হিমাচল সরকারের - সুখবিন্দর সিং সুখু

Himachal Pradesh Crisis: একদিন আগেই বাজেট পাশ করে অধিবেশন মুলতুবি করে দিলেন অধ্যক্ষ ৷ তার ফলে আপাতত সংখ্যালঘু হওয়া থেকে রক্ষা পেল হিমাচলপ্রদেশের সরকার ৷

ETV BHARAT
ETV BHARAT
author img

By ETV Bharat Bangla Team

Published : Feb 28, 2024, 5:06 PM IST

সিমলা, 28 ফেব্রুয়ারি: রাজনৈতিক টানাপোড়েনের মধ্যেই হিমাচলপ্রদেশের বিধানসভায় বিরোধীশূন্য ভাবে পাশ হয়ে গেল রাজ্য বাজেট ৷ বাজেট পাশ হওয়ার পর অধ্যক্ষ কুলদীপ সিং পাঠানিয়া অনির্দিষ্টকালের জন্য অধিবেশন মুলতুবি করে দেন ৷ আর এই সিদ্ধান্তের ফলে কংগ্রেসের সরকার আপাতত সংখ্যালঘু হওয়া থেকে রক্ষা পেয়েছে । এ দিকে, মুখ্যমন্ত্রী সুখবিন্দর সিং সুখু স্বয়ং জানিয়েছেন যে, তিনি পদত্যাগ করেননি ৷

আজ দুপুর আড়াইটের দিকে বিরোধী দলকে ছাড়াই বাজেট পাশ হয়ে যায় বিধানসভায় । সুখবিন্দর সিং সুখু 17 ফেব্রুয়ারি বাজেট পেশ করেছিলেন ৷ বাজেট অধিবেশন 29 ফেব্রুয়ারি বৃহস্পতিবার পর্যন্ত অনুষ্ঠিত হওয়ার কথা ছিল । হিমাচলপ্রদেশ বিধানসভার বাজেট অধিবেশন 14 ফেব্রুয়ারি থেকে শুরু হয়েছিল ৷ কিন্তু আজই বিধানসভার অধ্যক্ষ কুলদীপ সিং পাঠানিয়া অধিবেশন মুলতুবি করে দেন ৷

এ দিকে, মুখ্যমন্ত্রী সুখবিন্দর সিং সুখু বুধবার বলেন যে, তিনি তাঁর পদ থেকে পদত্যাগ করেননি । সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে সুখু বলেন, "মুখ্যমন্ত্রী পদত্যাগ করেছেন বলে খবর আছে । আমি স্পষ্ট করতে চাই যে, আমি পদত্যাগ করিনি ।" তিনি বলেন, "আমরা আমাদের সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ করব । কংগ্রেস সরকার অবশ্যই তার পাঁচ বছরের মেয়াদ পূর্ণ করবে ।"

উল্লেখ্য, কংগ্রেস বিধায়কদের ক্রস ভোটিংয়ের কারণে রাজ্যসভা নির্বাচনে বিজেপি প্রার্থী বিজয়ী হওয়ার পর পার্বত্য রাজ্যে রাজনৈতিক অস্থিরতা প্রকট হয়েছে । সংকটের পরিস্থিতিতে প্রবীণ কংগ্রেস নেতা ভূপিন্দর সিং হুডাকে হিমাচলপ্রদেশের দুই পর্যবেক্ষক হিসেবে নিয়োগ করা হয়েছে । হুডা আজ রাতে চণ্ডীগড় থেকে সিমলায় পৌঁছবেন এবং বিধায়কদের সঙ্গে কথা বলবেন ।

পূর্তমন্ত্রী বিক্রমাদিত্য সিং-এর পদত্যাগের ঘোষণা দলীয় বিধায়কদের মধ্যে ক্রমবর্ধমান অসন্তোষের কথা তুলে ধরেছে ৷ এই পরিস্থিতিতে সরকারের পতন ঠেকাতে সদস্যদের একত্রে রাখতে হিমশিম খাচ্ছে কংগ্রেস ৷ রাজ্যসভা নির্বাচনের ফলাফল বিরোধীদের পক্ষে যাওয়ার একদিন পরই পদত্যাগ করলেন বিক্রমাদিত্য সিং ৷ তিনি প্রাক্তন মুখ্যমন্ত্রী বীরভদ্র সিংয়ের ছেলে । তিনি সিমলা গ্রামীণ আসন থেকে বিধানসভায় নির্বাচিত হয়েছিলেন ।

আরও পড়ুন:

  1. 'আমি যোদ্ধা, পদত্যাগের প্রশ্নই নেই', জল্পনা উড়িয়ে জানালেন মুখ্যমন্ত্রী সুখু
  2. হিমাচলে সংকটে কংগ্রেস, মুখ্যমন্ত্রী পদে কে হবেন সুখুর উত্তরসূরি
  3. হিমাচলে সাসপেন্ড 15 বিজেপি বিধায়ক, সুখুর বিরুদ্ধে তোপ দেগে পদত্যাগ মন্ত্রী বিক্রমাদিত্যের

সিমলা, 28 ফেব্রুয়ারি: রাজনৈতিক টানাপোড়েনের মধ্যেই হিমাচলপ্রদেশের বিধানসভায় বিরোধীশূন্য ভাবে পাশ হয়ে গেল রাজ্য বাজেট ৷ বাজেট পাশ হওয়ার পর অধ্যক্ষ কুলদীপ সিং পাঠানিয়া অনির্দিষ্টকালের জন্য অধিবেশন মুলতুবি করে দেন ৷ আর এই সিদ্ধান্তের ফলে কংগ্রেসের সরকার আপাতত সংখ্যালঘু হওয়া থেকে রক্ষা পেয়েছে । এ দিকে, মুখ্যমন্ত্রী সুখবিন্দর সিং সুখু স্বয়ং জানিয়েছেন যে, তিনি পদত্যাগ করেননি ৷

আজ দুপুর আড়াইটের দিকে বিরোধী দলকে ছাড়াই বাজেট পাশ হয়ে যায় বিধানসভায় । সুখবিন্দর সিং সুখু 17 ফেব্রুয়ারি বাজেট পেশ করেছিলেন ৷ বাজেট অধিবেশন 29 ফেব্রুয়ারি বৃহস্পতিবার পর্যন্ত অনুষ্ঠিত হওয়ার কথা ছিল । হিমাচলপ্রদেশ বিধানসভার বাজেট অধিবেশন 14 ফেব্রুয়ারি থেকে শুরু হয়েছিল ৷ কিন্তু আজই বিধানসভার অধ্যক্ষ কুলদীপ সিং পাঠানিয়া অধিবেশন মুলতুবি করে দেন ৷

এ দিকে, মুখ্যমন্ত্রী সুখবিন্দর সিং সুখু বুধবার বলেন যে, তিনি তাঁর পদ থেকে পদত্যাগ করেননি । সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে সুখু বলেন, "মুখ্যমন্ত্রী পদত্যাগ করেছেন বলে খবর আছে । আমি স্পষ্ট করতে চাই যে, আমি পদত্যাগ করিনি ।" তিনি বলেন, "আমরা আমাদের সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ করব । কংগ্রেস সরকার অবশ্যই তার পাঁচ বছরের মেয়াদ পূর্ণ করবে ।"

উল্লেখ্য, কংগ্রেস বিধায়কদের ক্রস ভোটিংয়ের কারণে রাজ্যসভা নির্বাচনে বিজেপি প্রার্থী বিজয়ী হওয়ার পর পার্বত্য রাজ্যে রাজনৈতিক অস্থিরতা প্রকট হয়েছে । সংকটের পরিস্থিতিতে প্রবীণ কংগ্রেস নেতা ভূপিন্দর সিং হুডাকে হিমাচলপ্রদেশের দুই পর্যবেক্ষক হিসেবে নিয়োগ করা হয়েছে । হুডা আজ রাতে চণ্ডীগড় থেকে সিমলায় পৌঁছবেন এবং বিধায়কদের সঙ্গে কথা বলবেন ।

পূর্তমন্ত্রী বিক্রমাদিত্য সিং-এর পদত্যাগের ঘোষণা দলীয় বিধায়কদের মধ্যে ক্রমবর্ধমান অসন্তোষের কথা তুলে ধরেছে ৷ এই পরিস্থিতিতে সরকারের পতন ঠেকাতে সদস্যদের একত্রে রাখতে হিমশিম খাচ্ছে কংগ্রেস ৷ রাজ্যসভা নির্বাচনের ফলাফল বিরোধীদের পক্ষে যাওয়ার একদিন পরই পদত্যাগ করলেন বিক্রমাদিত্য সিং ৷ তিনি প্রাক্তন মুখ্যমন্ত্রী বীরভদ্র সিংয়ের ছেলে । তিনি সিমলা গ্রামীণ আসন থেকে বিধানসভায় নির্বাচিত হয়েছিলেন ।

আরও পড়ুন:

  1. 'আমি যোদ্ধা, পদত্যাগের প্রশ্নই নেই', জল্পনা উড়িয়ে জানালেন মুখ্যমন্ত্রী সুখু
  2. হিমাচলে সংকটে কংগ্রেস, মুখ্যমন্ত্রী পদে কে হবেন সুখুর উত্তরসূরি
  3. হিমাচলে সাসপেন্ড 15 বিজেপি বিধায়ক, সুখুর বিরুদ্ধে তোপ দেগে পদত্যাগ মন্ত্রী বিক্রমাদিত্যের
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.