হায়দরাবাদ, 5 এপ্রিল: তেলেঙ্গানায় তাপপ্রবাহ থামার কোনও লক্ষণই নেই ৷ দিনে দিনে তা রেকর্ড ভাঙছে । তাপমাত্রা প্রত্যেকের দৈনন্দিন জীবনে গুরুতর সমস্যা সৃষ্টি করেছে ৷ এমনকী হিটস্ট্রোকের কারণে তেলেঙ্গানার নিজামবাদ জেলায় একটি ছেলের মৃত্যুও হয়েছে ।
নিজামবাদ জেলার ইন্দালওয়াই মণ্ডলের ডনকাল গ্রামের চার বছর বয়সী রামাওয়াত অখিল বৃহস্পতিবার সানস্ট্রোকে মারা গিয়েছে বলে পুলিশ জানিয়েছে । এলাকাবাসী ও পরিবারের সদস্যরা জানান, রমেশ ও অনিতার ছেলে অখিল স্কুল থেকে আসার পর রোদে খেলছিল ।
পুলিশ জানায়, তার মা যখন কৃষিকাজ সেরে ফিরে আসেন, তিনি দেখেন যে তাঁর ছেলের শরীরে জ্বর রয়েছে ও সে বমি করছে ৷ অখিলকে জেলা সরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয় । চিকিৎসকরা জানিয়েছেন, সেখানে প্রাথমিক চিকিৎসা শুরু হলেও অবস্থার অবনতি হয় ৷ পরে ছেলেটি মারা যায় ৷ সানস্ট্রোকের জেরেই ছেলেটি অসুস্থ হয়ে পড়ে ৷ তার জেরেই মৃত্যু বলে জানিয়েছেন চিকিৎসকরা ৷
এদিকে বৃহস্পতিবার রাজ্যের 20টি জায়গায় 42 ডিগ্রির উপরে তাপমাত্রা রেকর্ড করা হয়েছে । এর মধ্যে 14টি এলাকার তাপমাত্রা 43 ডিগ্রি সেলসিয়াস অতিক্রম করেছে । নালগোন্ডা জেলার ইব্রাহিমপেটাতে সর্বোচ্চ 43.5 ডিগ্রি তাপমাত্রা রেকর্ড করা হয়েছে । ভারতীয় আবহাওয়া বিভাগ (আইএমডি) অনুসারে, এপ্রিলের শুরুতে রেকর্ড করা তাপমাত্রা 2016 সালের পর থেকে সর্বোচ্চ ।
আইএমডি 7 এপ্রিল থেকে 9 এপ্রিল পর্যন্ত রাজ্যের বিচ্ছিন্ন জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি বা বজ্রবৃষ্টির পূর্বাভাস দিয়েছে ৷ সেক্ষেত্রে কিছুটা স্বস্তি মিলতে পারে বলে মনে করা হচ্ছে ৷ আইএমডি ইতিমধ্যেই সতর্ক করেছে যে দেশে এপ্রিল থেকে জুন মাসের মধ্যে তাপপ্রবাহ হতে পারে ৷
আরও পড়ুন: