ETV Bharat / bharat

কড়া নিরাপত্তায় 'লেডি ডন' অনুরাধা চৌধুরির সঙ্গে বিয়ে হল গ্যাংস্টার কালা জাঠেরির

Kala Jathedi and Lady Don Wedding: দিল্লির দ্বারকার সন্তোষ গার্ডেন ব্যাঙ্কোয়েটে বিয়ে হল গ্যাংস্টার কালা জাঠেরি এবং 'লেডি ডন' অনুরাধা চৌধুরির ৷ লেডি ডন নিজেই গাড়ি চালিয়ে বিয়ের মণ্ডপে পৌঁছন। অন্যদিকে, কড়া নিরাপত্তার মধ্যে দিয়ে তিহাড় জেল থেকে নিয়ে আসা হয় জাঠেরিকে ৷

Etv Bharat
Etv Bharat
author img

By ETV Bharat Bangla Team

Published : Mar 13, 2024, 7:28 AM IST

Updated : Mar 13, 2024, 7:35 AM IST

বিয়ে হল গ্যাংস্টারের

নয়াদিল্লি, 13 মার্চ: মঙ্গলবার বিয়ে হল গ্যাংস্টার কালা জাঠেরি এবং 'লেডি ডন' অনুরাধা চৌধুরির। দিল্লির দ্বারকার সন্তোষ গার্ডেন ব্যাঙ্কোয়েটে তাদের বিয়ের অনুষ্ঠান সম্পন্ন হয়। আর এই বিয়েকে কেন্দ্র করে কড়া নিরাপত্তায় চাদড়ে মুড়ে ফেলা হয়েছিল অনুষ্ঠানের জায়গা ৷ বিয়ের দিকে নজর রেখে ছিল চার রাজ্যের পুলিশ। বিয়েতে নিরাপত্তার ব্যবস্থা করা এবং শান্তিপূর্ণভাবে সবকিছু সম্পন্ন করা পুলিশ ও নিরাপত্তা কর্মীদের কাছে ছিল বড় চ্যালেঞ্জ ৷

ওইদিন সন্তোষ গার্ডেনে আধার কার্ড বা অন্যান্য আইডি দেখেই কর্মীদের ভিতরে প্রবেশের অনুমতি দেওয়া হয়েছে ৷ মূলত যারা খাবার, পানীয় এবং অন্যান্য কাজের দায়িত্বে ছিলেন, তাঁদের যাবতীয় দিক খতিয়ে দেখেন নিরাপত্তা কর্মীরা ৷ এর পরেই তাঁদের প্রবেশের অনুমতি দেওয়া হয়েছিল ৷ এছাড়াও, নিরাপত্তা ব্যবস্থা আটোসাঁটো করতে সেখানে দুটি মেটাল ডিটেক্টর গেটও বসানো হয়। প্রত্যেক কর্মচারী, এমনকী গ্যাংস্টারের আত্মীয়-স্বজনদেরও এই গেটের মধ্য দিয়ে যেতে হয়েছে।

জানা গিয়েছে, ওইদিন সকাল 10টা নাগাদ হেফাজতের প্যারোলে নিরাপত্তা কর্মীরা কালা জাঠেরিকে তিহাড় জেল থেকে বিয়ের অনুষ্ঠানে সরাসরি নিয়ে আসেন। অন্যদিকে, কনে 'লেডি ডন' অনুরাধা চৌধুরী নিজের স্করপিও গাড়ি চালিয়ে লাল স্যুট পরে বিয়ের মণ্ডপে এসেছিলেন। অনুরাধা-সহ আরও অনেকেই উপস্থিত ছিলেন। সেখানে পুলিশ কর্মীদের পাশাপাশি সংবাদমাধ্যমও হাজির হয়েছিল।

শুধু মিডিয়ায় নয়, সোশাল মিডিয়াতেও দুই গ্যাংগস্টারের বিয়ে নিয়ে জোর আলোচনা শুরু হয়েছিল ৷ এর আগে দ্বারকা আদালত জাঠেরিকে বিয়ের জন্য 6 ঘণ্টা হেফাজতের প্যারোল দেয়। তিহাড় জেল থেকে বিয়ের অনুষ্ঠানস্থলে আসা এবং বিয়ের সমস্ত আচার-অনুষ্ঠান শেষ করে ফের কালা জাঠেরিকে তিহাড় জেলে ফিরিয়ে নিয়ে যাওয়া পুলিশের কাছে ছিল বড় চ্যালেঞ্জ। কালা জাঠেরি গ্যাংয়ের কিছু লোকেরা তাকে মুক্ত করার চেষ্টা করতে পারে বলেও আশঙ্কা করেছিল পুলিশ ৷ কারণ তার সহযোগীরা একবার জাঠেরিকে হরিয়ানা পুলিশের হেফাজত থেকে ছাড়িয়ে নিয়েছিল। একই সঙ্গে, তার প্রতিদ্বন্দ্বী দলের তরফে কালা জাঠেরির উপর হামলা হতে পারে, এমন আশঙ্কাও ছিল ৷

গ্যাংস্টার সন্দীপ ওরফে কালা জাঠেরি হরিয়ানার সোনিপথের জাঠেরি গ্রামের বাসিন্দা। তার বিরুদ্ধে প্রায় তিন ডজন গুরুতর ধারায় মামলা রয়েছে। সে কুখ্যাত গ্যাংস্টার লরেন্স বিষ্ণোইয়ের বিশেষ বন্ধু ৷ 2021 সালে জাঠেরিকে মুজাফফরপুর থেকে অনুরাধা-সহ দিল্লি পুলিশ গ্রেফতার করেছিল। অন্যদিকে, অনুরাধা চৌধুরি ওরফে ম্যাডাম মিঞ্জ রাজস্থানের বাসিন্দা। তিনি প্রায় 15 বছর ধরে অপরাধ জগতে রয়েছেন। প্রথমদিকে রাজস্থানের কুখ্যাত গ্যাংস্টার আনন্দপালের সঙ্গে তার সম্পর্ক ছিল। পুলিশ এনকাউন্টারে আনন্দপাল নিহত হওয়ার পর তিনি কালা জাঠেরির দলে যোগ দেন। অনুরাধার বিরুদ্ধে একাধিক ফৌজদারি মামলা রয়েছে। বর্তমানে তিনি জামিনে জেল থেকে বের হয়ে সোনিপথে কালা জাঠেরির বাড়িতেই থাকেন।

আরও পড়ুন

নিহত পঞ্জাবি গায়ক সিধুর মা অন্তঃসত্ত্বা, গুজব বলে ওড়ালেন বাবা বালকৌর সিং

সিএএ মুসলিম বিরোধী নয়, ব্যাখ্যা দিল অমিত শাহের মন্ত্রক

বিয়ে হল গ্যাংস্টারের

নয়াদিল্লি, 13 মার্চ: মঙ্গলবার বিয়ে হল গ্যাংস্টার কালা জাঠেরি এবং 'লেডি ডন' অনুরাধা চৌধুরির। দিল্লির দ্বারকার সন্তোষ গার্ডেন ব্যাঙ্কোয়েটে তাদের বিয়ের অনুষ্ঠান সম্পন্ন হয়। আর এই বিয়েকে কেন্দ্র করে কড়া নিরাপত্তায় চাদড়ে মুড়ে ফেলা হয়েছিল অনুষ্ঠানের জায়গা ৷ বিয়ের দিকে নজর রেখে ছিল চার রাজ্যের পুলিশ। বিয়েতে নিরাপত্তার ব্যবস্থা করা এবং শান্তিপূর্ণভাবে সবকিছু সম্পন্ন করা পুলিশ ও নিরাপত্তা কর্মীদের কাছে ছিল বড় চ্যালেঞ্জ ৷

ওইদিন সন্তোষ গার্ডেনে আধার কার্ড বা অন্যান্য আইডি দেখেই কর্মীদের ভিতরে প্রবেশের অনুমতি দেওয়া হয়েছে ৷ মূলত যারা খাবার, পানীয় এবং অন্যান্য কাজের দায়িত্বে ছিলেন, তাঁদের যাবতীয় দিক খতিয়ে দেখেন নিরাপত্তা কর্মীরা ৷ এর পরেই তাঁদের প্রবেশের অনুমতি দেওয়া হয়েছিল ৷ এছাড়াও, নিরাপত্তা ব্যবস্থা আটোসাঁটো করতে সেখানে দুটি মেটাল ডিটেক্টর গেটও বসানো হয়। প্রত্যেক কর্মচারী, এমনকী গ্যাংস্টারের আত্মীয়-স্বজনদেরও এই গেটের মধ্য দিয়ে যেতে হয়েছে।

জানা গিয়েছে, ওইদিন সকাল 10টা নাগাদ হেফাজতের প্যারোলে নিরাপত্তা কর্মীরা কালা জাঠেরিকে তিহাড় জেল থেকে বিয়ের অনুষ্ঠানে সরাসরি নিয়ে আসেন। অন্যদিকে, কনে 'লেডি ডন' অনুরাধা চৌধুরী নিজের স্করপিও গাড়ি চালিয়ে লাল স্যুট পরে বিয়ের মণ্ডপে এসেছিলেন। অনুরাধা-সহ আরও অনেকেই উপস্থিত ছিলেন। সেখানে পুলিশ কর্মীদের পাশাপাশি সংবাদমাধ্যমও হাজির হয়েছিল।

শুধু মিডিয়ায় নয়, সোশাল মিডিয়াতেও দুই গ্যাংগস্টারের বিয়ে নিয়ে জোর আলোচনা শুরু হয়েছিল ৷ এর আগে দ্বারকা আদালত জাঠেরিকে বিয়ের জন্য 6 ঘণ্টা হেফাজতের প্যারোল দেয়। তিহাড় জেল থেকে বিয়ের অনুষ্ঠানস্থলে আসা এবং বিয়ের সমস্ত আচার-অনুষ্ঠান শেষ করে ফের কালা জাঠেরিকে তিহাড় জেলে ফিরিয়ে নিয়ে যাওয়া পুলিশের কাছে ছিল বড় চ্যালেঞ্জ। কালা জাঠেরি গ্যাংয়ের কিছু লোকেরা তাকে মুক্ত করার চেষ্টা করতে পারে বলেও আশঙ্কা করেছিল পুলিশ ৷ কারণ তার সহযোগীরা একবার জাঠেরিকে হরিয়ানা পুলিশের হেফাজত থেকে ছাড়িয়ে নিয়েছিল। একই সঙ্গে, তার প্রতিদ্বন্দ্বী দলের তরফে কালা জাঠেরির উপর হামলা হতে পারে, এমন আশঙ্কাও ছিল ৷

গ্যাংস্টার সন্দীপ ওরফে কালা জাঠেরি হরিয়ানার সোনিপথের জাঠেরি গ্রামের বাসিন্দা। তার বিরুদ্ধে প্রায় তিন ডজন গুরুতর ধারায় মামলা রয়েছে। সে কুখ্যাত গ্যাংস্টার লরেন্স বিষ্ণোইয়ের বিশেষ বন্ধু ৷ 2021 সালে জাঠেরিকে মুজাফফরপুর থেকে অনুরাধা-সহ দিল্লি পুলিশ গ্রেফতার করেছিল। অন্যদিকে, অনুরাধা চৌধুরি ওরফে ম্যাডাম মিঞ্জ রাজস্থানের বাসিন্দা। তিনি প্রায় 15 বছর ধরে অপরাধ জগতে রয়েছেন। প্রথমদিকে রাজস্থানের কুখ্যাত গ্যাংস্টার আনন্দপালের সঙ্গে তার সম্পর্ক ছিল। পুলিশ এনকাউন্টারে আনন্দপাল নিহত হওয়ার পর তিনি কালা জাঠেরির দলে যোগ দেন। অনুরাধার বিরুদ্ধে একাধিক ফৌজদারি মামলা রয়েছে। বর্তমানে তিনি জামিনে জেল থেকে বের হয়ে সোনিপথে কালা জাঠেরির বাড়িতেই থাকেন।

আরও পড়ুন

নিহত পঞ্জাবি গায়ক সিধুর মা অন্তঃসত্ত্বা, গুজব বলে ওড়ালেন বাবা বালকৌর সিং

সিএএ মুসলিম বিরোধী নয়, ব্যাখ্যা দিল অমিত শাহের মন্ত্রক

Last Updated : Mar 13, 2024, 7:35 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.