হয়দরাবাদ, 20 এপ্রিল: অবশেষে স্বস্তির বৃষ্টি নিজামের শহরে ৷ শনিবার হায়দরাবাদ ও তেলেঙ্গানা-র একাধিক জেলায় বজ্র বিদ্যুৎ-সহ ভারী বৃষ্টিপাত হয়েছে ৷ শহরের রাজেন্দ্রনগর, তুর্কায়মজল, সরুরনগর, নাগোল, উপ্পল, চৈতন্যপুরী, কেইসারা, দাম্মাইগুদা, ইয়াপ্রাল, আদিকমেট, গাচ্চিবাউলি, নাচারাম, হাবসিগুদা এবং অন্যান্য বেশ কয়েকটি এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টি হয়েছে।
20 এপ্রিল, তেলঙ্গানায় বিচ্ছিন্ন শিলাবৃষ্টির পূর্বাভাস দিয়েছে ইন্ডিয়া মিটিওরোলজিকাল ডিপার্টমেন্ট । যদিও, 20 এপ্রিল, তামিলনাড়ুর অভ্যন্তরীণ বিচ্ছিন্ন এলাকায় তাপপ্রভাহের অবস্থা জারি থাকবে। আবহাওয়া দফতরের (IMD) দেওয়া তথ্য অনুযায়ী, মধ্য ভারতের বিদর্ভ এবং দক্ষিণ অভ্যন্তরীণ কর্ণাটকের মধ্যে একটি নিম্নচাপের অঞ্চলের কেন্দ্র থেকে বিস্তৃত উষ্ণ বায়ুর ঘূর্ণাবর্ত প্রসারিত রয়েছে। আরেকটি উষ্ণ ঘূর্ণাবর্ত দক্ষিণ তেলঙ্গানা থেকে শ্রীলঙ্কার কাছাকাছি মান্নার উপসাগর পর্যন্ত বিস্তৃত। এর আগে কেরল এবং মাহেতে শুক্রবার বিচ্ছিন্ন মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত পূর্বাভাস ছিল । ফলে সেখানে তাপমাত্রার পারদ আংশিক নেমেছে ৷
তীব্র গরমের পর হঠাৎ বৃষ্টিপাত শহরবাসী স্বস্তির নিঃশ্বাস ফেলেছ ৷ বিগত কয়েক সপ্তাহ ধরে তাপপ্রবাহের পরিস্থিতি সৃষ্টি হয়েছিল শহর জুড়ে । এদিন হঠাৎ বৃষ্টিতে সাময়িক স্বস্তিতে শহরবাসী ৷ হঠাৎ বৃষ্টিতে শহরের একাধিক এলাকায় জল জমে যায় ৷ যানবাহন চলাচলেও প্রভাব পড়ে ৷ সমস্যায় পড়েন অফিস ফেরত যাত্রীরা । শহরের একাধিক গুরুত্বপূর্ণ রাস্তায় যানজট সৃষ্টি হয় ৷ শহরের বৃষ্টির একাধিক ছবি টুইটারে শেয়ার করেছন স্থানীয়রা ৷
এক নাগরিক ইতিমধ্যেই এক্স হ্যান্ডেলে বৃষ্টি ভেজা শহরের ছবি শেয়ার করেছেন ৷ বিগত কয়েকদিন 40-43 ডিগ্রি গরম ভোগের পর এই বৃষ্টি এক প্রকার আর্শীবাদ ৷ আরও এক বাসিন্দা হায়দরবাদের রাস্তায় জমা জলের ছবি শেয়ার করেছন ৷ লেখেন এটাই হায়দরবাদের চিত্র ৷ সামশাবাদ, আদিবাতলা, চারমিনার থেকে নামপল্লী, সরুরনগর, মালাকপেট, দিলসুখনগর, বনস্থলীপুরম, কাচিগুড়ার দিকেও বৃষ্টি হয়েছে ৷ এটি একটি সতেজ স্পেল হতে চলেছে," আরেকটি হায়দ্রাবাদের বাসিন্দা পোস্ট করেছেন৷
শুক্রবার হায়দরাবাদের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 44 ডিগ্রি সেলসিয়াস। মৌসম ভবন প্রকাশিত তথ্য অনুয়ায়ী হায়দ্রাবাদ, জাগতিয়াল, জানগাঁও, জোগুলাম্বা গাদওয়াল, কামারেড্ডি, মালকাজগিরি, নাগারকুর্নুল, নির্মলের মতো একাধিক এলাকায় ঝড়ো হাওয়া বইবে ৷ ঘণ্টায় হাওয়ার 40 কিলোমিটারেরও গতিবেগে হাওয়া বইতে পারে ৷ সঙ্গে মাঝারি বৃষ্টিপাত হতে পারে ৷ বজ্রপাতেরও সতর্কতা জারি করেছে । নিজামবাদ, রাজন্না সিরসিল্লা, রাঙ্গারেড্ডি, সাঙ্গারেড্ডি, সিদ্ধিপেট, ওয়ানাপার্টি, ওয়ারাঙ্গল, হানামকোন্ডা এবং ইয়াদাদ্রি ভঙ্গির এলাকাতেও ঝড়ো বৃষ্টির সম্ভাবনা আছে ।
শনিবার সকালে মৌসম ভবনের জারি করা তথ্য অনুযায়ী শুক্রবার ঝড়ে ক্ষয়ক্ষতি বেশি হয়নি ৷ তবে জনগণকে আবহাওয়ার গতিবিধির উপর নজর রাখতে বলা হয়েছে ৷ যাঁরা কাঁচা বাড়িতে থাকেন তাঁদের ঝড়-জলের নিরাপদ স্থানে আশ্রয় নেওয়ার কথা বলছেন ৷
আরও পড়ুন: