সিমলা, 2 মার্চ: হিমাচল প্রদেশে চলমান রাজনৈতিক নাটকের মধ্যে, দু'পক্ষের তরজা সমানে চলছে। এই বিষয়ে এবার মুখ খুললেন বিদ্রোহী কংগ্রেস বিধায়ক রাজেন্দ্র রানা ৷ মুখ্যমন্ত্রী সুখবিন্দর সুখুকে সরাসরি আক্রমণ করেছেন তিনি। রানা স্পষ্টতই জানিয়েছেন, আগামী দিনে হিমাচলে কংগ্রেস সরকারের পতন হবে ৷ তাঁর আরও দাবি, আর এর জন্য সরাসরি দায়ী থাকবেন মুখ্যমন্ত্রী সুখবিন্দর সুখু এবং কংগ্রেস হাইকমান্ড।
রাজেন্দ্র রানা সুখবিন্দর সরকারের বিরুদ্ধে বিধায়কদের উপেক্ষা করার অভিযোগও তুলেছেন ৷ তিনি বলেন, "হিমাচল প্রদেশে সুখিন্দর সুখু ও তাঁর বন্ধুদের সরকার চলছে না। এই সরকারে নির্বাচিত বিধায়কদের কথা শোনা হয় না ৷" রাজেন্দ্র রানার মতে, বিধায়করা হাইকমান্ডের কাছে অভিযোগ করেছিল ৷ রাজ্যে মুখ্যমন্ত্রীকে পরিবর্তনের জন্য অনুরোধও করা হয়েছিল, কিন্তু হাইকমান্ড কোনও ব্যবস্থা নেয়নি বলে অভিযোগ রানার। তিনি বলেন, "দল হিমাচল থেকে রাজ্যসভার জন্য কোনও প্রার্থী খুঁজে পায়নি, তারপরে আমরা নয়জন বিধায়ক ক্রস-ভোট দিয়ে একজন হিমাচলিকে রাজ্যসভায় পাঠিয়েছি।"
রাজেন্দ্র রানা মুখ্যমন্ত্রীকে আরও আক্রমণ করে জানান, মুখ্যমন্ত্রী সুখুর হৃদয় খুব ছোট। মুখ্যমন্ত্রীকে বড় মনের হতে হবে ৷ বীরভদ্র সিংহের মূর্তি স্থাপন না করায় এই হামলা চালিয়েছেন রাজেন্দ্র রানা। তিনি বলেন, "বীরভদ্রের মূর্তির জন্য কে জমি দেয়নি ? এ থেকে মুখ্যমন্ত্রীর ভাবনা সম্পর্কে ধারণা পাওয়া যায়। তাঁর হৃদয় বড় করা উচিত। বিক্রমাদিত্য সিং এসে দেখা করেছেন। তিনিও এই মুখ্যমন্ত্রীর প্রতি বিরক্ত এবং আমি মনে করি যে আগামী দিনে অনেক কিছু ঘটতে চলেছে। রাজ্যের অনেক কংগ্রেস বিধায়ক সঙ্গে আসতে চান। আমরা এবং শীঘ্রই এই সরকার পরাজিত হতে চলেছে।"
মুখ্যমন্ত্রী সুখবিন্দর সুখু বহুবার বলেছেন, বিদ্রোহী বিধায়করা অনুতপ্ত ৷ এটিকে খণ্ডন করে রাজেন্দ্র রানা বলেন, "মুখ্যমন্ত্রীই সবচেয়ে বড় মিথ্যাবাদী ৷ যে বিধায়করা ক্রস ভোট দিয়েছেন তাঁরা সাবধানে বিবেচনা করে তাদের সিদ্ধান্ত নিয়েছেন। কংগ্রেসের আরও কিছু বিধায়কও সিএম সুখুকে নিয়ে বিরক্ত। আমরা বলেছিলাম, হিমাচল প্রদেশকে বাঁচাতে হলে সুখবিন্দর সুখুকে মুখ্যমন্ত্রীর পদ থেকে সরিয়ে অন্য কাউকে মুখ্যমন্ত্রী করুন। কিন্তু হাইকমান্ডের কানে নেয়নি ৷ হিমাচলের মুখ্যমন্ত্রী দেশের সবচেয়ে মিথ্যাবাদী মুখ্যমন্ত্রী। শীঘ্রই এই সরকারের পতন হবে, জনগণ বলে দেবে কে কাল সাপ।"
আরও পড়ুন
বিদ্রোহী কংগ্রেস বিধায়কদের 'কাল সাপ' বলে তীব্র আক্রমণ সুখুর
সিএএ বিজ্ঞপ্তির সম্ভাবনা তৈরি হতেই ফের আন্দোলনের পথে অসমের আসু ও 30টি উপজাতীয় সংগঠন