ETV Bharat / bharat

উত্তরপ্রদেশের পর উত্তরাখণ্ড ! রুরকির রেল লাইন থেকে উদ্ধার এলপিজি সিলিন্ডার - LPG CYLINDER ON TRAIN TRACK

উত্তরাখণ্ডের রুরকির রেল লাইন থেকে উদ্ধার এলপিজি সিলিন্ডার ৷ এর আগে উত্তরাখণ্ডের দুই রেল লাইন থেকে উদ্ধার করা হয় সিলিন্ডার ৷

LPG CYLINDER ON TRAIN TRACK
রেল লাইন থেকে উদ্ধার এলপিজি গ্যাসের সিলিন্ডার (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Bangla Team

Published : Oct 13, 2024, 2:05 PM IST

রুরকি, 13 অক্টোবর: উত্তরপ্রদেশের পর এবার উত্তরাখণ্ড ৷ রেল লাইনের উপর থেকে উদ্ধার হল এলপিজি সিলিন্ডার ৷ মালগাড়ির লোকো পাইলটের তৎপরতায় বড়সড় বিপদের হাত থেকে রেহাই মিলল ৷ ঘটনাটি ঘটেছে রুরকির ধন্ধেরা এলাকায় ৷ উল্লেখ্য, ওই রেল লাইনের পাশেই একটি সেনাছাউনি রয়েছে ৷ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন রেলের আধিকারিক ও রেল পুলিশের কর্মীরা ৷

রবিবার সকালে আপ লাইনে একটি 3 কেজির গ্যাস সিলিন্ডার পড়ে থাকতে দেখেন পাশের লাইনে দাঁড়িয়ে থাকা মালগাড়ির চালক ৷ সঙ্গে সঙ্গে তিনি রেলওয়ে প্রোটেকশন ফোর্সে খবর দেন তিনি ৷ খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছন লক্সর রেলওয়ে পুলিশের এসআই নরেন্দ্র সিং নেগি এবং এএসআই বসন্ত লাল ৷

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন রেলের আধিকারিকরা ও স্টেশন মাস্টার ৷ পুলিশ সূত্রে খবর, রেল লাইনের যে অংশে সিলিন্ডারটি রাখা ছিল, দেওয়াল টপকালেই রয়েছে রুরকির সেনাছাউনি ৷ যদিও সিলিন্ডারটি ফাঁকা ছিল বলেই জানিয়েছেন পুলিশ ৷ তবে ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায় এলাকায় ৷

উল্লেখ্য, কিছুদিন আগেই রুরকি স্টেশন উড়িয়ে দেওয়ার হুমকি চিঠি পান স্টেশন মাস্টার ৷ তাই এদিনের ঘটনার পর স্বাভাবিকভাবে ষড়যন্ত্রের একাধিক তত্ত্ব উঠে এসেছে ৷ ঘটনার পুঙ্খানুপুঙ্খ তদন্ত করা হবে বলে জানানো হয়েছে জিআরপি-এর তরফে ৷

প্রসঙ্গত, এই প্রথম নয় ৷ গত সেপ্টেম্বরে ঠিক একই রকমভাবে পরপর দু'বার রেল লাইনের উপর থেকে এলপিজি সিলিন্ডার উদ্ধার করা হয় ৷ প্রথমটি উদ্ধার হয় শিবরাজপুর এলাকা থেকে ৷ দ্বিতীয়টি উদ্ধার করা হয় কানপুর থেকে ৷ দুই ক্ষেত্রেই লোকো পাইলটের তৎপরতায় বড়সড় দুর্ঘটনা থেকে রক্ষা পাওয়া যায় ৷ এবার সেই একই ঘটনার পুনরাবৃত্তি ৷ ইতিমধ্যেই, ঘটনার তদন্ত শুরু করেছে রেল পুলিশ ও রেল কর্তৃপক্ষ ৷

আরও পড়ুন:

রেললাইনে সিলিন্ডার! বিপদের আগে ব্রেক কষলেন ট্রেন চালক

রেললাইনে গ্যাস সিলিন্ডার রেখে কালিন্দী এক্সপ্রেস লাইনচ্যুত করার চেষ্টা ! তারপর...

রুরকি, 13 অক্টোবর: উত্তরপ্রদেশের পর এবার উত্তরাখণ্ড ৷ রেল লাইনের উপর থেকে উদ্ধার হল এলপিজি সিলিন্ডার ৷ মালগাড়ির লোকো পাইলটের তৎপরতায় বড়সড় বিপদের হাত থেকে রেহাই মিলল ৷ ঘটনাটি ঘটেছে রুরকির ধন্ধেরা এলাকায় ৷ উল্লেখ্য, ওই রেল লাইনের পাশেই একটি সেনাছাউনি রয়েছে ৷ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন রেলের আধিকারিক ও রেল পুলিশের কর্মীরা ৷

রবিবার সকালে আপ লাইনে একটি 3 কেজির গ্যাস সিলিন্ডার পড়ে থাকতে দেখেন পাশের লাইনে দাঁড়িয়ে থাকা মালগাড়ির চালক ৷ সঙ্গে সঙ্গে তিনি রেলওয়ে প্রোটেকশন ফোর্সে খবর দেন তিনি ৷ খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছন লক্সর রেলওয়ে পুলিশের এসআই নরেন্দ্র সিং নেগি এবং এএসআই বসন্ত লাল ৷

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন রেলের আধিকারিকরা ও স্টেশন মাস্টার ৷ পুলিশ সূত্রে খবর, রেল লাইনের যে অংশে সিলিন্ডারটি রাখা ছিল, দেওয়াল টপকালেই রয়েছে রুরকির সেনাছাউনি ৷ যদিও সিলিন্ডারটি ফাঁকা ছিল বলেই জানিয়েছেন পুলিশ ৷ তবে ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায় এলাকায় ৷

উল্লেখ্য, কিছুদিন আগেই রুরকি স্টেশন উড়িয়ে দেওয়ার হুমকি চিঠি পান স্টেশন মাস্টার ৷ তাই এদিনের ঘটনার পর স্বাভাবিকভাবে ষড়যন্ত্রের একাধিক তত্ত্ব উঠে এসেছে ৷ ঘটনার পুঙ্খানুপুঙ্খ তদন্ত করা হবে বলে জানানো হয়েছে জিআরপি-এর তরফে ৷

প্রসঙ্গত, এই প্রথম নয় ৷ গত সেপ্টেম্বরে ঠিক একই রকমভাবে পরপর দু'বার রেল লাইনের উপর থেকে এলপিজি সিলিন্ডার উদ্ধার করা হয় ৷ প্রথমটি উদ্ধার হয় শিবরাজপুর এলাকা থেকে ৷ দ্বিতীয়টি উদ্ধার করা হয় কানপুর থেকে ৷ দুই ক্ষেত্রেই লোকো পাইলটের তৎপরতায় বড়সড় দুর্ঘটনা থেকে রক্ষা পাওয়া যায় ৷ এবার সেই একই ঘটনার পুনরাবৃত্তি ৷ ইতিমধ্যেই, ঘটনার তদন্ত শুরু করেছে রেল পুলিশ ও রেল কর্তৃপক্ষ ৷

আরও পড়ুন:

রেললাইনে সিলিন্ডার! বিপদের আগে ব্রেক কষলেন ট্রেন চালক

রেললাইনে গ্যাস সিলিন্ডার রেখে কালিন্দী এক্সপ্রেস লাইনচ্যুত করার চেষ্টা ! তারপর...

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.