ETV Bharat / bharat

পিএফ অ্যাকাউন্টে এক মাসের বেতন দেবে সরকার, বাজেটে ঘোষণা অর্থমন্ত্রীর - BUDGET FOR 2024 - BUDGET FOR 2024

Union Budget for 2024: কেন্দ্রীয় বাজেটে একগুচ্ছ প্রকল্পের ঘোষণা করলেন নির্মলা সীতারমন ৷ সেই সঙ্গে কর্মসংস্থানেও নয়া দিশা দেখিয়েছে কেন্দ্রীয় অর্থমন্ত্রী ৷

Union Budget for 2024
কেন্দ্রীয় বাজেট পেশ নির্মলা সীতারমনের (সৌ: এক্স হ্যান্ডেল)
author img

By PTI

Published : Jul 23, 2024, 12:33 PM IST

নয়াদিল্লি, 23 জুলাই: নতুন চাকরিতে যোগ দেওয়া তরুণ-তরুণীদের জন্য এক মাসের বেতন পিএফ-এ দেবে সরকার ৷ কেন্দ্রীয় পূর্ণাঙ্গ বাজেট পেশ করতে গিয়ে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন জানান, তিনটি কর্মসংস্থান-সংযুক্ত প্রকল্প চালু করতে চলেছে কেন্দ্র ৷ যারা প্রথম কাজে যোগ দিচ্ছেন তাঁদের পিএফ-এর ক্ষেত্রেও নয়া বিষয় যোগ হতে চলেছে ৷

মঙ্গলবার 2024-25 সালের কেন্দ্রীয় বাজেট পেশ করেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমন ৷ আর বাজেটের প্রথমেই যে নয় সূত্রের কথা উল্লেখ করেছেন অর্থমন্ত্রী সেখানে কর্মসংস্থানের উপরেও বিশেষ জোর দিয়েছেন তিনি ৷ বাজেটে অর্থমন্ত্রী জানান, সরকার এক মাসের বেতন পিএফ-এর মাধ্যমে দিয়ে চাকরির বাজারে প্রবেশকারী 30 লক্ষ নতুন যুবককে উৎসাহিত করবে ৷ বাজেটে অর্থমন্ত্রী ঘোষণা করেন, কর্মক্ষেত্রে মহিলাদের অংশগ্রহণ বাড়াতে দেশে কর্মজীবী ​​মহিলাদের জন্য হস্টেলও স্থাপন করা হবে। এর সঙ্গেই তিনি যোগ করেছেন, সরকার জলবায়ু-সহনশীল বিকাশের জন্য বেসরকারি খাত, ডোমেইন বিশেষজ্ঞ এবং অন্যান্যদের ক্ষেত্রেও তহবিল সরবরাহ করবে।

নির্মলা সীতারামন এদিন বলেন, "আমাদের সরকার প্রধানমন্ত্রীর প্যাকেজের অংশ হিসাবে কর্মসংস্থান-সংযুক্ত উৎসাহ প্রদানের জন্য তিনটি প্রকল্প বাস্তবায়ন করবে। এগুলি ইপিএফও-তে তালিকাভুক্তির উপর ভিত্তি করে হবে ৷ প্রথমবার চাকরিতে যোগ দেওয়ার স্বীকৃতির পাশাপাশি কর্মচারী ও নিয়োগকর্তাদের প্রকল্পে সহায়তা করবে।" এর সঙ্গেই অর্থমন্ত্রী জানান, প্রথম চাকরি প্রার্থীদের এক মাসের বেতন দেওয়া হবে ইপিএফও-তে ৷

দেখে নিন কারা যোগ্য ?

  • যারা এমপ্লয়ি প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশনে (ইপিএফও) রেজিস্ট্রি আছে ৷
  • সরকার সকল সেক্টরে নতুন কর্মী যোগদানকারী প্রত্যেককে এক মাসের বেতন প্রদান করবে।
  • 15 হাজার টাকা পর্যন্ত কিস্তিতে টাকা দেওয়া হবে ৷
  • যোগ্যতার সীমা প্রতি মাসে যাদের বেতন সর্বোচ্চ 1 লক্ষ হবে ৷
  • এই স্কিম 21 মিলিয়ন যুবক উপকৃত হবে বলে আশা করা হচ্ছে।

অর্থমন্ত্রী বলেন, "ইপিএফও-তে রেজিস্ট্রিকৃত প্রথমবার চাকরিতে যোগ দিয়েছেন এমন কর্মীদের এক মাসের বেতন তিন কিস্তিতে সরাসরি বেনিফিট স্থানান্তর করবে সরকার ৷"

নয়াদিল্লি, 23 জুলাই: নতুন চাকরিতে যোগ দেওয়া তরুণ-তরুণীদের জন্য এক মাসের বেতন পিএফ-এ দেবে সরকার ৷ কেন্দ্রীয় পূর্ণাঙ্গ বাজেট পেশ করতে গিয়ে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন জানান, তিনটি কর্মসংস্থান-সংযুক্ত প্রকল্প চালু করতে চলেছে কেন্দ্র ৷ যারা প্রথম কাজে যোগ দিচ্ছেন তাঁদের পিএফ-এর ক্ষেত্রেও নয়া বিষয় যোগ হতে চলেছে ৷

মঙ্গলবার 2024-25 সালের কেন্দ্রীয় বাজেট পেশ করেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমন ৷ আর বাজেটের প্রথমেই যে নয় সূত্রের কথা উল্লেখ করেছেন অর্থমন্ত্রী সেখানে কর্মসংস্থানের উপরেও বিশেষ জোর দিয়েছেন তিনি ৷ বাজেটে অর্থমন্ত্রী জানান, সরকার এক মাসের বেতন পিএফ-এর মাধ্যমে দিয়ে চাকরির বাজারে প্রবেশকারী 30 লক্ষ নতুন যুবককে উৎসাহিত করবে ৷ বাজেটে অর্থমন্ত্রী ঘোষণা করেন, কর্মক্ষেত্রে মহিলাদের অংশগ্রহণ বাড়াতে দেশে কর্মজীবী ​​মহিলাদের জন্য হস্টেলও স্থাপন করা হবে। এর সঙ্গেই তিনি যোগ করেছেন, সরকার জলবায়ু-সহনশীল বিকাশের জন্য বেসরকারি খাত, ডোমেইন বিশেষজ্ঞ এবং অন্যান্যদের ক্ষেত্রেও তহবিল সরবরাহ করবে।

নির্মলা সীতারামন এদিন বলেন, "আমাদের সরকার প্রধানমন্ত্রীর প্যাকেজের অংশ হিসাবে কর্মসংস্থান-সংযুক্ত উৎসাহ প্রদানের জন্য তিনটি প্রকল্প বাস্তবায়ন করবে। এগুলি ইপিএফও-তে তালিকাভুক্তির উপর ভিত্তি করে হবে ৷ প্রথমবার চাকরিতে যোগ দেওয়ার স্বীকৃতির পাশাপাশি কর্মচারী ও নিয়োগকর্তাদের প্রকল্পে সহায়তা করবে।" এর সঙ্গেই অর্থমন্ত্রী জানান, প্রথম চাকরি প্রার্থীদের এক মাসের বেতন দেওয়া হবে ইপিএফও-তে ৷

দেখে নিন কারা যোগ্য ?

  • যারা এমপ্লয়ি প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশনে (ইপিএফও) রেজিস্ট্রি আছে ৷
  • সরকার সকল সেক্টরে নতুন কর্মী যোগদানকারী প্রত্যেককে এক মাসের বেতন প্রদান করবে।
  • 15 হাজার টাকা পর্যন্ত কিস্তিতে টাকা দেওয়া হবে ৷
  • যোগ্যতার সীমা প্রতি মাসে যাদের বেতন সর্বোচ্চ 1 লক্ষ হবে ৷
  • এই স্কিম 21 মিলিয়ন যুবক উপকৃত হবে বলে আশা করা হচ্ছে।

অর্থমন্ত্রী বলেন, "ইপিএফও-তে রেজিস্ট্রিকৃত প্রথমবার চাকরিতে যোগ দিয়েছেন এমন কর্মীদের এক মাসের বেতন তিন কিস্তিতে সরাসরি বেনিফিট স্থানান্তর করবে সরকার ৷"

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.