ETV Bharat / bharat

বিহারে তাপপ্রবাহ, প্রাণ গেল 10 ভোট কর্মী-সহ 27 জনের, বাইরে বেরতে নিষেধ - Heatwave in Bihar - HEATWAVE IN BIHAR

Heatwave Deaths in Bihar: ক্রমশই প্রাণঘাতী রূপ নিচ্ছে বিহারের তাপপ্রবাহ ৷ ইতিমধ্যে প্রবল গরমে মৃত্যু হয়েছে 80 জনের, যার মধ্যে 27 জনের মৃত্যু তাপপ্রবাহের কারণেই হয়েছে বলে নিশ্চিত করা হয়েছে প্রশাসনের পক্ষ থেকে ৷ ইতিমধ্যেই শহরের বিভিন্ন হাসপাতালে প্রায় 300 জন ভরতি রয়েছেন হিট স্ট্রোকে আক্রান্ত হয়ে ৷

Heatwave Deaths Bihar
বিহারে তাপপ্রবাহ (প্রতীকী ছবি)
author img

By ETV Bharat Bangla Team

Published : May 31, 2024, 12:29 PM IST

Updated : May 31, 2024, 4:27 PM IST

পটনা, 31 মে: বিহারে ক্রমশই বাড়ছে তাপমাত্রা ৷ তার জেরেই বিপাকে পড়েছেন সেখানকার সাধারণ মানুষ ৷ প্রাশাসনের তরফে জানানো হয়েছে, তাপপ্রবাহের জেরে ক্রমশই বাড়ছে মৃতের সংখ্যা । প্রবল গরমে বিহারে 80 জনের মৃত্যু হয়েছে, যার মধ্যে 27 জনের মৃত্যু তাপপ্রবাহের কারণেই হয়েছে বলে নিশ্চিত করা হয়েছে প্রশাসনের পক্ষ থেকে ৷ তাপপ্রবাহের প্রভাব সবথেকে বেশি পড়েছে ঔরঙ্গাবাদে। অস্বাভাবিক গরমে সেখানেই মৃত্যু হয়েছে 19 জনের ৷ প্রশাসন সূত্রে খবর, মৃতদের মধ্যে কমপক্ষে 10 জন ভোট কর্মীও আছেন।

বিহারে বৃহস্পতিবার তাপপ্রবাহে 80 জন প্রাণ হারিয়েছেন । প্রায় 300 মানুষের মৃ্ত্যু হয়েছে ৷ বিহারের স্বাস্থ্য দফতর সূত্রে জানানো হয়েছে, অসুস্থ ব্যক্তিদের জেলার বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে, যেখানে তাদের চিকিৎসা চলছে। অপ্রয়োজনীয় কারণে বাড়ি থেকে না বের হওয়ার পরামর্শ দেওয়া হয়েছে স্বাস্থ্য দফতরের তরফে ৷ আগামী 1 জুন অর্থাৎ শনিবার পর্যন্ত তাপপ্রবাহের আশঙ্কা রয়েছে।

বিপর্যয় মোকাবিলা দফতরের পক্ষ থেকে জানানো হয়েছে, আরওয়াল, বক্সার, রোহতাস এবং বেগুসরাই জেলায় তাপপ্রবাহের কারণে (আশঙ্কা) 8 জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। যদিও, মৃত্যু যে তাপপ্রবাহের কারণেই হয়েছে, তা এখনও প্রশাসনের পক্ষ থেকে নিশ্চিত করা হয়নি ৷ মৃতদের পরিবারের সদস্যদের আপত্তি থাকায় বেশ কয়েকটি দেহের ময়নাতদন্ত করা যায়নি ৷ কয়েকটির দেহ ময়না তদন্তের রিপোর্ট এলে মৃত্যুর কারণ স্পষ্ট হবে ৷

শুক্রবার সকালে পটনা-গয়া রেল সেকশনের নাদৌল রেলওয়ে স্টেশনে তাপপ্রবাহের জেরে দু’জনের মৃত্যু হয়েছে। মৃতরা দু’জনেই রেলযাত্রী ৷ মৃতদেহের পরিচয় এখনও পাওয়া যায়নি। রেলের পক্ষ থেকে ইতিমধ্যেই তাঁদের মৃত্যু নিশ্চিত করা হয়েছে ৷ পটনা মেডিক্যাল কলেজে চিকিৎসাধীন এক সেক্টর অফিসারের মৃত্যু হয়েছে ৷ জানা গিয়েছে, মৃত ব্যক্তি রাজ্যের কৃষি দফতরের এক আধিকারিক ৷ বৃহস্পতিবার, তাপপ্রবাহের কারণে রাজ্যে 10 জন ভোটগ্রহণ কর্মীর অসুস্থ হয়ে পড়েন ৷ তাঁদের সবাইকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল।

ঔরঙ্গাবাদে সর্বাধিক মৃত্যু: ঔরঙ্গাবাদে সর্বাধিক 19 জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। তাপপ্রবাহের জেরে 12 জনের মৃত্যু খবর নিশ্চিত করা হয়েছে। শুক্রবার মদনপুর থানা এলাকায় এক শ্রমিকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার, ঔরঙ্গাবাদের সর্বোচ্চ তাপমাত্রা 48.2 ডিগ্রি সেলসিয়াসে পৌঁছেছিল। মদনপুর থানার ভারপ্রাপ্ত পুলিশ আধিকারিক ওই শ্রমিকের মৃত্যু নিশ্চিত করেছেন ৷

জানা গিয়েছে, বৃহস্পতিবার ঔরঙ্গাবাদে প্রায় 200 জন হিট স্ট্রোকের শিকার হয়েছেন। সদর হাসপাতালের মেডিক্যাল অফিসার অভিষেক কুমার জানান, বৃহস্পতিবার গরমে অসুস্থ হয়ে প্রায় 200 জন রোগী ভরতি হয়েছেন । সকলের চিকিৎসাও শুরু করা হয়েছে। বিহারজুড়ে হিটস্ট্রোকের 300 জনেরও বেশি আক্রান্ত হয়েছেন ৷ জেহানাবাদেও 8 জনের মৃত্যু হয়েছে। জেলায় নির্বাচনী দায়িত্বে আসা 1 সেনা জওয়ানের মৃত্যু হয়েছে ৷

পটনা, 31 মে: বিহারে ক্রমশই বাড়ছে তাপমাত্রা ৷ তার জেরেই বিপাকে পড়েছেন সেখানকার সাধারণ মানুষ ৷ প্রাশাসনের তরফে জানানো হয়েছে, তাপপ্রবাহের জেরে ক্রমশই বাড়ছে মৃতের সংখ্যা । প্রবল গরমে বিহারে 80 জনের মৃত্যু হয়েছে, যার মধ্যে 27 জনের মৃত্যু তাপপ্রবাহের কারণেই হয়েছে বলে নিশ্চিত করা হয়েছে প্রশাসনের পক্ষ থেকে ৷ তাপপ্রবাহের প্রভাব সবথেকে বেশি পড়েছে ঔরঙ্গাবাদে। অস্বাভাবিক গরমে সেখানেই মৃত্যু হয়েছে 19 জনের ৷ প্রশাসন সূত্রে খবর, মৃতদের মধ্যে কমপক্ষে 10 জন ভোট কর্মীও আছেন।

বিহারে বৃহস্পতিবার তাপপ্রবাহে 80 জন প্রাণ হারিয়েছেন । প্রায় 300 মানুষের মৃ্ত্যু হয়েছে ৷ বিহারের স্বাস্থ্য দফতর সূত্রে জানানো হয়েছে, অসুস্থ ব্যক্তিদের জেলার বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে, যেখানে তাদের চিকিৎসা চলছে। অপ্রয়োজনীয় কারণে বাড়ি থেকে না বের হওয়ার পরামর্শ দেওয়া হয়েছে স্বাস্থ্য দফতরের তরফে ৷ আগামী 1 জুন অর্থাৎ শনিবার পর্যন্ত তাপপ্রবাহের আশঙ্কা রয়েছে।

বিপর্যয় মোকাবিলা দফতরের পক্ষ থেকে জানানো হয়েছে, আরওয়াল, বক্সার, রোহতাস এবং বেগুসরাই জেলায় তাপপ্রবাহের কারণে (আশঙ্কা) 8 জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। যদিও, মৃত্যু যে তাপপ্রবাহের কারণেই হয়েছে, তা এখনও প্রশাসনের পক্ষ থেকে নিশ্চিত করা হয়নি ৷ মৃতদের পরিবারের সদস্যদের আপত্তি থাকায় বেশ কয়েকটি দেহের ময়নাতদন্ত করা যায়নি ৷ কয়েকটির দেহ ময়না তদন্তের রিপোর্ট এলে মৃত্যুর কারণ স্পষ্ট হবে ৷

শুক্রবার সকালে পটনা-গয়া রেল সেকশনের নাদৌল রেলওয়ে স্টেশনে তাপপ্রবাহের জেরে দু’জনের মৃত্যু হয়েছে। মৃতরা দু’জনেই রেলযাত্রী ৷ মৃতদেহের পরিচয় এখনও পাওয়া যায়নি। রেলের পক্ষ থেকে ইতিমধ্যেই তাঁদের মৃত্যু নিশ্চিত করা হয়েছে ৷ পটনা মেডিক্যাল কলেজে চিকিৎসাধীন এক সেক্টর অফিসারের মৃত্যু হয়েছে ৷ জানা গিয়েছে, মৃত ব্যক্তি রাজ্যের কৃষি দফতরের এক আধিকারিক ৷ বৃহস্পতিবার, তাপপ্রবাহের কারণে রাজ্যে 10 জন ভোটগ্রহণ কর্মীর অসুস্থ হয়ে পড়েন ৷ তাঁদের সবাইকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল।

ঔরঙ্গাবাদে সর্বাধিক মৃত্যু: ঔরঙ্গাবাদে সর্বাধিক 19 জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। তাপপ্রবাহের জেরে 12 জনের মৃত্যু খবর নিশ্চিত করা হয়েছে। শুক্রবার মদনপুর থানা এলাকায় এক শ্রমিকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার, ঔরঙ্গাবাদের সর্বোচ্চ তাপমাত্রা 48.2 ডিগ্রি সেলসিয়াসে পৌঁছেছিল। মদনপুর থানার ভারপ্রাপ্ত পুলিশ আধিকারিক ওই শ্রমিকের মৃত্যু নিশ্চিত করেছেন ৷

জানা গিয়েছে, বৃহস্পতিবার ঔরঙ্গাবাদে প্রায় 200 জন হিট স্ট্রোকের শিকার হয়েছেন। সদর হাসপাতালের মেডিক্যাল অফিসার অভিষেক কুমার জানান, বৃহস্পতিবার গরমে অসুস্থ হয়ে প্রায় 200 জন রোগী ভরতি হয়েছেন । সকলের চিকিৎসাও শুরু করা হয়েছে। বিহারজুড়ে হিটস্ট্রোকের 300 জনেরও বেশি আক্রান্ত হয়েছেন ৷ জেহানাবাদেও 8 জনের মৃত্যু হয়েছে। জেলায় নির্বাচনী দায়িত্বে আসা 1 সেনা জওয়ানের মৃত্যু হয়েছে ৷

Last Updated : May 31, 2024, 4:27 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.