ধোলপুর(রাজস্থান), 10 ফেব্রুয়ারি: সরকারি স্কুলের শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীর শ্লীলতাহানির অভিযোগ ৷ সকলের সামনে দাঁড় করিয়ে অভিযুক্ত শিক্ষককে শাস্তি দিল গ্রামবাসীরা। চলল বেধড়ক মারধর ৷ এমনকী শিক্ষক তার ভুল স্বীকার করে ক্ষমা চেয়ে ছাত্রীর পা স্পর্শ করতেই তাঁকে চড় মারেন নির্যাতিত পড়ুয়াও। ঘটনাটি ঘটেছে রাজস্থানের ধোলপুরের কাউলারি থানায় ৷ তবে গ্রামাবাসীরা আইন হাতে তুলে নেওয়ার পরও পুলিশকে কোনও ব্যবস্থা নিতে দেখা যায়নি । এরপরেই প্রশ্ন উঠছে বিভিন্নমহলে ৷ পাশাপাশি, এই ঘটনার জেরে অন্য শিক্ষকদের মধ্যেও আতঙ্কের সঞ্চার হয়েছে ।
জানা গিয়েছে, সপ্তাহখানেক আগে স্কুলে প্রার্থনার সময় পড়ুয়াদের সামনে শিক্ষককে শাস্তি দেওয়া হয় ৷ তার আগে নির্যাতিতা ছাত্রীর পরিবারের সদস্যদের তরফে স্কুলের সমস্ত কর্মচারীদের কাছ থেকে ফোন নিয়ে নেওয়া হয় ৷ কেউ যাতে এই ঘটনার ভিডিয়ো করতে না পারেন তার জন্যই এই ব্যবস্থা ৷ তারা ঘটনার কোনও প্রমাণ রাখতে চাননি ৷
ওই শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ, প্র্যাকটিকাল চলাকালীন একটি কক্ষের কাছে শিক্ষক দ্বাদশ শ্রেণির ছাত্রীর শ্লীলতাহানি করেন। শ্লীলতাহানির খবর স্কুলে ছড়িয়ে পড়লে অভিযুক্ত শিক্ষিক ছাত্রীর বাড়িতে পৌঁছনোর আগেই তার পরিবারের কাছে গিয়ে নিজের ভুলের জন্য ক্ষমা চান । এরপরও শিক্ষার্থীর পরিবারের হাতে শিক্ষককে মারধর করা হয়েছে ।
ঘটনা প্রসঙ্গে স্কুলের অধ্যক্ষ বলেছেন, " এর সঙ্গে আমার কোনও সম্পর্ক নেই । নিজের ভুলের জন্য শিক্ষক নিজেই ক্ষমা চেয়েছেন । স্কুল পর্যায়ের তদন্ত কমিটি ওই শিক্ষককে দোষী সাব্যস্ত করেছে । বিষয়টি আমরা জেলা শিক্ষা আধিকারিক ও ব্লক শিক্ষা আধিকারিককে জানিয়েছি ।" শিক্ষককে থাপ্পড় মারার ঘটনায় অধ্যক্ষের প্রতিক্রিয়া , "আমরা কি কারও হাত আটকাতে পারি? শিক্ষক ছাত্রীটির পা স্পর্শ করলে ছাত্রীর চোখে জল চলে আসে এবং আবেগের বশে তিনি শিক্ষককে চড় মারেন।"
আরও পড়ুন: